নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা : জাদু

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:২১



জাদু

তোমার মধ্যে কি এমন জাদু আছে বলতো?
সারাজীবন চেষ্টা করেও তোমাকে ভুলতে পারলাম না!
তোমার খেয়ে দেয়ে কি কোন কাজ নেই?
রাতদিন আমার মাথার মধ্যে ঘুর ঘুর কর,
বড় যত্ন করে আমার মগজের হালুয়া বানাও,
আমার চোখের পাতায় ঘুমাও,
আমার চিন্তার বাগানে বসে ফুলপরী সাজো,
কখনো গুনগুন করে গান গেয়ে আমার ঘুম ভাঙ্গাও...

তাও বুঝতাম, যদি সুন্দরী হতে।
গায়ের রং শ্যামলা, চোখ ছোট, নাক বোঁচা।
হাজারবার চেয়েছি, কাউকে ভাল লাগুক, কেউ মন ভোলাক।
তা হয়নি, এ জীবনে হবে বলে মনেও হয়না
মোনালিসার হাসিও ম্লান মনে হয়
তোমার ঐ অভিমানী ফোলা ঠোঁটের কাছে।

তোমাকে পাইনি বলেই কি এত প্রেম?
পেলে কি রোজ ঝগড়া করতাম?
সেও ঢের ভাল ছিল এ শূন্যতার চেয়ে
দিনরাত বুকের মধ্যে খাঁ খাঁ রোদ
চোখের কোণে সারাবছর অসময়ী বর্ষাপাত।

আমার কি দোষ বল?
দিনরাত হাজার কাজের শতেক ব্যস্ততার মাঝেও
তুমি চোখের সামনে ঝুলে থাকো
গ্লু আঁটানো ছবির মত
অবিচল, অনড়, অপ্রতিরোধ্য।

আর পারছিনা। আমাকে মুক্তি দাও
আমার প্রতি তোমার দয়া হওয়া উচিত
এভাবে একটা মানুষ কিভাবে বাঁচে?
হয় দূরে চলে যাও
নয়তো কাছে এসো
একেবারে বুকের পাঁজরের একদম ভিতরে
হৃৎপিণ্ড হয়ে।

আলপনা তালুকদার
১৬ জুন, ২০১৭
রাজশাহী।


মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৩

আলপনা তালুকদার বলেছেন:

খুব খুব ভাল থাকুন বন্ধুরা...

২| ১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৭

চাঁদগাজী বলেছেন:


ছবিটা ভালো লেগেছে, কিছুক্ষণ দেখি; কবিতা পরে পড়বো!

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩১

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা!!! আর মোনালিসার ছবিটা?

৩| ১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৬

অর্ক বলেছেন: কবিতা খুব ভাল লাগলো, একেবারে নিটোল প্রেমের কবিতা। ছবিটা ভীষণ করুণ, বেশিক্ষণ তাকিয়েই থাকা যায় না হা হা হা! শুভকামনা জানবেন।

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৩

আলপনা তালুকদার বলেছেন: ছবিটা আমার ভীষণ প্রিয়। কারণ নারীর প্রতি অসীম ভালবাসা না থাকলে এমন ভাস্কর্য বানানো সম্ভব নয়।

কবিতা ভাল লাগার জন্য ধন্যবাদ। শুভকামনা আপনার জন্যও। ভাল থাকুন সবসময়।

৪| ১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৭

গেম চেঞ্জার বলেছেন: মোনালিসার ছবিটা দিয়ে তো পুরা জিনিসটাই মাথা থেকে উগড়ে দিয়েছেন! :|

এখন জাস্ট বলবো- কবিতাটা ভাল ছিল!

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৪

আলপনা তালুকদার বলেছেন: কল্পনা আর বাস্তবের ব্যবধানটা বোঝানোর জন্য ওটা দিয়েছি। সরি।

কবিতা ভাল লাগার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

৫| ১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪২

কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা পড়ে মনটা ভরে গেলে কিন্তু ছবি দেখে রোজাটা একটু হালকা হয়ে গেলো ।

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৭

আলপনা তালুকদার বলেছেন: সমস্যা নেই। যিনি আপনাকে বানিয়েছেন, তিনি এভাবেই বানিয়েছেন। সুন্দর কিছু দেখে মন ভরবেনা, সে আবার মানুষ নাকি?

ধন্যবাদ। ভাল থাকুন।

৬| ১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫০

কানিজ রিনা বলেছেন: আলপনা ছবিটা দিয়া ঠিক হয় নাই।
মেয়েরা ভোগের সামগ্রী ছবিটা ঠিক
ভোগের চমচমের মত হয়েগেছে।
আলগা চমচম মাছি ভনভন।
কবিতা বেশ ভাল হয়েছে ছবিটা
সরিয়ে ফেলো। ধন্যবাদ।

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:০১

আলপনা তালুকদার বলেছেন: মেয়েরা ভোগের সামগ্রী - এই ধারণাটা মেনে নিতে মন চায়না। একটা ছেলের ন্যুড ছবি দিলে কি নারী ব্লগাররা সেটা সরাতে বলতো? বলতোনা। তার মানে আমরা মেয়েরাই নিজেদের ভোগের সামগ্রী ভাবি। আমি ভাবিনা। আমি মানুষ। প্রতিটা পুরুষের মত আমিও একজন মানুষ। আর ছবিটা একটা শিল্পকর্ম। কেউ সেটাতে সৌন্দর্য দেখবে, কেউ অশ্লীল কাম।সেটা যার যার সমস্যা। আমি ছবিটাতে শুধুই একজন নারীকে দেখি। ওখানো ওরকম কোন পুরুষের ছবি থাকলেও তাই দেখতাম। তাছাড়া ছবিটা দেবার পেছনে আমার একটা গবেষণাও আছে। সেটা পরে বলব। আপাতত ছবিটা সরাচ্ছিনা। সরি আপা।

কবিতা ভাল লাগার জন্য ধন্যবাদ।

৭| ১৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৪

কুঁড়ের_বাদশা বলেছেন: হুমম, মানুষের সঠিক সংজ্ঞা আমার জানা নেই ।

তোমার শাড়ির কুঁচিতে, একটা সম্পূর্ণ আকাশ আছে
কিছুটা ধূসর বাকিটা নীল
বাহান্ন টুকরো মেঘে একটি মাত্র শব্দ ভাসে।


এ ব্লগের কবি দিশেহারা রাজপুত্র উপরের তার একটা কবিতার লাইন ।এখনে, কথা হচ্ছে কবি কল্পনায় অনেক কিছু দেখতে পারে । তা দোষের কিছু না। সে যেমন নারীর শাড়ির কুঁচিতে, একটা আকাশ দেখতে পেল ..... =p~ এখন
কেউ যদি আপনার কবিতার এ ছবি দেখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ,তবে সে দায়ভার পাঠকের। কি বলেন !!! এখানে কবিকে তো দোষ দেওয়া হচ্ছে না। B:-)

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:১১

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। কবিকে দোষ দেওয়া উচিতনা। "আগে তোমার চরণ ঢাকো তবে, ধরণী আর ঢাকিতে নাহি হবে"। নিজের মনকে নিজে সংযত করতে না পারলে তাকে মানুষ না বলে পশু বা অন্যকিছু বলা ভাল। ধন্যবাদ।

৮| ১৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৯

কুঁড়ের_বাদশা বলেছেন: হুমম, সবাই যদি সাধু হতে পারেনা,নিজে সংযত করতে পারে না ।শরীর জাগে শরীরের নিয়মে........... Cosmic Sex মুভি দেখেছেন ?

ধন্যবাদ ।

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:১২

আলপনা তালুকদার বলেছেন: শরীর শরীরের নিয়মে জাগলেও তাতে মনের সাড়া দেয়া বা না দেয়া ব্যাক্তির ইচ্ছা ও নিয়ন্ত্রণাধীন হওয়া উচিত। ধন্যবাদ।

৯| ১৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৪

কানিজ রিনা বলেছেন: তোমার মনের পবিত্রতায় নারী পুরুষ সবাই
মানুষ একথা আমিও বিশ্বাস করি, তবে
মানুষীকতায় সবাই সমান না। বিশেষ করে
আমাদের রক্ষনশীল সামাজীকতায়। এখানে
যদি তুমি একটা নগ্ন পুরুষের ভাস্কর্য দিতে
তাহলে আমি একই কথা বলতাম।
সর্বজনীন সহনশীল ভাস্কর্য একজন শিল্পির
আত্বমর্যাদা মননশীল।
আদীম শিল্পির পথম সভ্যতা ছিল পোশাক
পরিহীত মানুষ। যেসব শিল্পী প্রথম শিখেছিল
গাছের পাতা গাছের ছাল দিয়ে নিয়েকে
সৌন্দর্য বাড়ানোর এক আলোকীত চিন্তা চেতনার আদীম শিল্পী মানুষীকতা।
আর প্রথম সভ্যতাই হোল পোশাক। একজন
শিল্পীর চিন্তা চেতনায় সর্ব জনীন বিকাশ না
ঘটলে শিল্পী চেতনা বিকাশ হয় কিকরে।
পৃথিবীর প্রতিটা রাষ্ট্রর সামাজীকতা আলাদা
আলাদা। আর সামাজীকতায় শিল্পীমন শিল্পীর
মত সর্বজনীন বিকশীত হোক সেটাই কামনা।

তুমি রাস্তার পাগল নারী বা পুরুষ নগ্ন অবস্থায় দেখে যদি পোষাক পড়ানোর জন্য
চেষ্টা করো সেটাই হোল সভ্যতা।
আমার শিল্পী মনের বিকাশ আমি সবার উপর
চাপিয়ে দেওয়ার প্রবনতাও আমার এক ধরনের উগ্রতা। আমরা যত শিক্ষীত হচ্ছি
আমাদের ভিতর উগ্রতা বেড়ে যাচ্ছে আমরা
যেন অশিক্ষীত উগ্রপন্থিদের সাথে ঢিল ছুড়া
ছুড়িতে ব্যাস্ত হয়ে পড়ছি।
আলপনা আমরা মনে হয় শিক্ষীত হয়েছি
শুধু মাত্র পুথিগত বিদ্যানিয়ে। জ্ঞান বিদ্যা
কোথায়। ধন্যবাদ।

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৬

আলপনা তালুকদার বলেছেন: মানসিকতায় সবাই সমান না - মুশকিলটা এখানেই। আমাদের শিক্ষিতের হার বাড়লেও মানসিকতা উন্নত হয়না। আপনি ভুল দেখেছেন। এটি কোন নগ্ন নারী মূর্তি নয়, পোষাক আছে তার দেহে।

ধন্যবাদ।

১০| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:১৫

অর্ক বলেছেন: আবারও। আমি আসলে শ্রদ্ধেয় ব্লগার চাঁদগাজীর প্রতিমন্তব্যে আপনার দ্বিতীয় চিত্রটি নিয়ে জিজ্ঞাসার প্রেক্ষিতে প্রথম মন্তব্যটি করি দ্বিতীয় চিত্রটির ব্যাপারে আমার প্রতিক্রিয়া জানিয়ে। প্রথম ছবিটি আমি সেভাবে লক্ষ্যই করিনি। পোস্টটি আবার দেখে অবাক হলাম কিছু সহ ব্লগারের এমন একটা নির্দোষ ছবি নিয়ে আপনার ওপর আক্রমণাত্মক মনোভাব দেখে।

এধরণের ছবি নিয়ে লক্ষ লক্ষ লেখা অলংকৃত হয়েছে, হয়ে আসছে। আশি বা নব্বই দশকে প্রকাশিত সেবা প্রকাশনীর একটি গ্রন্থ যতদূর মনে পড়ে 'ভালবাসার গল্প' শিরোনামে বিভিন্ন দেশের প্রেমের গল্পের এক অনুপম সংস্করণ, সেখানে এরকম একটা প্রচ্ছদ গ্রন্থের শোভা বর্ধন করেছিল। বইটির অনুবাদক হয়তো ছিলেন আতাউর রহমান। সেখানে দুহাত বিহীন এমন একটা ন্যুড নারী মূর্তি ছিল।

আজ ২০১৭ সালে আপনাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, তাও আবার এমন একটি সুকুমার বৃত্তি চর্চার মাধ্যমে! ভাষা নেই এই ক্ষেদ প্রকাশের!

কারও মন্তব্যে আপত্তিকর কোনও উপাদান পেলে, তা মন্তব্যের নীচে ডান দিকে লাল পতাকা চিহ্নিত প্রতীকে ক্লিক করে লিখিত অভিযোগ জানান। যে সময় আপনি এসব অর্থহীন, অসুস্থ বাদানুবাদে নষ্ট করবেন, আমি নিশ্চিত এর থেকে অনেক কম সময়ে আপনি দেশ ও জাতি সর্বোপরি মানুষের কল্যাণে বিভিন্ন বিষয়ে ভাল, সৃজনশীল লেখা সৃষ্টি করতে পারবেন।

সিদ্ধান্ত আপনার...

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৩৯

আলপনা তালুকদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আসলে শিল্প বোঝার মন সবার থাকেনা। আমরা এখনও অতটা রুচিশীল হইনি। এটি আমার দেখা শ্রেষ্ঠ শিল্পকর্মগুলোর মধ্যে অন্যতম। তাই দিয়েছিলাম। আমার আরও একটা উদ্দেশ্য আছে। সেটা পরে বলব।

আবারো ধন্যবাদ। ভাল থাকুন।

১১| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১০:২১

স্বতু সাঁই বলেছেন: কবিতা রহস্যময় না হলে কবিতার আবেদন বাড়ে না। এজন্য কবিতায় যতো উপমা ব্যবহার করা যায়, কবিতার মাধু্র্য ততোই বৃদ্ধি পায়। যেমন কয়েকটি উদাহরণ দিচ্ছি,

"চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য"

"আবার আসিবো ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়,
হয় তো মানুষ নয় শঙ্খচিল শালিকের বেশে"

"আজ কোন কাজ নেই সব ফেলে দিয়ে
ছন্দ বন্ধ গ্রন্থ গীত এসো তুমি প্রিয়ে।
আজন্ম সাধনধন সুন্দরী আমার
কবিতা কল্পনা লতা শুধু একবার.."

"শ্রাবণে শ্রাবণী এলো।
মেঘের আড়ে আড়ে চলে গেলোো_
দেখা হলো না!"

১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৫

আলপনা তালুকদার বলেছেন: ভাই আমি কি আর তেমন কবি? আমি সোজাসাপটা কথার মানুষ। ভনিতা ছাড়া আমার বক্তব্য বলি। কবিতাতেও। আমি কবিতা ভাল বুঝিওনা। লিখতে ইচ্ছে হলে লিখি। কেউ পড়লে ভাল, না পড়লে বা পছন্দ না করলেও বিন্দুমাত্র সমস্যা নেই।

ধন্যবাদ।

১২| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫১

স্বতু সাঁই বলেছেন: চেষ্টা করতে তো সমস্যা নেই।

১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

আলপনা তালুকদার বলেছেন: সময় পেলে চেষ্টা করব। না পেলে নাই।

১৩| ১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনি একজন রুপসী নিয়ে কবিতা লিখলেন । আমাদের কাজ ও দায়িত্ব কমিয়ে দিলেন । নারী নিয়ে আর লিখবো না ।

১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

আলপনা তালুকদার বলেছেন: ভাই, আমি নারী, পুরুষ যা নিয়েই লিখিনা কেন, আমার কবিতা অতি অখাদ্য। আমি শখের লেখক। আপনারা হলেন সত্যিকারের কবি, লেখক। আপনারা না লিখলে চলে? ভুলেও একাজ করবেন না, প্লিজ। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.