নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

আগন্তুক

২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৮



কয়েকটি মাস ঘুরে ফিরেছি..
একে একে প্রেমিকার ওষ্ঠ, ভোরের সূর্য, পাঠকের বুক...
এতটুকু প্রেম, তিল সম সুখ..
সমস্ত কবিতার প্রকোষ্ঠ ভাজে খুঁজে দেখেছি..
কোথাও কেউ নেই..
অলিন্দে নেই, নিলয়েও নেই..
কোন মৃত কবির আত্না কিংবা প্রেতাত্মার
কোন শব্দ নেই, কোন কান্না নেই..
কোন অরণ্য নেই, সমুদ্র নেই..


শুকনো পাতার মতন সমস্ত শব্দ তাড়না ঝেড়ে ফেলে..
আবেগকেন্দ্রিক সমস্ত কথোপকথন মুছে দিয়ে
এই আধুনিক পর্ণমোচী জীবন্ত ফসিল..
একটিও শোণিত কনায়
কাব্য নেই,ছন্দ নেই..
অলিন্দেও নেই নিলয়েও নেই...
পাঠকের টেবিলেও নেই, প্রেমিকার ভ্যানিটিব্যাগেও নেই..
সকল শব্দের ডালি ছুড়ে ঘুমিয়েছে বুক
অজানা পথের অচেনা পথচারী আগন্তুক..



সর্বস্বত্ত্ব সংরক্ষিত

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৩

রাজীব নুর বলেছেন:

জেগে ওঠো বাঙালি, তোমার কান্ডারি প্রস্তুত


২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ!

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৭

বর্ণিল হিমু বলেছেন: কোথাও কেউ নেই...... =p~

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ!

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ২:১৭

জাহিদ অনিক বলেছেন:

এসব ছাড়েন-- আসুন কবি যেন নিজেই অচেনা আগন্তুক হয়ে যায় সেই কামনা করি। চেনাজানা মানুষ আর সহ্য হয় না।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

ভ্রমরের ডানা বলেছেন:

জীবন খুঁজুক জীবনপথ! ধন্যবাদ!

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:১৪

বলেছেন: আছে আছে সবি আছে --


চোখ মেলে দেখ ---
বাতাসে উড়ছে প্রেম
আকাশের নীলে ----



আবেগ দিয়ে লেখা কবিতায় আবেগপ্রবণ হলাম।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪১

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ! শুভ হোক দিন!

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন: কোথাও কেউ নেই

আমরাও তো আছি .... নাকি !! ;)

খাস দিলে কবার চাই .... :)




কবিতা ভালো লেগেছে !

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৩

ভ্রমরের ডানা বলেছেন: অনুভবে শুভেচ্ছা কবীর ভাই! অশেষ ধন্যবাদ!

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

কথার ফুলঝুরি! বলেছেন: আমরা আছিতো ভাইয়া, সবসময় 8-|

কবিতায় ভালোলাগা ।

ভাইয়াকে এখন অনেক কম দেখা যায় । ব্যস্ততা বুঝি প্রিয় ভাইয়াকে আমাদের থেকে কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে :(

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২২

ভ্রমরের ডানা বলেছেন: আপনার অনুভবে প্রীতি ও শুভেচ্ছা জানাই! ব্যস্ততা থাকবেই তবুও পাশেপাশে থাকার প্রয়াস রইবে!

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

সুমন কর বলেছেন: অনেক দিন পর, কেমন আছেন?

সুন্দর লিখেছেন। +।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৮

ভ্রমরের ডানা বলেছেন: I am well Sumon dada. Thank you for your best compliment. Good wishes alwsys.

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

নীল আকাশ বলেছেন: কোথাও কেউ নেই! নিঃসঙ্গ এই অস্তরাগে কিংবা নিশীথে নিস্তব্ধতায় কোথাও কেউ নেই!
আপনার কবিতা গুলি একদম অন্য রকম হয়, কেমন যেন হৃদয় কে স্পর্শ করে যায়।
কবি, কি চমৎকার কবিতাই না লিখেছেন!
ইদানিং খুব একটা দেখি না। খুব ব্যস্ত মনে হয়?
শুভ কামনা রইল!

২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫০

ভ্রমরের ডানা বলেছেন:


সমুদ্র আবেগের কাছাকাছি বসবাসকারী নীল আকাশ,কবিতার অনুভবে এক আকাশ নক্ষত্র ফুলের শুভেচ্ছা! ইদানীং কর্মজীবন নিয়ে কিছুটা ব্যস্ত! আপনি ঠিকই ঠাহর করেছেন। এই অধমের কবিতা আপনার নজর এড়ায়নি দেখে খুবই আনন্দবোধ করছি! অশেষ ধন্যবাদ রইল!

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

মনিরা সুলতানা বলেছেন: কিছু'ই না থাক, কেবল কবিতা থাকুক!
কবিতা আছে, কবিতায় থাক।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:২৮

ভ্রমরের ডানা বলেছেন:


পরিচয় হারিয়েছি পর্ণমোচী পাতার মতন শুষ্ক ধূসর ধূসরিমা বুকে.... কবিতায় আছে কবিতায় থাক!




অনুভবে শুভেচ্ছা সুপ্রিয় কবি! স্নেহে সিক্ত হলাম! কৃতজ্ঞতা!

১০| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৫

নজসু বলেছেন:

২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৯

ভ্রমরের ডানা বলেছেন:



অশেষ ধন্যবাদ! শুভ নববর্ষ!

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৬

ধ্রুবক আলো বলেছেন: কবি আছে কবিতা আছে

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১১

ভ্রমরের ডানা বলেছেন:


হা হা ধন্যবাদ ধ্রুবক ভাই! ভালো বলেছেন বটে!

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতার কথামালা, সুন্দর সাজিয়েছেন

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৮

ভ্রমরের ডানা বলেছেন:



অনুভবে শুভেচ্ছা নাইম ভাই! ভাল থাকুন নিরন্তর! অত্যন্ত ভাল লাগা রইল!

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৯

অব্যক্ত কাব্য বলেছেন: সুন্দর কবিতা। ভাল লাগা জানবেন

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৩

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে আন্তরিক শুভেচ্ছা রইল! ভাল থাকুন।

১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩

খায়রুল আহসান বলেছেন: "অলিন্দেও নেই, নিলয়েও নেই" - "নেই" এর অনিন্দ্যসুন্দর কাব্যিক উপস্থাপনা!
মায়াবী কবিতায় অষ্টম ভাল লাগা + +

১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ! শুভেচছা ও শুভকামনা রইল। আপনার ভাল লাগায় কবি অনুপ্রেরণা পেয়েছে!

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৫৯

বিজন রয় বলেছেন: আপনার সব কবিতায় মুগ্ধ হতাম।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৯

ভ্রমরের ডানা বলেছেন: আপনি আমাকে অনুপ্রাণিত করেছেন। পাঠক ছাড়া কবি ও কবিতা মূল্যহীন। আমি সেটা অনুভব করছি। কবি জেগে উঠছে।

১৬| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.