নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগে বাঙালী হোন, তারপর এইদিকে আসেন

নিজের সম্পর্কে কিছু বলার নাই । যখন যেটা ইচ্ছা হয় সেটাই করি । তবে ভালো ছেলে হিসেবে একটা সুনাম আছে তো, তাই খারাপ কিছু করতে পারি না ।

রঈসুল ওমর

নিজের সম্পর্কে কিছু বলার নাই । যখন যেটা ইচ্ছা হয় সেটাই করি । তবে ভালো ছেলে হিসেবে একটা সুনাম আছে তো, তাই খারাপ কিছু করতে পারি না ।

রঈসুল ওমর › বিস্তারিত পোস্টঃ

নোবেল পুরষ্কারের ইতিকথা

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫১





নোবেল পুরষ্কার নিয়ে লিখব ভাবছিলাম । আজ হঠাৎ মনে হল কোন বছর কোন মনিষীকে কেন নোবেল পুরষ্কার দেয়া হয়েছিল তা সম্পুর্ণ হালনাগাদ করে নিজের সংগ্রহে রাখব । নোবেল তো আর আমার একার সম্পত্তি না, তাই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিলাম :D



নোবেল পুরষ্কারের স্রষ্টাঃ আলফ্রেড নোবেল (১৮৩৩-১৮৯৬) অক্টোবর ২১, ১৯৩৩ সালে সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন । তার পরিবার ১৭ শতকের মধ্যে, যখন সুইডেন ছিল উত্তর ইউরোপে একটি বড় শক্তি, তখন সুইডেনের সবচেয়ে বিখ্যাত প্রযুক্তিগত প্রতিভা Olof Rudbeck থেকে অবতীর্ণ হয়েছে । নোবেল বিভিন্ন ভাষায় অনর্গল কথা বলতে পারতেন এবং অনেক কবিতা ও নাটক লিখেছেন । নোবেল সামাজিক ও শান্তি-সংক্রান্ত বিষয় খুব আগ্রহী ছিলেন ।

আমরা সবাই জানি যে আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন । এজন্য আমরা তাঁকে অনেক গালমন্দও করি । কিন্তু আমরা অনেকেই জানি না তিনি কি উদ্দেশ্যে ডিনামাইট আবিষ্কার করেছিলেন আর কি উদ্দেশ্যে তিনি অন্যের কাছে তা বিক্রয় করেছিলেন ।

পাহাড়ের মধ্যদিয়ে রাস্তা আমরা সবাই দেখেছি । এই রাস্তাগুলো তৈরী করতে পাহাড়ের মধ্যে সুড়ঙ্গ তৈরী করতে হয় । আজকাল নানারকম যন্ত্রপাতি ব্যবহার করা হয় । কিন্তু সে সময় এসকল যন্ত্র ছিল না । তখন দিনের পর দিন মানুষকে এই সুড়ঙ্গ খুঁড়তে হত । আর এই কষ্ট লাঘব করার চিন্তা করতে করতেই একদিন আলফ্রেড নোবেল আবিষ্কার করলেন ডিনামাইট ।

আলফ্রেড নোবেলের আবিষ্কারের খবর দেশে দেশে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন দেশ থেকে প্রস্তাব আসে ডিনামাইট বিক্রি করার জন্য । আর সেই ডিনামাইট ভাল কাজের পাশাপাশি যুদ্ধক্ষেত্রেও ব্যবহার হতে থাকে । ডিনামাইটের এই ধ্বংসযজ্ঞ দেখে আলফ্রেড নোবেল শান্তির জন্য কিছু করার কথা ভাবলেন । আর সেই ভাবনা থেকেই নোবেল পুরষ্কারের জন্ম ।

আলফ্রেড নোবেল উইল করেছিলেন যে তাঁর মৃত্যুর পর তাঁর সম্পত্তি থেকে যে সুদ আসবে তা দিয়ে ৬ টি বিষয়ের উপর নোবেল পুরষ্কার দেয়া হবে । বিষয়গুলো হলঃ

পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য, অর্থনীতি ও শান্তি । ১৮৯৬ সালে আলফ্রেড নোবেল মৃত্যুবরণ করেন । ১৯০১ সাল থেকে নোবেল পুরষ্কার প্রদান শুরু হয় ।



আগামীকাল আসছেঃ নোবেল পুরষ্কার -১৯০১

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:১৫

খেলাঘর বলেছেন:

আমাদের ড: ইউনুস সাহেবের এত বদনাম হলো কেন?

২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪১

রঈসুল ওমর বলেছেন: ডক্টর ইউনুস সাহেব নোবেল পাওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন । তাই তাঁর এত বদনাম ।

২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৫৪

রিয়াজ মাস্টার বলেছেন: দুরুন লিখেছেন।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪১

রঈসুল ওমর বলেছেন: ধন্যবাদ দাদা ।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৪

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো পোস্ট।

শুভকামনা :)

২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২

রঈসুল ওমর বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৭

আরজু পনি বলেছেন:

তথ্য সূত্র যোগ করে দিলে পোস্টটির গুরুত্ব অনেক বেড়ে যাবে ।

আশা করি নিয়মিত করবেন সিরিিটি ।

শেয়ার করার জন্যে শুভেচ্ছা রইল ।।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪

রঈসুল ওমর বলেছেন: সুপরামর্শ দেয়ার জন্য ধন্যবাদ । আজ থেকে তথ্যসূত্র যোগ করে দিব । :)

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





চলতে থাকুক.... ভালো বিষয় নিয়ে লেখতে শুরু করেছেন....





সহব্লগার আরজুপনির পরামর্শটিতে সমর্থন দিচ্ছি.... :)

শুভেচ্ছা.............

২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৬

রঈসুল ওমর বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ । আশা করব সবসময়ই সাথে থাকবেন ।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৩

সুফিয়া বলেছেন: তথ্যবহুল পোস্ট। ধন্যবাদ শেয়ার করার জন্য।

২৬ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৭

রঈসুল ওমর বলেছেন: আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য :)

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর...... চলুক..... :)

২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৭

রঈসুল ওমর বলেছেন: চলবে ভাই । আশা করি সাথে থাকবেন ।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

আলম দীপ্র বলেছেন: চমৎকার তথ্যবহুল পোস্ট !

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

কলমের কালি শেষ বলেছেন: তথ্যভিত্তিক পোষ্ট । +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.