নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

লেট নাইট কনফেশন

২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৩:৪৮

অনেক দিন পর আবার সেই হলের জীবন; বার বার যেখানে ফিরে যেতে চেয়েছি। কিন্তু জীবন বড় বিচিত্র। একবার যে সময় দূরে সরে যায়, তাকে শতমুখে কাছে পেতে চাইলেও তা আর হবার নয়। যে দিনগুলো এত আকাঙ্ক্ষার ছিল, আজ তাকে কাছে পেয়েও তার আপন হওয়ার সাধ্য আমার কই? ফিরে ফিরে এত যাচনা করেছি যে জীবন, তা যখন আবার ধরা দিল, তাকে বরণ করার অর্ঘ্য আমার কই?

এক সময় এই জীবনের জন্য সব কিছু করতে প্রস্তুত ছিলাম, অথচ আজ সেই জীবনে ফিরে গিয়েও কেবলই মনে হয় অজস্র পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয় একেকটি দিন, একেকটি রাত। সেই স্বেচ্ছাচারী মন, সেই নিজের কাছে নিজের হেরে যাওয়া। সময়, তুমি বড় আশ্চর্য। এক সময় যা পরমারাধ্য ছিল, সময়ের ব্যবধানে তা হয়েছে পরাজয়ের নামান্তর।

নির্লিপ্ত চোখে দেখতে পারলে হয়তো তখনো সেইসব দিনগুলিকে তেমনই দেখাত যেমনটি এখন দেখাচ্ছে। কিন্তু রঙের চশমা খুলে তাকানোর ফুরসত আমার হয়নি। বার বার কেবলই ভুলে যাই একদিন সবাইকেই নিজের মুখোমুখি দাঁড়াতে হয়।

"আসা-যাওয়ার পথের ধারে গান গেয়ে মোর কেটেছে দিন
যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজল যে বীণ॥

সুরগুলি তার নানা ভাগে রেখে যাব পুষ্পরাগে
মীড়গুলি তার মেঘের রেখায় স্বর্ণলেখায় করব বিলীন॥

কিছু বা সে মিলনমালায় যুগলগলায় রইবে গাঁথা
কিছু বা সে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা
কিছু বা কোন্‌ চৈত্রমাসে বকুল-ঢাকা বনের ঘাসে
মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন উদাসীন "

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিখেছেন । +++++++++++++

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ

২| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩০

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার অনুভূতি ।

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ

৩| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

হাসান মাহবুব বলেছেন: এইটা সুর দিসো?

২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:০১

অচিন্ত্য বলেছেন: লেখক বলেছেন: নাহ, গীতিকার (শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর) মাইন্ড করতে পারেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.