নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

i blog/therefore i exist

অচিন্ত্য

"জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ"

অচিন্ত্য › বিস্তারিত পোস্টঃ

একটি অক্ষমতার গল্প

২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১০

আজ একটি অঅদ্ভুত অভিজ্ঞা শেয়ার করব। বেশ কয়েকটি কর্মস্থল বদলের পর বর্তমান অফিসে নোঙ্গর করেছি। এখানে প্রথমে ছয় মাসের একটি ট্রেনিং হয়। আমার সেই ট্রেনিং এর সময় একটি অদ্ভুত অভিজ্ঞা হয়েছিল।



ট্রেনিং চলাকালে বাইরের কিছু প্রতিষ্ঠানে অনেকটা ইন্টার্নশিপের মত একটা পার্ট আছে। সেই প্রতিষ্ঠানে আমার পারফরমেন্স ট্রেনিং ক্রেডিট এর অংশ। এখানকার পারফরমেন্স ইভালিউয়েট করার কথা এখানকার হেড। তো কিছু কারণে আমি কয়েক দিন যেতে পারি নি। প্রতি দিনই আমার এটেন্ডেন্স নেওয়ার কথা। তারা অবশ্য তা করেন নি। শেষের দিন এটেন্ডেন্স শিট নিয়ে এলেন। ম্যানেজার সাহেব বেশ সদয়। বললেন- আপনি সব দিন সাইন করে দেন। আমি তাকে ধন্যবাদ জানিয়ে বললাম- আমি যে কয়দিন আসিন, সে কয়দিন অনুপস্থিতইই দেখাতে চাই। এবং তাই করলাম।



আমার এই ইতিহাস শুনে আমার কোন কলিগ (১ জন বাদে) এপ্রিশিয়েট করলেন না। না করার কারণ হল এই এটেন্ডেন্স এর ওপর পারফরমেন্স নির্ভর করছে। তাছাড়া এই কদিনের টিএ ডিএ আমার মিস হবে। এর মধ্যে তারা 'বোকামি' এবং 'ভুল' ছাড়া আর কিছু খুঁজে পেলেন না। তবে সব অক্ষমতা আমাকে ব্যথিত করে না।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৩

জনাব মাহাবুব বলেছেন: সব অক্ষমতা আমাকে ব্যথিত করে না। :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৫

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ। বিলম্বে উত্তরের জন্য দুঃখিত :(

২| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো কাজ করেছেন। এমনটাই হওয়া উচিত। আমরা সবাই এই কাজটাই করতে পারি না।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৫

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ। বিলম্বে উত্তরের জন্য দুঃখিত :(

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩০

হাসান মাহবুব বলেছেন: ভালা কর্চ।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৫

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ। বিলম্বে উত্তরের জন্য দুঃখিত :(

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

আমি স্বর্নলতা বলেছেন: আপনি ঠিকই করেছেন।


১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ। বিলম্বে উত্তরের জন্য দুঃখিত :(

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১০

বিশিস্ট চিন্তাবিদ বলেছেন: যে কাজটি আমাদের সবার করা উচিত এবং সবাই যে কাজটি করে না আপনি সেটাই করলেন....

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬

অচিন্ত্য বলেছেন: ধন্যবাদ। বিলম্বে উত্তরের জন্য দুঃখিত :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.