নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

আট বছর ধরে মেয়েকে ধর্ষণ করেছে সৎ বাবা!!!!

১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৭



আট বছর ধরে মেয়েকে ধর্ষণ করেছে সৎ বাবা!!!!

ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এলো সাবিনাদের নির্যাতনের বিভৎসতা। আজ আবার পেলাম তারচেয়েও বর্বর ঘটনার প্রমাণ। ফেসবুকেই। বিশ্বাস করতে ইচ্ছা করেনা। কিন্তু "সামটাইমস ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফ্রিকশন!"

কিছু সত্যি ঘটনা স্তব্ধ করে দেয় আমাদের। আমাদের বিবেক আদৌ আছে কিনা আমার সন্দেহ হয়। যারা নারীবাদীদের গালি দিতে পছন্দ করেন, কিছু কিছু ঘটনা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় - আমাদের দেশের মেয়েরা কত রকম ভাবে, কত বিকৃতভাবে দিনের পর দিন নির্যাতিত হয়। কত কষ্ট সহ্য করে সব জেনেশুনে মেয়েরা অমানুষ স্বামীদের ঘর করে। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমরা আদৌ মানুষ কিনা! কি শাস্তি দিলে এই জানোয়ারের অপরাধের সঠিক বিচার হবে?

প্রতিটা মেয়েদের নারীবাদী হওয়া দরকার। কেন আমাদের মেয়েরা সাহস করে প্রতিবাদ করেনা? কিসের এত ভয় তাদের? ঘর ভেঙ্গে যাবে? আশ্রয়হীন হবে? সামাজিক মর্যাদা কমে যাবে? আর্থিক নিরাপত্তা বিঘ্নিত হবে? তাই চুপ করে থাকো? দিনে দিনে অপরাধীরা যে তোমার আত্মা খেয়ে ফেলে, তাতে কি কিছুমাত্র কম ক্ষতি হয়? তাতে তোমার কি অবশিষ্ট থাকে?????


http://bangla.jagoroniya.com/bangladesh/10044/৮-বছর-ধরে-মেয়েকে-ধর্ষণ-সৎ-বাবা-গ্রেপ্তার

বি:দ্র: আমার এ পোস্টটিতে ২০ টি মন্তব্য ও ২৮১ বার পঠিত ছিল। কেন জানিনা পোস্টটি মুছে ফেলা হয়েছে, এমন দেখাচ্ছে। কিন্তু পোস্ট ড্রাফটে দেখাচ্ছে। রিপোস্ট করা যাচ্ছে না। ডিলিট হওয়া পোস্ট ফেরত আনার কোন উপায় আছে কি? জানাবেন প্লিজ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

রওশন_মনি বলেছেন: এমন নিকৃষ্ট মানুষের উপর আল্লাহর গজব পড়ুক। হে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করো। এমন জঘন্য সব অপরাধ থেকে সবাইকে রক্ষা করো।

১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ আপা।

২| ১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

আলপনা তালুকদার বলেছেন:







আমার পোস্টটিতে জরুরী কিছু কমেন্ট ছিল। আমার পোস্টটি অবিকল ফিরিয়ে আনার কোন উপায় আছে কি?


৩| ১৩ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৩

আলপনা তালুকদার বলেছেন:
বন্ধুরা, যাঁরা আমার এ পোস্টটিতে জরুরী মন্তব্য করেছিলেন, তাঁরা মন্তব্যগুলো কষ্ট করে আবার করুন। মন্তব্যগুলো আমাদের বর্তমান পরিস্থিতিতে খুব জরুরী।

যাঁরা পড়বেন, তাঁরাও মতামত জানান। ধন্যবাদ।

৪| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৪

মোহাম্মদ বাসার বলেছেন: কোন মন্তব্য নাই!!

রক্ষক ভক্ষক
তস্কর রক্ষক
দেশ জুড়ে হাঁদারাম
মিলেমিশে ভাই ভাই,
যা পায় তাই নিয়ে
মাতামাতি, খাই খাই।

১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:০১

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৫| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩১

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: বন্ধুরা মানে কি পরতে ভালো লাগে পড়ি মন্তব্য করি মন্তব্য মন্তব্য হ্ওয়া vanish

১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:০৭

আলপনা তালুকদার বলেছেন: সরি। আমি নিজেও মর্মাহত। কিভাবে vanish হলো বুঝলাম না। খুব খারাপ লাগছে। বিষয়টি গুরুত্বপূর্ণ। তাই কমেন্টগুলো থাকলে ভাল হতো।

যাইহোক। জ্বি, ভাল লাগলে বা ইচ্ছা হলেই তো আমরা কমেন্ট করি। বন্ধু বললে সমস্যা? সহব্লগারদের বন্ধু বলা যায়না?

ধন্যবাদ।

৬| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:১২

সেলিম আনোয়ার বলেছেন: তার লিঙ্গ কর্তন আবশ্যক । কারন সেটি নিয়ন্ত্রনে ব্যর্থ হয়েছেন।তারে শ্বাপদসংকূল বনে ছেড়ে দেয়া উচিৎ ।

পুরুষ জাতিকে হেয় করেছে । বাবা সত্ত্বাকে অপদস্থ করেছে । শুকর একটা ।

১৫ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৭

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.