নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

আযান

০২ রা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২৪



“ঘুমের চেয়ে নামাজ বড়ো, ঘুমের চেয়ে নামাজ”—
ডাকিস কেন কান ফাটিয়ে,পাস না খেয়ে কাম আজ?
কাক-ভোরে রোজ ডাক দিয়ে যাস, তাক লেগে যাই শুনে
ঘুমের মজা কাড়িস যে তুই গুণ্ডা-ডাকাত-খুনে!
আরাম-আয়েশ খুন করে তুই মেজাজ করিস গরম
তুই খাবি কি চাবুক-পেটা,মারব এনে খড়ম?


আজকে হঠাৎ রাত্রে আমার আব্বা গেলেন মারা
দুঃখে আমার বুক ফেটে যায়, তাই কেঁদে হই সারা—
কোথায় গেল দুখের সাথী, কোথায় আমার বাজান!
আজকে ভোরে আবার শুনি সেই পুরাতন আযান!
কিন্তু একি! আজকে হঠাৎ গভীর সে সুর শুনে
হৃদয় আমার কাঁপছে কেন,কাঁদছে কিসের গুণে?
শিহর জাগে বুকের মাঝে, বিবশ হলো হিয়া
হায় কি মধুর সুর-ধ্বনি এ! কী মিঠে সুর! কী আহ!

—আযান
আহমদ মুসা
৫ নভেম্বর, ২০১৭।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০২ রা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪১

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: পাঁচ মাস পর ব্লগে ঢুকলাম। আপনাদের দেখে ভালো লাগছে। মন্তব্যে মুগ্ধ হলেও সমালোচনা করলে বেশি খুশি হতাম!

২| ০২ রা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

চাঁদগাজী বলেছেন:

তা'হলে, ঘনিষ্টদের মৃত্যুর পর আযান ভালো লাগে আপনার কাছে? আপনার ঘনিষ্টদের তালিকা তৈরি করেন।

০২ রা জুন, ২০১৯ রাত ১১:৪২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: “মদ খেলে পাকস্থলীতে কৃমি হবে না”—এই গল্পটা জানেন? আপনার মন্তব্য ওই গল্পটা মনে করিয়ে দিল।

৩| ০২ রা জুন, ২০১৯ রাত ১০:৪৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার পদ্য পাঠে আমার মরহুম দাদাজানের কথা স্মরণ হল। আমাদের বাড়ি গ্রামের শুরুতেই। গ্রামে একটি বৃহৎ জামে মসজিদ আছে। মনোমুগ্ধকর। তবে সেই মসজিদে নিয়মিত যাওয়া আসায় আমাদের সুবিধে না থাকায় আমাদের দাদারা মিলে একটা পাঞ্জেগানা মসজিদ নির্মাণ করেন। তো কথা হচ্ছে গিয়ে, উনি (আমার বড় দাদা) জীবিত থাকাকালীন সময়ে প্রায়ই আমাদের এই পাঞ্জেগানা মসজিদে যাওয়া কালীন সময়ে বা আযান হলেই উনি চিৎকার দিয়ে ডাকতেন, 'এ তাজুদ, কইরে! নামায তো শুরু অইযায়!'
আল্লাহ দাদাজানকে জান্নাত দান করুন, আমীন।
আমার নামের এই অবস্থা দেখে একদিনও ভেতরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি! জানি না, এটা উনার প্রতি নিস্কাম প্রেমের ফসল কিনা। তবে উনি আমাদেরকে যে খুব বেশি ভালবাসতেন তা আজ জমজমের পানির স্বচ্ছতার ন্যায় প্রমাণ পাচ্ছি।
প্রিয় কবি, আযান শুনে আপনার পিতৃপ্রেম জাগ্রত হওয়া আর আপনার আযান পদ্য পাঠে আমার পবিত্র স্মৃতিকে জাগিয়ে তুলা। সবই যেন এক পবিত্র বন্ধন।



পদ্য ভাল হয়েছে।
প্লাস++...

০২ রা জুন, ২০১৯ রাত ১১:৪৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আপনার দাদার কাহিনী শুনে অন্তরে প্রশান্তি পেলাম। পবিত্র স্মৃতি জাগিয়ে তুলতে পারায় নিজেকে সার্থক মনে হচ্ছে।

৪| ০২ রা জুন, ২০১৯ রাত ১১:৩৯

মেঘ প্রিয় বালক বলেছেন: আহ,,,,ঠিক সন্ধ্যার সময় আমার কাছে যে ধ্বনি সবচেয়ে মুগ্ধ করে তা হলো মাগরিবের আযান। পৃথিবীর শ্রেষ্ট সুরেলা বাক্য।

০২ রা জুন, ২০১৯ রাত ১১:৪৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ক্বারী ওবায়দুল্লাহর আজান আমার সবচে ভালো লাগে।
লিংক দিয়ে দিলাম।
https://youtu.be/iDTC5uakabU

৫| ০৩ রা জুন, ২০১৯ দুপুর ১২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

০৬ ই জুন, ২০১৯ সকাল ৮:১৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কোনটা? কবিতা? না কি আমি?

৬| ০৩ রা জুন, ২০১৯ দুপুর ১:০০

নতুন নকিব বলেছেন:



যথারীতি সুখপাঠ্য। অত্যন্ত মনোমুগ্ধকর। ঈদ মুবারাক। আশা করছি সর্বাঙ্গীন কুশলে আছেন। +++

০৬ ই জুন, ২০১৯ সকাল ৮:১৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভালো আছি, ভাই। আলহামদুলিল্লাহ। দোয়াপ্রার্থী। ঈদ মোবারক।

৭| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৩:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্ঞান, ভাবনা, অবস্থান আর দৃষ্টিভঙ্গি পাল্টে দেয় অনুভব!

দারুন কাব্যে মুগ্ধতা!

+++

০৬ ই জুন, ২০১৯ সকাল ৮:১৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: বাঁধিয়ে রাখার মতো একটা কথা বলেছেন। দৃষ্টিভঙ্গি আসলে বিভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন হয়ে যায়।

৮| ০৩ রা জুন, ২০১৯ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পাঁচ মাস পর ব্লগে ঢুকলাম। আপনাদের দেখে ভালো লাগছে। মন্তব্যে মুগ্ধ হলেও সমালোচনা করলে বেশি খুশি হতাম!


সমালোচনা করার মতো যোগ্যতা অজর্ন করতে পারিনি।

০৬ ই জুন, ২০১৯ সকাল ৮:১৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: অ্যাঁ!

৯| ০৩ রা জুন, ২০১৯ রাত ৯:০২

রাকু হাসান বলেছেন:

হুম ভালো ছিল । শিহর নাকি শিহরণ ? ছন্দ ভালো মিলিয়েছেন । আযান শুনে এমন অনুভূতি হয় এই প্রথম জানলাম । কবিতার সত্যবোধ ভালো লাগছে ।

০৬ ই জুন, ২০১৯ সকাল ৮:২০

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: প্রথম বার জানলেন, এতে অবাক হওয়ার কিছু নেই। সব কিছুতেই “প্রথমবার” বলে একটা ব্যাপার থাকে। শিহর আর শিহরণ—দুটো আলাদা শব্দ। অর্থ যদিও এক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.