নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

আগামি থেকে নির্বাচন ঈদের দিন হবে :( :(

১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:০৮


না আমি ভাই হিন্দু না,আমি একজন ইসলাম ধর্ম অনুসারি মুসলমান । তাই বলে যে অন্যের উৎসব আনন্দকে নিজের
উৎসব আনন্দ মনে করতে পারবো না বা ভাগ করে নিতে পারবো না সেরকম কিন্তু নয় ।এবার সিটি নির্বাচনের যে দিন ধার্য করা
হয়েছে, সেটা খুব খারাপ হয়েছে । কেননা সেই দিনটা হিন্দু ধর্ম অবলম্বিদের ধর্মীয় উৎসব বা সরস্বতী পূজার দিন ।
আর এরকম একটা দিনে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা বা করে ভালো করেন নাই ।
এটে স্পষ্ট বোঝা যায় আগামিতে হয়ত সরকার মুসলিমদের কোনো ঈদ উৎসবে মানে ঈদের দিনও ভোট গ্রহনের দিন ধার্য
করতে পারেন যা আসলে মোটেও ভালো দিক না ।এত কিছু করতে পারেন সরকার আর চাইলে এই ভোটেরদিনটাকেও একদিন
বা দুইদিন পিছিয়ে দিতে পারতেন বা এখনো সময় আছে ইচ্ছে করলেই সরকার ভোটগ্রহনের দিন,এক বা দুইদিন পিছিয়ে দিতে পারেন ।
মাননীয় সরকার একটু ভেবে দেখবেন কি ?

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:



জামাত-শিবিরের ভয়ে সরস্বতী বাংলাদেশ থেকে পালিয়ে কলিকাতা চলে গেছে।

১৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওস্তাদ জামাত শিবির কি জিনিস ?

২| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ১:২২

ঊণকৌটী বলেছেন: মানবতা র উপর কোন ধর্ম নেই,এই জিনিস টা সবাই অনুসরণ করলে পৃথিবী টা মঙ্গলময় হয়ে যেতো ।

১৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সহমত ।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৩৫

অখ্যাত নবাব বলেছেন: ভাই! এব্যাপারে আদালত একটি ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে। আগে সেটা পড়ুন! তারপর বিচার করুন!
প্রথমত, নির্বাচনের নিয়ম দিন-তারিখ ও সময়ের নিয়ম অনুযায়ী নির্বাচনে নির্ধারিত তারিখ থেকে এগিয়ে দেওয়ার কোন নিয়ম নাই! দ্বিতীয়ত, নির্বাচন পিছিয়ে দেওয়া সম্ভব।
তবে, যদি নির্বাচন পিছিয়ে দেওয়া হয় তাহলে অন্যদিকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সমস্যা। তাদেরও পরীক্ষা ১ তারিখ থেকে। তাই কোনদিকে যাবে?
তাছাড়া, আদালত বলছে! হিন্দুগ্রন্থ অনুযায়ী তাদের স্বরস্বতী পূজা ২৯ জানুয়ারী। এখন ৩০ জানুয়ারী ভোট হতে সমস্যা কোথায়? আর ভোট তো সারা বাংলাদেশে হচ্ছে না। শুধু ঢাকাতেই হচ্ছে।
কিন্তু এসএসসি পরীক্ষা সারাবাংলাদেশে হবে।
এসএসসি পরীক্ষার সিডিউল চেঞ্জ করা হলেও মন্ত্রণালয়ের সমস্যা। কেননা, পরীক্ষার একদিন আগেই কেন্দ্রের সকল প্রিপারেশন সম্পূর্ন করতে হয়।
তাছাড়া,"সরস্বতী পূজা নির্বিঘ্নে উদ্যাপনের বিষয়টি বিবেচনায় রেখেই ঢাকার দুই সিটির নির্বাচনে ভোটকক্ষ সাজানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে উত্তর সিটির ২৭টি ও দক্ষিণ সিটির ২৬টি কেন্দ্রে পূজা উদ্যাপিত হবে বলে কমিশন চিহ্নিত করেছে। ওইসব কেন্দ্রে পূজা উদ্যাপনের নির্ধারিত স্থান বা কক্ষে ভোটকক্ষ বানাবে না ইসি।"
এখানে সরকারী দলের সমর্থন রয়েছে।

১৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সময় কথা বলবে ভাই । দেইখেন তখন আবার কোনো ধুনপুন কইরেন না ।

৪| ১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:০৯

ইমরান আশফাক বলেছেন: ভোট যে দিনেই হোক না কেন, অসুবিধা কি? কষ্ট করে ভোটকেন্দ্রে তো যাওয়া লাগবে না।

১৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আসলেতো ভালো একটা কথা কইছেন ভাই । আমার মনে ছিল না ।

৫| ১৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৬

নতুন বলেছেন: @নবাব ভাই

এই একই যুক্তি দিয়ে ঈদের দিন এমন ভোট দানের পক্ষে আগামীতে ইসির পক্ষে থাকবেন তো?

১৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আপনার সাথে একমত ।

৬| ১৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:২১

নেওয়াজ আলি বলেছেন: রাতে ভোট হবে। দিনে পুজা । জয় বাংলা।

১৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: :P

৭| ১৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: এই দেশে নির্বাচন দরকারই নাই।
সব তো নষ্টদের অধিকারে চলেই গেছে।

১৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একদম খাটি কথা কইছেন যে গুরু ভাই । ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.