নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো ছোটো মানুষের ছোটো ছোটো কবিতা

ছোটো ছোটো মানুষের ছোটো ছোটো কবিতা

অমৃতা

অমৃত খুঁজো না এখানে, পাবে না। যদি জীবন খোঁজো, পেলেও পেতে পারো একটু পরশ.............

অমৃতা › বিস্তারিত পোস্টঃ

সামু ব্লগে লিখে মনে হয় বিখ্যাত হচ্ছি, না হলে আমার এখানে লেখা কবিতা ফেসবুকে কেউ নিজের নামে লিখে চালিয়ে দেয় ?????!!!!!!!

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৫৫

গত ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১০- এ একটা কবিতা দিয়েছিলাম সামুতে। কবিতাটার নাম ছিল "পাখি" ।পরে দেখলাম আমার সামান্য কবিতাটা সামুতে নির্বাচিত হয়েছে অন্য আরো অনেকের লেখার সাথে। একটু আগে এক পাঠক বন্ধু জানালেন আমার লেখাটা অন্য কারো নামে ফেসবুকে কপি পেস্ট হয়েছে। আমি সামান্য। আসামান্য কিছু না ।তবু নিজের লেখা অন্য কারো নামে কপি পেস্ট হলে যে কষ্টটা হয় কিভাবে তা বলে বোঝাবো ?

আমার লেখার লিঙ্ক

পাখি








মহান চোরের কীর্তি





মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৩৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অহরহ এমন ঘটছে এখন, লেখার কয়েকটা লাইন কপি করে গুগলে সার্চ বক্সে পেস্ট করে সার্চ করলেই দেখতে পাবেন। শ্রদ্ধেয় ব্লগার মাঈনউদ্দিন মইনুল ভাইয়ের অভিজ্ঞতা থেকে বলছি: আপনার লেখাগুলো গুগলে সার্চ দিয়ে দেখুন কতবার চুরি হয়েছে! লেখাটা পড়ে দেখতে অনুরোধ রইলো।

ডোন্ট অরি, বি হ্যাপি। :)

২| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:০৬

জুয়েলইসলাম বলেছেন: ভালো কথা বলেছেন

৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৮

অপূর্ণ রায়হান বলেছেন: এই চোরগুলার কাজকারবার দেখলে হাসি পায় । সামান্যতম ভদ্রতা নাই যে কার্টেসি উল্লেখ করবে !!!!

হতাশ হবেন না , লিখতে থাকুন । শুভকামনা :)

৪| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৬

হাওয়াই জাহাজ বলেছেন: লেখাটা যে আপনার, ওর পোস্টে এটা কমেন্ট করতে পারতেন। তাহলে হয়তো আপনার লেখা আর কপি পেস্ট করতো না।

৫| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৭

হাওয়াই জাহাজ বলেছেন: লেখাটা যে আপনার, ওর পোস্টে এটা কমেন্ট করতে পারতেন। তাহলে হয়তো আপনার লেখা আর কপি পেস্ট করতো না।

৬| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার দুইটা লিখা চুরি হয়েছে ।
এই ভেবে হেসেছি অনেকক্ষন ,
তবে কি আমি সেলিব্রেটি হইয়া গেনু ?

৭| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৪৬

আমিনুর রহমান বলেছেন:




আপনাকে অভিনন্দন সেলিব্রেটি !

৮| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৫

মুদ্‌দাকির বলেছেন:

সবখানেই চোর :( :( :( :(

৯| ১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৪

সোহানী বলেছেন: মাথায় গিলু নাই... কি করবো কন??? নিজের স্টাটাস দেখানোর জন্য তাই এ চুরি বিদ্যা। এটা ঠেকানোর কুনু উপায় নাইরে ভাই খালি জায়গামত কইবেন তুই চোর... এই দেখ প্রমান !!!!

১০| ১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

কলমের কালি শেষ বলেছেন: বিদ্যা চুরি । আপনিতো সেলিব্রিটি হয়ে গেলেন । কনগ্রেচুলেশান । ;) ;)

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৮

রুদ্র জাহেদ বলেছেন: এরকমটা এখন অহরহ ঘটছে...!তবুও মননের চর্চা চালিয়ে যেতে হবে

১২| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

এম.এ.জি তালুকদার বলেছেন: এইতো আমরা তথাকথিত বাঙ্গালী। দয়া করে আমার লেকাটি পরখ করুন।

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: সমবেদনা জানাচ্ছি। চোরের শাস্তি কামনা করছি।
লিখতে থাকুন। চোরের ভয়ে দমে গেলে চলবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.