নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিনেমাপ্রেমী । ট্র্যাভেলার । বইপোকা । রন্ধনশিল্পী

আলভী রহমান শোভন

খাই, দাই, ব্লগ লিখি ।

আলভী রহমান শোভন › বিস্তারিত পোস্টঃ

বলিউডের ২০১৬ সালের নবাগত অভিনেতারা

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩

২০১৬ সালে দেখা যাবে বলিউডে নতুনের আবাহন। চলুন দেখে নেওয়া যাক নবাগত অভিনেতাদের এক ঝলক।

হর্ষবর্ধন কাপুর-

অনিল কাপুরের একমাত্র পুত্র হর্ষবর্ধনের অভিষেক হতে যাচ্ছে পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহরার ছবি মিরজিয়া-তে। রোম্যান্টিক ঘরনার এই ছবিটি মুক্তি পাবে মে মাসের ১৩ তারিখে।

গৌতম গুলাঠি-

ভারতের জনপ্রিয় মডেল এবং বিগ বস সিজন আটের বিজয়ী গৌতম গুলাঠি ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ আজহারের জীবনী নিয়ে নির্মিত ছবি আজহারে অভিনয় করতে যাচ্ছে। ছবিতে তাকে ক্রিকেটার রবি শাস্ত্রীর চরিত্রে দেখা যাবে।

হর্ষবর্ধন রানে-

তেলেগু ছবিতে ইতোমধ্যে জনপ্রিয়তা পাওয়া হর্ষবর্ধন রানের বলিউডে অভিষেক হল এ বছরের ৫ ফেব্রুয়ারিতে সানাম তেরি কাসাম ছবির মধ্য দিয়ে। অসাধারণ অভিনয় করে ইতোমধ্যে বলিউডবোদ্ধাদের নজরে এসেছে হর্ষবর্ধন। শোনা যায়, বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা জন আব্রাহামের দূর সম্পর্কের ভাই সে।

কৃষ্ণ চতুরভেদী-

২৯ ফেব্রুয়ারি মুক্তি পেল মডেল কৃষ্ণ চতুরভেদীর প্রথম ছবি ‘ইশক ফরেভার’। ছবিতে সে একজন প্রাইভেট ডিটেকটিভের চরিত্রে অভিনয় করেছে।

গৌরব অরোরা-

মহেশ ভাটের পরবর্তী ছবি ‘লাভ গেম’-এ দেখা যাবে নবাগত গৌরব অরোরাকে। ছবিটি মুক্তি পাবে এপ্রিলের ১ তারিখে। এছাড়াও ভাটের জনপ্রিয় সিকুয়াল মুভি রাজের চতুর্থ সিরিজেও দেখা যাবে গৌরবকে।

রাজবীর সিংহ-

টিভি সিরিজের জনপ্রিয় অভিনেতা রাজবীর সিংহকে দেখা যাবে বলিউডের প্রথম থ্রীসাম সেক্স থিম নিয়ে নির্মিত ছবি ‘ইশক জুনুন’ ছবিতে। ছবিটি মুক্তি পাবে ২৫ মার্চ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৮

বিজন রয় বলেছেন: জানলাম। ধন্যবাদ।

++++

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৪

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকেও। :)

২| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৭

মহা সমন্বয় বলেছেন: এই সব নামে চলবে না, সিনেজগতে কাজ করতে হলে এসব নাম চেঞ্জ করতে হবে। ;)

০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৬

আলভী রহমান শোভন বলেছেন: হা হা ! শেষকালে বাপ-মার দেওয়া নাম চেঞ্জ করতে হবে? ;)

৩| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫০

সুমন কর বলেছেন: হিন্দি ছবি তো দেখাই হয়না...

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৮

আলভী রহমান শোভন বলেছেন: কিছু কিছু ছবি কিন্তু ভালোই করে। উপভোগ করার মত এবং শিক্ষনীয় অনেক কিছু থাকে। :)

৪| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৭

কল্লোল পথিক বলেছেন:





ভাল লেগেছে।

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৫

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ। :)

৫| ১০ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০

সৈয়দ সাইকোপ্যাথ তাহসিন বলেছেন: সুন্দর রিভিউ । হর্ষবর্ধন রানে কে ভাল লেগেছে নতুনদের মধ্যে ।

১০ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৮

আলভী রহমান শোভন বলেছেন: ধন্যবাদ ভাইয়া। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.