নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগে বাঙালী হোন, তারপর এইদিকে আসেন

নিজের সম্পর্কে কিছু বলার নাই । যখন যেটা ইচ্ছা হয় সেটাই করি । তবে ভালো ছেলে হিসেবে একটা সুনাম আছে তো, তাই খারাপ কিছু করতে পারি না ।

রঈসুল ওমর

নিজের সম্পর্কে কিছু বলার নাই । যখন যেটা ইচ্ছা হয় সেটাই করি । তবে ভালো ছেলে হিসেবে একটা সুনাম আছে তো, তাই খারাপ কিছু করতে পারি না ।

রঈসুল ওমর › বিস্তারিত পোস্টঃ

হাতে আঁকা নিরুপমা

২৬ শে জুন, ২০১৫ রাত ১১:২৩


এটা নিরুর একটা ছবি দেখে এঁকেছি। সবই ঠিক আছে। শুধু ঠোঁটগুলো মেলেনি।


একটি বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল নিরু। বাচ্চাকে আঁকিনি।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৩১

শতদ্রু একটি নদী... বলেছেন: এমেচার টাইপের আঁকার মতো লাগলো। ঠোঁটগুলা আসলেই মেলেনি।

তবে অবয়ব ফুটাইতে পারছেন এইটাই বা কম কি। সামনে অসাধারন আকবেন নিশ্চিত। শুভকামনা রইলো।

২৭ শে জুন, ২০১৫ রাত ৩:৩০

রঈসুল ওমর বলেছেন: চারুকলায় পড়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু চান্স পাইনি। এখন আইনে পড়ে আঁকাআঁকির সময় কোথায়? পুরোনো অভ্যাস ছাড়তে পারিনি বলে আঁকলাম। দোয়া করবেন।

২| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: আপনার মত কিছুটাও যদি আঁকতে পারতাম তবে আমার নিক নেমটা হতো লেডিকিলার রাখাল! সাচ্চা কচ্চি

২৭ শে জুন, ২০১৫ রাত ৩:৩২

রঈসুল ওমর বলেছেন: ভাই, আমি কিন্তু লেডিকিলার না :(। প্রেম একটা করেছিলাম। ব্রেক আপ হয়ে গেছে। আর হয়নি।

৩| ২৬ শে জুন, ২০১৫ রাত ১১:৩৩

উর্বি বলেছেন: দারুন শুরু... খুবই ভালো লাগল

২৭ শে জুন, ২০১৫ রাত ৩:৩৫

রঈসুল ওমর বলেছেন: ধন্যবাদ। আপনি তো অনেক সুন্দর করে আঁকতে পারেন। আমি কখনোই আপনার মত পারব না।

৪| ২৭ শে জুন, ২০১৫ রাত ৩:৩৯

উর্বি বলেছেন: আমি আকি কাকের ঠ্যাং আর বকের ঠ্যাং।
ধন্যবাদ
সময় দিন আর প্র‍্যাক্টিশ করুন প্রতিদিন :)

২৭ শে জুন, ২০১৫ সকাল ৭:৪১

রঈসুল ওমর বলেছেন: আপনার আঁকা কাকের ঠ্যাং সত্যিই কাকের ঠ্যাং এর মত হয়। আমি কাকের ঠ্যাং আঁকতে গেলে সেটা দিয়াশলাইয়ের কাঠি হয়ে যায়। আর অনুশীলন নিয়মিত করার চেষ্টায় আছি। দেখি কতটুকু করতে পারি। একটু পর হিন্দু আইনের ক্লাস শুরু হবে। গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.