নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগে বাঙালী হোন, তারপর এইদিকে আসেন

নিজের সম্পর্কে কিছু বলার নাই । যখন যেটা ইচ্ছা হয় সেটাই করি । তবে ভালো ছেলে হিসেবে একটা সুনাম আছে তো, তাই খারাপ কিছু করতে পারি না ।

রঈসুল ওমর

নিজের সম্পর্কে কিছু বলার নাই । যখন যেটা ইচ্ছা হয় সেটাই করি । তবে ভালো ছেলে হিসেবে একটা সুনাম আছে তো, তাই খারাপ কিছু করতে পারি না ।

রঈসুল ওমর › বিস্তারিত পোস্টঃ

ব্যাংক থেকে লোন নিতে চান ???

২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৬

আপনি কি কোনো ব্যাংক থেকে লোন নিতে চান ? বাড়ি তৈরী করবেন ? ব্যবসা করবেন ? এখন প্রায় সকল ব্যাংক থেকেই বিভিন্ন কাজের জন্য লোন দেয় । হোম লোন, বিজনেস লোন, কার লোন, এডুকেশন লোন এমনকি ওয়েডিং লোনও আছে । কিন্তু এসব লোন নিতে হলে আপনাকে কিছু না কিছু জামানত দিতে হবে । হোম লোন শোধ করতে না পারলে বাড়ি, কার লোন শোধ না করতে পারলে গাড়ি নিয়ে যাবে ঋণদাতা । তবে ওয়েডিং লোনের খবর জানি না ।

আসল কথা হল, এই লোন গুলো দেয়া হয় কাদেরকে ? আমি আজ পর্যন্ত অনেক ব্যক্তিকে দেখেছি লোনের জন্য ঘুরতে । এঁদের লোন শোধ করে দেয়ারও পূর্ণ ইচ্ছা রয়েছে । এঁরা শুধু চান কয়েক লাখ টাকা লোন নিয়ে ব্যবসা করতে । এরপর লাভের টাকা দিয়ে লোন শোধ করবেন । কিন্তু তাঁরা লোন পাননা । লোন পান তাঁরা, যাঁদের লোন শোধ করার কোন ইচ্ছা নেই । ভুয়া কাগজ পত্র দেখিয়ে কোটি কোটি টাকা ঋণ নেন তাঁরা । এরপর হয়ে যান ঋণখেলাপী । ঋণখেলাপী হয়েও এনারা ভিআইপি এর মর্যাদা পান । আর সাধারণ মানুষ চেয়ে চেয়ে দেখে তাঁদেরকে । তাঁদের মত হওয়ার স্বপ্ন দেখে ।

আপনি যদি ঋণ পেতে চান তাহলে মনে মনে ঋণ শোধ করার ইচ্ছাটা ত্যাগ করুন । (এইটা কিন্তু আমার মনের কথা না)

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৬

সুমাইয়া আলো বলেছেন: ;)

২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২

রঈসুল ওমর বলেছেন: ;) ;) ;)

২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬

মনির হোসেন মমি বলেছেন: :(

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৫

মুক্তকণ্ঠ বলেছেন: ;)

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১১

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: এতো উচ্চ সুদে লোন নিয়ে সেটা ফেরৎ দিলে কি আর লাভ খাকবে। নামমাত্র সুদে লােনের ব্যবস্থা থাকলে সেটি দেশের অর্থনীতিকে আরাে গতিশীল করত।

২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩০

রঈসুল ওমর বলেছেন: খাঁটি কথা কইছেন ।

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

ঢাকাবাসী বলেছেন: ১০০ টাকা লোন নিতে ৩০ টাকা ব্যাংকের কর্তাদের দিন ৭০ টাকা নিন তারপর ফেরৎ দিতে ভুলে যান। এসবই হচ্ছে।

২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২

রঈসুল ওমর বলেছেন: আমরা পাইনা কেরে ???? :(

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

ভিটামিন সি বলেছেন: কোন ব্যাংক কি আমারে ২০ লাখ টাকা লোন দিবে। আমি এই ধার জীবনেও শোধ করতে পারতাম না। থাকলে ডান হাত উপরে তুলেন।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৪

রঈসুল ওমর বলেছেন: আপনেরে এহনি দৌড়ানি দিব :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.