নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

ধুলো পড়া চিঠি, আবির রঙা ধুলো

১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২১

একটি পোস্ট না করা চিঠি



"আজ এই বসন্তের রাতে

ঘুমে চোখ চায় না জড়াতে

ওই দিকে শোনা যায় সমুদ্রের স্বর,

স্কাইলাইট মাথার উপর,

আকাশে পাখিরা কথা কয় পরস্পর"

শীতের রাতগুলো সহজে শেষ হতে চায় না। রাত জেগে লিখছি এই অর্থে যে সাধারণত ১১টায় ঘুমিয়ে পড়ি। ছাত্রজীবনের শেষের দিকে এই অভ্যাসটা হয়ে গিয়েছিল। আমাদের ডিপার্টমেন্ট ছিল সবার চেয়ে পিছিয়ে। হলে অন্য ডিপার্টমেন্টের বন্ধুরা কেউ ছিল না। আর নিজের ডিপার্টমেন্টের বন্ধুরা সবাই এদিক ওদিক চাকুরি বাকুরি করে; আসলে হলে আমি একাই ছিলাম। তাই আড্ডাও হত না। রাত জাগারও পালা শেষ।



তুই কোথায় এবং কেমন আছিস ? কতদিন কথা হয় না, দেখা হয় না। অনেক অনেক দিন পর স্মৃতিময় সেই দিনগুলো মনে পড়ছে খুব। সেই সময়টা খুব অন্যরকম ছিল। দিনের যেন গন্ধ ছিল। রাতের যেন স্পর্শ ছিল। অনুভূতিরা একটুখানি প্রশ্রয় পেলেই কোথায় কোন দুর্গম রাজ্যে বেরিয়ে পড়ত।



আমার কাছে ঐ সময়টার একটু বিশেষ আদর এজন্য যে আমার লেখালেখির অভ্যাসটা ঐ সময় থেকেই। সময়ের সাথে অনেক কিছুই হারিয়ে যায়- হারিয়ে গেছে, এই অভ্যাসটা রয়ে গেছে।



মনে পড়ছে একটা ক্লাসরুম- দুই জন দুই জন করে বসে আছে শিক্ষার্থীরা। জামার ডান পাশে নেমপ্লেট, বাম পাশে ব্যাচ। সাদা সাদা জামাগুলো একটু আধটু দাগ নিয়ে কৈশোর জমিয়ে তুলেছে। আহা কৈশোর ! খেলার মাঠের দুরন্ত কৈশোর, প্রথম প্রেমের বলতে না পারা ভীরু কৈশোর, প্রথম কত কিছুর সাক্ষী কৈশোর। হ্যাঁ আজ এই শীতের রাতে মনে পড়ছে কৈশোরের সেই দিনগুলোর কথা- তোদের কথা।



আমি তোকে এই ঠিকানায় কয়েকটা চিঠি লিখেছিলাম। জানি না চিঠিগুলো তোর হাতে পৌঁছেছিল কিনা। আজও জানিনা এই চিঠিও তোর হাতে পড়বে কিনা। শীতের রাত সহজে শেষ হবার নয়। রাত বাড়ে। জেগে থাকি। স্মৃতির পাতার পুরনো ছেঁড়া কথা জোড়া লাগাই।



ভাল থাকিস

থাকিস কিন্তু



প্রত্যাবর্তন



যেন

হঠাত করেই কুড়িয়ে পাওয়া হারানো গানের খাতা

যেমন ইচ্ছে লেখার মত খসড়া স্মৃতির পাতা



পাতায় পাতায় ধুলোর রাশি দৃশ্য থরে থরে

আচমকা সেই ধুলোর পাহাড় আবির হয়ে ঝরে



শব্দ-ছবির শিহরণে অবাক স্মৃতি জাগে

মনের আকাশ আবির ছড়ায় উষ্ণ অনুরাগে



আজকে আমার মনের এ রঙ সবার রঙে মিশে

তোর তোমাদের তোদের গল্প আবার উঠুক হেসে



https://soundcloud.com/aytnihca/cze8po7vx0m8



মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
লেখা, কবিতা ও গান- সব মিলিয়ে খুব ভালো লাগলো।


গানের গলা ভালো, সুরও ভালো হয়েছে। তবে গানটা শুনতে শুনতে মনে হয়েছে একটা কবিতায় সুর দেয়া হয়েছে। অন্তরা/সঞ্চারি ভাগ করে গাইলে আরও ভালো লাগতো।

শুভেচ্ছা।

১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৪

অচিন্ত্য বলেছেন: এত সময় নিয়ে সবকিছু পড়ার, শোনার এবং ভাবার জন্য অনেক অনেক ধন্যবাদ। গানের ফর্ম নিয়ে নাড়াচাড়া করতে অবশ্য আমার খারাপ লাগে না। এ বিষয়ে পরে একটা বড় পোস্ট দেওয়ার ইচ্ছা আছে। ভাল থাকুন। :)

২| ১১ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৮

আমিনুর রহমান বলেছেন:





চমৎকার কন্ঠ, সুরও ভালো হয়েছে। খলিল ভাইয়ের মতই বলতে হয় ঠিক গান না যেন কবিতায় সুর দেয়া হয়েছে :)

১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৫

অচিন্ত্য বলেছেন: গান পর্যন্ত শুনেছেন ! অনেক ধন্যবাদ।

৩| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভালো লাগলো। চিঠি, গান সব কিছুই।

১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৫

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ সজীব ভাই

৪| ১২ ই মার্চ, ২০১৪ রাত ২:৪৫

রাসেলহাসান বলেছেন: অনেক ভালো লাগা রইলো।

১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৫

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ

৫| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৭

বৃষ্টিধারা বলেছেন: চমৎকার ....

১২ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৬

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ। ধন্য জুকারবার্গ। আমি কোনদিন ভাবিনি হারিয়ে যাওয়া সেইসব মুখ আবার কোনদিন দেখব।
ভাল থাকুন

৬| ১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ধূলোপড়া চিঠি। :)

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪০

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ অনেক অনেক
:)

৭| ১২ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
তিনটি অংশে একটি লেখা। অভিনব!

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪১

অচিন্ত্য বলেছেন: সময় করে পড়ার জন্য অনেক ধন্যবাদ

৮| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩১

বিষাক্ত_অর্কিড বলেছেন: সুন্দর

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪২

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ। কণ্ঠে বিষ ধারণ করে শিব হয়েছিলেন নীলকণ্ঠ। অর্কিড কী হবে ?

৯| ১২ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৩

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪২

অচিন্ত্য বলেছেন: থ্যাংকু
:)

১০| ১২ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪৮

মোঃ ইসহাক খান বলেছেন: গল্প, ভালোবাসা, আবেগ - সমস্ত উঠুক হেসে।

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৩

অচিন্ত্য বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.