নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ -২৮- স্বীকারোক্তি

২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫২






আমায় ক্ষমা করো প্রিয়তমা..
ক্ষমা করো..
খোল সেই হৃদয় মন্দিরদ্বার...
অজস্র পথ পাড়ি ক্লান্ত অবনত বদন স্বীকার,
সেই কক্ষচ্যুত নীহারিকা ফুল...
সুখ অক্ষের আলোকবর্ষ দূর,
মিথ্যে আলোরিকা, আলোড়িত নূর..
ভুল সময়ে নক্ষত্রনেশা ভুল...
শুধু তুমিই আলোক রশ্নি ধ্রুব সত্যবতী...
ঘনকালো শুন্যে ছিলে একমাত্র জ্যোতি..
স্বীকার করছি..

আমি স্বীকার করছি..
তোমার হৃদয় পদ্মদিঘী জুড়ে যত সুহাস পদ্মকলি..
পাপড়ি পাপড়ি সাজানো যার বুকের লালিমা ঢালি...
লাজে লাজে লাল...
ছেয়ে আছে কায়বার, শোণিত-স্নায়ুজাল...

মোহিতা লীলা বালী...
আমি স্বীকার করছি....
মোহগ্রস্ত চন্দ্রিমা নেশার ন্যায়
ফুলে ওঠা সিন্ধু বক্ষের গভীরতা থেকে...
আমি ভেসে ওঠে তোমায় বলতে পারিনি...
ভালোবাসি.... ভালবাসি...
সহস্র শতাব্দী দীর্ঘ এই অপরাধ... লহ অকপট স্বীকারোক্তি...
আমায় ক্ষমা করো প্রিয়তমা....


সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল কবিভাই,

এতদিন কোথায় ছিলেন ?? পরে আবার আসছি।

২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১১

ভ্রমরের ডানা বলেছেন:

শুভ সকাল পদাতিক ভাই! এতোদিন পৃথিবীতে ছিলাম....

২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: আহা!! এযেন মহাকাব্যের নায়কের অমোঘ স্বীকারোক্তি !! ব্যবচ্ছেদ তো নয় বরং হাজার বছরের হৃদয়ের বন্ধন । ++++

শুভকামনা ও ভালোবাসার প্রিয় কবিভাই।

২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:


হৃদয়ের টান ছিল বলেই টংকার কাটে.... ভালবাসার জয় হোক! প্লাসে কৃতজ্ঞতা ভাই! অধম মনে রেখেছেন দেখে খুব ভাল লাগছে!

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা। মনোমুগ্ধকর।

২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪১

ভ্রমরের ডানা বলেছেন: অনুভবে শুভেচ্ছা রাজীব ভাই! শুভকামনা রইল!

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৮

আকতার আর হোসাইন বলেছেন: বাহ, খুব ভাল লেগেছে।

২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২

ভ্রমরের ডানা বলেছেন:


ভাল লেগেছে জেনে আমারো খুব ভাল লাগল! ভালো থাকবেন!

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৫

জনৈক অচম ভুত বলেছেন: এমন অকপট স্বীকারোক্তির পরে প্রিয়তমার হৃদয় মন্দিরদ্বার আর রুদ্ধ থাকবে না, সে আশা করাই যায়।

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৪

ভ্রমরের ডানা বলেছেন:





আশা করাই যায়! ভাল বলেছেন! শুভকামনা রইল!

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৯

হাবিব বলেছেন: খুব ভালো লাগলো

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫

ভ্রমরের ডানা বলেছেন:

পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অনুভবে শুভেচ্ছা রাজীব ভাই! শুভকামনা রইল!

ধন্যবাদ ভালো থাকুন।

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮

ভ্রমরের ডানা বলেছেন:


সুপ্রিয় লেখক ভাল থাকুন! আপনার প্রতি রইল আবারো শুভেচ্ছা ও শুভকামনা!

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩

মনিরা সুলতানা বলেছেন: মুগ্ধতা ভ্রমরের ডানা!

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৯

ভ্রমরের ডানা বলেছেন:




প্রিয় কবি, আপনার মুগ্ধতায় আলোড়িত হলাম! শুভকামনা নিরন্তর!

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৩

বলেছেন: অকপট স্বীকারোক্তি - দুশ্চিন্তা কেটে যাবে --- সে আসবেক আজ অথবা কাল


কবিতায় মুগ্ধতা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫০

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার মন্তব্য খুবই ভাল লেগেছে! প্রেমের জয় হোক ঘরে ঘরে....


প্রীতি ও শুভেচ্ছা রইল!

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

সনেট কবি বলেছেন: মনোমুগ্ধকর।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫২

ভ্রমরের ডানা বলেছেন:

আহ! মন্তব্যে প্রাণ জুড়ালো সনেট কবি! অনন্ত শুভেচ্ছা!

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫১

সুমন কর বলেছেন: চমৎকার !! এতো দিন কোথায় ছিলেন ??

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪

ভ্রমরের ডানা বলেছেন: এতোদিন হারিয়ে ছিলাম কাজের ভীড়ে! ধন্যবাদ সুপ্রিয় সুমন ভাই। কবিতায় আপনার মন্তব্যে মনে দিল দোলা!

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৭

নীলপরি বলেছেন: স্বীকার করা কঠিন কাজ । ভালো লাগলো এই অকপট স্বীকারোক্তি ।
++++++
শুভকামনা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩

ভ্রমরের ডানা বলেছেন: কিছু কথা স্বীকার না করে উপায় থাকে না। বুকের কাছাকাছি যার ঠিকানা, তার সাথে ছলনা নয়! প্রেমময় জীবনেতিবৃত্ত এত ক্ষুদ্র যে কিছুই লুকনো যায় না!

অনুভবে শুভেচ্ছা কবি!

১৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: শব্দের ঝংকারময় চমৎকার স্বীকারোক্তি.....
বৃষ্টির পরের স্নিগ্ধ বাতাসের ন্যায় মন ছোঁয়া আকুতি......
এই অমোঘ বাক্যবাণ প্রিয়তমার হৃদয় ভেদ করবে.....
ভালো তাকে বাসতেই হবে.....

মনোলোভা কবিতায় মুগ্ধতার পরশ বুলিয়ে গেলাম.....

ওঠে নয় উঠে হবে..... (বানান কি কারো চোখে পড়ে না :(( )

১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪১

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার কথায় মন্তমুগ্ধ হয়েছি। এভাবে সহজে মেনে নিলে তো ভালই হয়। কবিতায় আপনার ভালবাসা পেয়ে ভাল লাগল।ধন্যবাদ! শুভেচছা ও শুভকামনা রইল।

১৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
প্রিয়তায় যখন ইশ্বরতার রুপ লাভ হয়
তখনই কি প্রেম অমন গভীর হয়!

ক্যায়সে বাতও মে মেরে লিয়ে তুম কৌন হো - -
তুমহি ইবাদত হো মেরি
তুমহি মেরি ভগবান হো - - নানা পাটেকারের একটা আবৃত্তির ক্ষুদ্রাংশ।
কি করে বলি তোমায় তুমি আমার কে?
তুমিই আমার ইবাদত
তুমিই আমার ইশ্বর!

অসাধারন গভীরতায় মাখামাখি!
প্রিয়াকে ঈশ্বর দর্শনে অনুভবে :)

কবিতায় মুগ্ধতা

+++++++++

১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪১

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ! শুভেচছা ও শুভকামনা রইল।

১৫| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৯

শিখা রহমান বলেছেন: শব্দের ঝংকারে ও ভাবনায় কবিতাটা মন ছুঁয়ে গেলো। একরাশ মুগ্ধতা ও ভালোলাগা কবি।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও অনুভবে অশেষ কৃতজ্ঞতা! শুভকামনা রইল!

১৬| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৫

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনবদ্য।।শুভকামনা।।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০০

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ! শুভরাত্রি!

১৭| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১

তারেক ফাহিম বলেছেন: কবিতায় একরাশ মুগ্ধতা।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৩

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাফ ফাহিম ভাই। শুভকামনা নিরন্তর!

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:০৫

জাহিদ অনিক বলেছেন:
স্বীকারোক্তি অথবা ক্ষমা চাওয়া--
স্বীকারোক্তি হলেও ক্ষমা নাই- ঈশ্বর আর কবিদের ক্ষমা কিসের?

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:



কোন ক্ষমা নেই। শুভেচছা রইল কবি ভাই!

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬

সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ! শুভেচ্ছা সনেট কবি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.