নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ -৩০- উদ্ভট মধ্যাকর্ষন, অতপর......

২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬



এলিটা গহীন হলদে আলোর আবছায়
মুছে যাওয়া বিধুর আলতার সামিয়ান,
না, আর্জি নয় কভু..
কে বল আমার হতভম্ব মেঘের মত আশ্বিনা ঘুর্নি
কার ভালবাসা তোমাকে ভালবাসে করে বক্ষ সমুদ্র গর্জন?

আমি আজ প্রেম ভিখারী কোন মজুরের কথা বলিনা,
আজ উজার পৃথিবীর বুকে যত বেচাকেনা
উত্তাল বানিজ্য পথ, পথে পথে মানুষের হাট
যেখানে বিকেছে ভালবাসার সমস্ত খড়ি পাট
সেখানে কোন আন্দিজ বুকে উগড়ে ঝর্নাকলমে লিখেছে
ঘন সবুজের বুক চিড়ে আমার মতন ঘন জলকাব্য জল?

এলিটা,
অথচ দেখ আজ সময়ের ত্রিশঙ্কু পেরিয়ে
সেই আমি তুমি আর নেই একটি বিন্দুতে
আজ ধাবমান নক্ষত্র গতিতে দুরত্ব বাড়ানো আমাদের পেশা..
সহস্রাধিক আলোকবর্ষ দূর দুটি নক্ষত্রের বিচ্ছেদ নেশা..
ঘুর্নাক্ষরেও বিচ্ছুরিত বর্নালি ছোবেনা তোমার ছায়া...
তুমি শান্তি বানাও আকাশগঙ্গা নিহারি তরুন মায়া ।
শান্তি! শান্তি! শান্তি!

আর এদিকে আমি ভালই আছি যদিও
ভুল করেনি কোনো উল্কাপিন্ড, বল্গা গ্রহাণু বর্ষন
পথ ছড়িয়েছিল এঁকেবেকে যেদিকে আমার ভালবাসা জাল
ধীরে ধীরে প্রবল স্কন্ধ ভেদেছে উদ্ভট মধ্যাকর্ষন
সমস্ত সকাল,দুপুর, বিকেল বিদঘুটে অতপর অমানিশা
আমি ভালই আছি.......

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।++++++++++++++++

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১২

ভ্রমরের ডানা বলেছেন:


গুরু, বহুদিন পর!

২| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

অনেকদিন পর, আপনাকে দেখলাম।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১২

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ।শুভকামনা রইল সতত!

৩| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: এলিটা অবশ্যই এলিট শ্রেনীর।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১৪

ভ্রমরের ডানা বলেছেন:



আপনার রসবোধ এলিট শ্রেণীর রাজীব ভাই। আজ কিন্তু ঈদ ঈদ লাগছে তাই না?

৪| ২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক বেশি ভাবনার কাব্য

সহজিয়া অনুভবে বুঝি সেই অমোঘ উদ্ভট মধ্যাকর্ষনই সকল সৃষ্টি
সকল বন্ধন
মিলন
জনম
পুন:জনম
চক্রাবর্তন
অত:পর আবার
অমানশিায় আলোর সন্ধান ;)

২৪ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: ভিগু ভাই,
কবিতার হাতে পিঠে কফিন মেরে ছিলুম। সামুতে ফিরে খুব ভাল লাগছে।

কবিতার কটি লাইন পড়ে সদ্য জন্মানো আপনার কমেন্টে শ্রদ্ধা জানাই। সামুর নবজনমের এই ক্ষনে অশেষ শুভেচ্ছা ও প্রীতি জানবেন।

৫| ২৪ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৩

নীল আকাশ বলেছেন: কেমন আছেন আপনি? অনেক দিন পর কথা হলো আপনার সাথে!!!
আপনার কবিতার এই সিরিজটা একদমই অন্যরকম। পড়লে ভিন্ন একটা অনুভূতি হয়।
ভালো থাকুন ভাই, সব সময়।

২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২০

ভ্রমরের ডানা বলেছেন: জ্বী, ভাল আছি। আপনার কমেন্ট পড়ে আরো ভাল লাগল। আপনার প্রতি অশেষ ধন্যবাদ জানাই। আপনার মুল্যবান অনুভবের প্রতি শ্রদ্ধা রইল। সিরিজের সাথেই থাকুন।আরো ভিন্নতা আসবে।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৭

শাহরিয়ার কবীর বলেছেন:

উদ্ভট মধ্যাকর্ষন ভালো তো ! যা দ্বারা হৃদয় নামক বস্তু একে অপরকে আকর্ষণ করে..... :)

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৪

ভ্রমরের ডানা বলেছেন: কেমন আছেন কবীর ভাই। বহুদিন পর এলুম।

৭| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫৯

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

আপনাকে অনেক খুঁজেছি কোথাও পাইনি।

আবার হারিয়ে যাওয়ার আগে ঠিকানা রেখে যাবেন।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৫

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতায় ঠিকানা রয়েছে কবি। তা এই অধমকে খুজেছেন কেন?

৮| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার ব্যবচ্ছেদ, উদ্ভটই বটে। কাব্যে ভালোলাগা। ++
তবে বেশ কিছু টাইপো রয়ে গেছে।
শুভকামনা জানবেন।

২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৬

ভ্রমরের ডানা বলেছেন: উদ্ভট কেন ভাই।? টাইপো কই?

৯| ০৬ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

খায়রুল আহসান বলেছেন: মহাশূণ্যে আপন কক্ষে ভাসমান দু'টি গ্রহ/উপগ্রহ.-- ঘুরতে ঘুরতে কাছে আসে, দূরে যায়, আবার কাছে আসে, দূরে যায়--- কখনো মিলিত হয় না।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১০

ভ্রমরের ডানা বলেছেন:
গ্রহ নক্ষত্র একত্রিত হতেই হবে। মধ্যাকর্ষন একদিন বিলুপ্ত হতেই হবে। তবে সেদিন মহাবিশ্ব বিলুপ্ত হবে। বাস্তবতা বড়ই কঠিন!


অনুভবে অশেষ ধন্যবাদ সুপ্রিয় কবি।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

বিজন রয় বলেছেন: আমাকে ভুলে গেলেন কিনা তাই মনে করিয়ে দিতে এলাম।

ভাল থাকুন।

০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫২

ভ্রমরের ডানা বলেছেন: সুপ্রিয় কবি,

আপনাকে অত্যন্ত ব্যথিত করেছি মনে হল। সে জন্যে ক্ষমাপ্রার্থনা করছি। আপনাকে ভুলব কেন? কবি বিজন রয় ভোলার মত নাম নয়। আমি হুট করে ব্লগে আসা কমিয়ে দিয়েছি। আগের মতন সময় বের করতে পারছি না।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

রূপম রিজওয়ান বলেছেন: মাফ করবেন,চট করে মাথায় আসলো,তাই টাইপ করে ফেললাম। কাইন্ডলি এই মন্তব্য আর আজকের পোস্টের মন্তব্য দুটোই মুছে ফেলবেন।
আমি সামুতে নতুনই বলতে পারেন। সালাম জানবেন। শুভকামনা।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৬

ভ্রমরের ডানা বলেছেন: সমস্যা নেই। আমি কিছু মনে করিনি। তবে কার লেখার সাথে আমার লেখার মিল পেয়েছেন জানতে ইচ্ছে করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.