নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোটো ছোটো মানুষের ছোটো ছোটো কবিতা

ছোটো ছোটো মানুষের ছোটো ছোটো কবিতা

অমৃতা

অমৃত খুঁজো না এখানে, পাবে না। যদি জীবন খোঁজো, পেলেও পেতে পারো একটু পরশ.............

অমৃতা › বিস্তারিত পোস্টঃ

মিঠাই, তুই বল না, আমি কে ?

১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩



আমার লেখা চিঠিগুলো পড়িস ত রে মিঠাই?
বুকের মধ্যে চেপে ধরে গন্ধ পাস কি আমার গায়ের?
বল না মিঠাই...তোর এই চুপ করে যাওয়াটা
আমায় বোধহয় আরো বেশি বাচাল করে দেয়।
জানিস,আজ আবার ভুল স্টেশনে নেমে পড়েছি..
এটা প্রায় হচ্ছে, নিজের চেনা জায়গাগুলো চিনতে পারছি না।
চেনা লোকগুলো এসে কত কথা বলছে...আমি তাদেরও চিনতে পারছি না।
আসলে আমি বোধহয় আর নিজেকে চিনতে পারছি না।
জানিস মিঠাই,
একটা কেমন সিঁদুরের গন্ধ পাচ্ছি,আচ্ছা আমি কি এসবের যোগ্য নাকি?
আমার না বুরুন আছে...আমার না একটা পাগলামি আছে...
মিঠাই...ও মিঠাই এমন টা কেন হচ্ছে রে...
বুকের ভিতর মনে হচ্ছে গভীর সমুদ্র ঢুকে পড়েছে,
আর আমি তার মধ্যে হাপসি খাচ্ছি....একবার ডুবছি আর একবার ভাসছি,
পাড় পাচ্ছি না....তল পাচ্ছি না....
আর........

তোর বউ কেমন আছে রে?
মা বাবা ভাল আছেন..?
আর তোর সেই পোষা কুকুরটা... অনেক বড় হয়ে গেছে বল?
চক্রে সবারই নাম থাকে।
আমি কেমন অনন্ত প্রশ্নচিহ্ন নিয়ে বেঁচে আছি।
আচ্ছা,
ভুতু আমার চিঠিগুলো পড়ে না কেন রে?
আমি কি কারুর কাজের ফাঁকে মনে পড়বার মত নই?
আমি কে মিঠাই??
আমি কে!?

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২০

শায়মা বলেছেন: আপুনি

দুঃখ দুঃখ ভালোবাসা।

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২

অমৃতা বলেছেন:
শায়মা;- বড় দু:খ না পেলে মিঠাই আসে না

২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

সাহসী সন্তান বলেছেন: শায়মা আপুনির পিছু পিছু এসে মনটাই খারাপ হয়ে গেল?


আপনার পোস্টটা হয়তো অনেক ছোট, কিন্তু ব্যাখ্যা করলে বৃহৎ একটা উপন্যাস হয়ে যাবে! আসলে স্বার্থের দুনিয়ায় কেউ কাওকে মনে রাখে না আপু! সবাই নিজেকে নিয়ে ব্যস্ত.....!! দশ তলা থেকে নিচ তলার সবাই যার যার ধান্দাতেই সে সে নিয়োজিত! তাহলে অন্যের কথা তারা মনে করবে কখন......??


শুভ কামনা জানবেন!

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

অমৃতা বলেছেন:
জানি না,ক জন ভাবে,আমি আপনি ভাবি,তাহলে প্রেম বাড়ুক

৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৭

কল্লোল পথিক বলেছেন: বাহ! বাহ! চমৎকার

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫

অমৃতা বলেছেন:
ধন্যবাদ কল্লোল পথিক। সঙ্গে থাকুন

৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৮

আরণ্যক রাখাল বলেছেন: ভালই লেগেছে

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬

অমৃতা বলেছেন:
ধন্যবাদ

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

শুকনো কাঠ বলেছেন: ভাল লাগছে !

১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬

অমৃতা বলেছেন:
ধন্যবাদ

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৪

তুষার কাব্য বলেছেন: আমরা কি সবাই ভুল ষ্টেশনে নেমে পড়ি ! আজকাল কেউ আর চিঠি দেয়না কেন !!
ভারাক্রান্ত কবিতায় ভাললাগা রইলো ।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

আবু শাকিল বলেছেন: লেখাটা কবিতার আকারে লেখা হয়েছে-আমার কাছে কবিতা মনে হয়নি ।তবে পড়ায় ভাল পেয়েছি ।

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৪

হাসান মাহবুব বলেছেন: মিষ্টি ছন্দের আড়ালে পুঞ্জিভুত কষ্ট ছুঁয়ে গেলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.