নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

ভিজিটিং কার্ড বা দুঃসময়ের গান

১৬ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৭

এই গানের প্লটের প্ল্যান আরো বড় ছিল। ছন্দ বিষয়ে দক্ষতার অভাবে পুরোটা নিয়ে আসা সম্ভব হল না।



ভিজিটিং কার্ড বা দুঃসময়ের গান

অডিও লিংকঃ https://soundcloud.com/aytnihca/o8hiwnksnhca



অফিস ঘরের সেই ব্যস্ততা আর নেই

সপ্তাহ মাস জুড়ে ছুটির হাওয়া

ইস্তফা স্বেচ্ছায় আধা বেলা শয্যায়

রুটিনের বাকিটুকু শুধু নাওয়া খাওয়া



দিন কাটছিল বেশ অফিসের দায় শেষ

কিন্তু নতুন দায় পরিচয় ঘিরে

বলতে গেলেই দ্বিধা কই যেন পড়ে বাধা

বিড়ম্বনা ঘনিয়ে আসে ধীরে ধীরে



তড়িঘড়ি আপাতত যা হোক এবারের মত

যেমন তেমন হোক সমাধান চাই

আনাচ কানাচ জুড়ে ভরসার খোঁজ পড়ে

একটু হলেই হবে তারও দেখা নাই



ভরসার অবশেষ পাওয়া গেল শেষমেষ

ভিজিটিং কার্ডের বাক্সটাতে

পরিচয় চিরকুট তা সে হলই বা ঝুট

তাই সই আপাতত মুখ বাঁচাতে



সামাজিকতার দায় কোনমতে ঘুচে যায়

আধো আধো ভাববাচ্যের উসিলায়

কার্ডের ভরসায় পরিচয় ফিরে যায়

বিগত অধ্যায়ের সাবেক চেহারায়



ভরসার বাক্স গুণে গেঁথে একশ

কমে আসে হররোজ ধারাপাত মেনে

ফুরোবার আগে তাই কয়েকটা থাকা চাই

রাখা চাই যেভাবেই হোক টেনেটুনে



কবিতার বইগুলো সব্বাই এলোমেলো

পড়ে থাকে সিঁড়ির তলায় গুটিসুটি

ক্ষয়ে আসা পরিচয় দুরন্ত অসময়

চলে শুধু ভগ্নাংশের কাটাকাটি



কাটাকুটি শেষমেষ পরিচয় ভাগশেষ

ভিজিটিং কার্ড ক’টা থাকে পকেটে

কার্ডগুলো ফুরোলেই নটে গাছ মুড়োবেই

অস্বস্তির পরিচয় সংকটে



(সুর করার আগে লিরিকটা আগেও একবার ব্লগে দিয়েছিলাম :))

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৫

শ্রাবণ জল বলেছেন: ভাল লেগেছে।

১৭ ই মার্চ, ২০১৪ ভোর ৬:৪৭

অচিন্ত্য বলেছেন: dhonnobad (from mobile)

২| ১৬ ই মার্চ, ২০১৪ রাত ৯:০১

প্রোফেসর শঙ্কু বলেছেন: গান শুনে তারপর অনুভূতি বলে যাব। লিরিকটা ভাল হয়েছে।

১৭ ই মার্চ, ২০১৪ ভোর ৬:৪৯

অচিন্ত্য বলেছেন: dhonnobad (from mobile)

৩| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গানের লিরিক এবং আপনার গাওয়াটা আমার খুব ভালো লেগেছে। আমি গানটার একটা সুন্দর দৃশ্যায়ন দেখতে পাচ্ছি। সুরটাও বেশ ভালো হয়েছে, তবে মাঝে মাঝে মনে হয়েছে গানটার কিছু কিছু অংশের সুরের (২ মিনিট ১০ সেকেন্ডের পরের অংশটা ) সাথে কফি হাউজের গানটার সুরের একটা প্রভাব আছে। এটা খারাপ না শুনতে ভালোই লাগছে।

গানটা পছন্দ হয়েছে বিধায় ডাউনলোড করে ফেললাম।

১৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৩

অচিন্ত্য বলেছেন: my god! you have been so passionate although the reading, listening and analysing so profoundly. its my good luck that I happened to meet such an active receiver as you. gratitude. (from mobile, so english :()

৪| ২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ।

তবে কাল্পনিক ভালোবাসার সাথে একমত। গানের সুরে ও ভাবে ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’র তীব্র প্রভাব।

শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.