নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ -২৯- ফিরে ফিরে দেখা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৮





এখনো দখিনা হাওয়ায় খুজছি...
যদি ভেসে আসে কোন শৈশবে ফেলে আসা
সেদিনের কস্তুরী মৃগ ঘ্রাণ..
ধানক্ষেতে মাটি চিরে ভুরভুরে সুবাস অম্লান...

এখনো খুজছি একটি কাঠের লাটিম....
টিনের গাড়ি, মাটির হাড়ি,
হিন্দু মেলায় খেজুরগুড় জিলাপি,বাতাসা সুবাস..
আহ! কী প্রাণবন্ত ছিল শৈশব নিশ্বাস..

মাটি মেখে গায় আজ ভাবি তাই
সেই স্বর্ণদিনের কথা....
শ্যামলিমা ক্যানভাসে আঁকা
ধূসরিমা গাঁ ধুলি গাঁথা...


সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ২৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: যেদিন চলে যায় ফিরে আসে না। স্মৃতির পাতায় অমলিন থেকে যায়।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৫

ভ্রমরের ডানা বলেছেন:







ঠিক বলেছেন কবি। যা ফেলে আসি তা বারবার ডাকে। বারবার তার কোলে ফিরে যেতে চায় মন! কবিতার প্রথম অনুভবে প্রকাশে আন্তরিক শুভেচ্ছা রইল!

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৪

মাহমুদুর রহমান বলেছেন: আপনার কবিতা পড়ে আমার একটি কবিতার কথা মনে পড়ে গেল।

বসে আছি নীরবে
ধান সিড়ির এপারে
কৃষকের ফসলে
মন যায় হারিয়ে।

দিগন্ত বিস্তার
মেঘ মিশে একাকার
কৃষকের মনোপ্রান
ডাকে আল-জব্বার।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৯

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার কবিতাটি বেশ হয়েছে। কবিতার অনুভবে অশেষ ধন্যবাদ! ভাল থাকুন অবিরাম!

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩২

জাহিদ অনিক বলেছেন: আহা ! ফিরে দেখা- বসন্ত যে এখন গায়ে এসে ঢলে পড়ে ! তবু সেই দন নেই
শুভেচ্ছা কবি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৩

ভ্রমরের ডানা বলেছেন:


সেই দিনগুলো ছিল সোনাতে মোড়ানো! কবি মন ফিরে যেতে চাইবেই। অনুভবে অশেষ শুভেচ্ছা অনিক ভাই! ভাল থাকুন নিরবধি!

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৭

সুমন কর বলেছেন: এবার কিন্তু অন্যরকম ব্যবচ্ছেদ হয়েছে এবং সুন্দর।

১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৩

ভ্রমরের ডানা বলেছেন:
ধন্যবাদ! শুভেচছা ও শুভকামনা রইল।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৮

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৩

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ! শুভেচছা ও শুভকামনা রইল।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০২

ডঃ এম এ আলী বলেছেন: একি শুনি আজ কবির মুখে
জল কথা হীন কাব্য যার দেখিনা কোন কালে
তন্ন তন্ন করে খুঁজে কবিতা জুরে পাইনি খুঁজে
জল বিন্দু কোন , পাই শুধু শৈশবের স্মৃতি জাগানিয়া কথা ।

কবিতার কথামালা হৃদয় জুরে করেছে তোলপার
বারে বারে নিয়ে গেছে মোরে শৈশবের সেই স্মৃতি জাগানিয়া তীরে
মনে পরে এ বিষয়ে কবিতার মত দেখায়
শৈশবের স্মৃতি জাগানিয়া কিছু কথামালা নিয়ে
লিখেছিলাম সামুর পাতায় আমারি ব্লগে ।

যাহোক, সম্প্রতি গ্রামীণ মেলার চরিত্র
ফিরিয়ে আনার যে উদ্যোগ শুরু হয়েছে,
এ যেন সেই হারানো মেলারই ছবি !

তবে সাম্প্রকিক কালের পত্র-পত্রিকা দেখলে বোঝা যায়,
দিনে দিনে মেলার ধরন কত না বদলায়
কেমন করে যেন বেড়ে গিয়েছে তার বহর।
অতীতের এক দিনের গ্রামীন মেলা বাড়তে বাড়তে
এটা এখন বিভিন্ন নামে গড়ায় মাস বছর ।

এক সময়ের গ্রামের ছোট মাঠ থেকে মেলা সরে গিয়েছে
শহড় বন্দর নগরীর ব্যস্ততম মাঠে আন্তর্জাতিক পর্যায়ে ।
মাটির হাড়ি পাতিল , কাঠের পুতুল
তালপাতার বাশী আর গ্রামীন যাত্রাগান,
উদাত্ত বাউল-ফকির-দরবেশি সুর,
কুয়াশা রাত কেটে কেটে কীর্তনের বিস্তার
সে সকল এখন কেবলই ধুসর স্মৃতি।

গ্রাম্য মেলার সেই মিঠে লোকসুর
মিশে গিয়েছে এখন রমনার বটমুলে
রকমারী যতসব আয়োজন
আর ফুচকাপট্টির ডিজে কোলাহলে ।

কেমন ছিল প্রথম যুগের মেলা
তার অনেকটাই ভেসে উঠে
আপনার ছোট এই কবিতার অবয়বে ।

ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য ।

শুভেচ্ছা রইল



১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৫

ভ্রমরের ডানা বলেছেন: আপনার অনুভব চমৎকার। দারুণ সব কথায় মুগ্ধ হলাম। ধন্যবাদ! শুভেচছা ও শুভকামনা রইল।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২২

শাহরিয়ার কবীর বলেছেন:


কবিতায় ভালো লাগা রেখে গেলাম।

১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৫

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ! শুভেচছা ও শুভকামনা রইল।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সুন্দর! হারিয়ে যাওয়া অতীতে নিয়ে যায় পাঠককে সহজেই। +++

১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৬

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ! শুভেচছা ও শুভকামনা রইল।

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৯ সকাল ৯:২০

খায়রুল আহসান বলেছেন: স্বপ্নিল অতীত পানে ফিরে ফিরে তাকালেন, আমাদেরকেও সাথে করে সেখানে নিয়ে গেলেন- কবিতা পড়ে তেমনই মনে হলো।
সুন্দর এসব কাব্যিক কথামালায় ভাল লাগা রেখে গেলাম। + +

১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৮

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ! শুভেচছা ও শুভকামনা রইল। আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম।

১০| ৩০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৩২

নীলপরি বলেছেন: খুবই মায়াময় শব্দ দিয়ে লিখেছেন কবিতাটা । কথাগুলো মনকে আবেগী করলো ।

শুভকামনা

১৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৮

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ! শুভেচছা ও শুভকামনা রইল।

১১| ০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:২২

মিরোরডডল বলেছেন: খুব ভালো লাগলো ।

সব স্মৃতি সুখস্মৃতি হয়না । আবার সব সুখস্মৃতি যে ফিরে পেতে চাই সেটাওনা ।
কিন্তু কিছু কিছু স্মৃতি খুব বেশী ভাবায় । খুব ইচ্ছে করে ফিরে আসুক ।
আমিও খুঁজি
জোস্না রাতে ফুলের বনে
কিন্তু শৈশব না
অন্যকিছু

০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৭:৪২

ভ্রমরের ডানা বলেছেন:





কবিতাটি পাঠে আপনাকে জানাই অশেষ শুভকামনা ! খুবই মুল্যবান কথা বলেছেন —

সব স্মৃতি সুখস্মৃতি হয়না । আবার সব সুখস্মৃতি যে ফিরে পেতে চাই সেটাওনা ।
কিন্তু কিছু কিছু স্মৃতি খুব বেশী ভাবায় ।

১২| ২২ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

রুমী ইয়াসমীন বলেছেন: আমি তো চোখ বন্ধ করলেই সেই হারানো সোনালী রূপালী শৈশব খুঁজে পাই সেখানে আবার মুহুর্তেই হারিয়ে যাই।আর এখন আপনার এতো সুন্দর আদরমাখা কবিতাটা পড়ে আবার চলে গেলাম সেই প্রিয় শৈশবের দিনগুলোতে....

চমৎকার কবিতা। পড়ে মুগ্ধতা রেখে গেলাম।

২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:২৮

ভ্রমরের ডানা বলেছেন:

কবি,

কবিতাটি পড়ে এই যে অতীতের সেইদিনগুলো মনে করে নিলেন এতে স্বার্থকতা অনুভব করছি। এই কথা গুলো এতো সুন্দর করে বলে কৃতার্থ করেছেন। শৈশবের সেই দিনগুলো যা ছিল সুবর্ণখচিত তার ছোয়ায় তার মায়া বুকে নিয়ে যতনে রচিত এই লেখাটির অনুভবে আপনার প্রতি রইল নিরন্তর ভালবাসা ও শুভেচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.