নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

স্বদেশ

১৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪৯

গুণ ধরেনি, ঘুণ ধরেছে তোমার মেরু-মজ্জাতে
হে দেশ, আমি তোমার মতোই, লুকোইনে আর লজ্জাতে।
চলুক বয়ে নরক-নদী, মড়ক লাগুক গোড়ায়,
শেকড় তোমার উপড়ে গেলেও করব কেয়ার থোড়াই।


ধর্ষণে রোজ সেঞ্চুরি হোক, তাতে আমার কী আর!
স্বদেশ, আমি তোমার মতোই করব শুধু “চিয়ার”।
শাস্তি না আর, মাস্তি হবে, আকাম করো যতোই—
দেখেও আমি দেখব না আর, হে দেশ তোমার মতোই!
থাকব আমি দু-চোখ বুঁজে, রাখব এঁটে ঠুলি
বললে কিছুই জ্বলবে আগুন, চলবে শুধুই গুলি।


গুলির কেতন, খুলির মাতন শুনেও চতুর্দিকে
তোমার মতোই বলব স্বদেশ—সব তো আছে ঠিক হে!
থাকুক ঠিক হে, থাকুক টিকে অন্ধকারের আভাস,
আলোর টুটি ধরলে টিপে বলব আমি—সাবাস!
অন্ধকারে বন্দী হয়ে গুমরে মরুক সবাই,
মানবতা লাস্য মুখে প্রকাশ্যে হোক জবাই।
হাস্য মুখে দাস্য করুক সবাই ইতর নেতার,
মনের ভিতর বাজুক সবার নৃশংসতার সেতার।
লাজুক হাসি মুছুক এবার ধর্ষকামীর ছোঁয়ায়,
তোমার মতোই বলব তবু—ক্যান্ এতো সুখ? হোয়াই?


সুখে যখন থাকছ তুমি, সুখেই তখন থেকো;
মিথ্যেটাকে নিত্য তুমি সত্য দিয়ে ঢেকো।
সত্যটাকে হত্যা করে মিথ্যেটাকে বরো—
এমনি করে নিজের দোষেই হে দেশ, তুমি মরো।


তোমার মরণ তোমার হাতেই আত্মপ্রকাশ করুক,
শীর্ণ তোমার ছিন্ন দেহে ঘৃণ্য পঁচন ধরুক।
পঁচন-ধরা তোমার গোড়ায় মরণ-মড়ক লাগুক—
তোমার মৃত ভিতের উপর নতুন স্বদেশ জাগুক।

—স্বদেশ
আহমদ মুসা
১৯ জুলাই, ২০১৯।




মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৯ রাত ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: স্বদেশ স্বপ্নের দেশে পরিণত হোক। কবি ঝাঝালো কবিতা ।+

২০ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ঝাঁজ বুঝতে পেরেছেন দেখে ভালো লাগল।

২| ২০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২০ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৩৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: সৌন্দর্যের ভাত নেই; তেলই যখন প্রধান খাদ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.