নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

angrycitizen007

always remain alert about injustice in society.

ক্রোধিতনাগরিক

i am used to use full liberty. any kind of discussion and criticism will be welcome.

ক্রোধিতনাগরিক › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের দুর্নীতি বেড়েছে......

০৩ রা ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

আজ সন্ধ্যায় ইন্ডিপেনডেন্ট চ্যানেলে জনপ্রিয় সাংবাদিক খালেদ মুহিউদ্দীন স্যারের ‘এডিটর’স পিক’ অনুষ্ঠানটি দেখছিলাম।সেখানেই Transparency International এর Corruption Index 2014 প্রকাশ উপলক্ষে TIB আয়োজিত সংবাদ সম্মেলন ও আলোচনা চলছিল। তখনই উদ্গ্রীব হয়ে উঠলাম রিপোর্টটি নেয়ার জন্য। এবং TI এর ওয়েব থেকে ডাউনলোড করে নিলাম। ১২ পৃষ্ঠার রিপোর্টটির কিছু অংশ তুলে ধরার চেষ্টা করলাম।
Corruption Perception Index 2014 অনুযায়ী বিশ্বের শীর্ষ ৩টি দুর্নীতি মুক্ত দেশ হল---
(১) ডেনমার্ক (স্কোর-৯২)
(২) নিউজিল্যান্ড (স্কোর-৯১)
(৩) ফিনল্যান্ড (স্কোর-৮৯)
আর শীর্ষ ৩ টি দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হল-----
(১) যৌথভাবে সোমালিয়া ও উত্তর কোরিয়া (স্কোর- ৮)
(২)সুদান (স্কোর- ১১)
(৩) আফগানিস্তান (স্কোর- ১২)
শীর্ষ দুর্নীতিগ্রস্ত হিসেবে বাংলাদেশ ১৪তম। অর্জিত স্কোর ২৫ এবং র‍্যাংকিং অবস্থান ১৪৫তম। কিন্তু রিপোর্টে র‍্যাংকিং এর ক্ষেত্রে কিছু অংক অনুপস্থিত। যেমন- ১৪৬, ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫১, ১৫৩, ১৫৫, ১৫৭, ১৫৮, ১৬০, ১৬২, ১৬৩, ১৬৪, ১৬৫, ১৬৭, ১৬৮ সহ আরো অনেক গুলো। এক্ষেত্রে রিপোর্টের কোথাও এ বিষয়ক কোন ব্যাখ্যা দেয়া নেই।
রিপোর্ট অনুযায়ী বৈশ্বিক গড় স্কোর হল ৪৩। তবে শঙ্কার কথা হল ৬৯% দেশেরই স্কোর ৫০ এর কম।
মহাদেশ বিবেচনায় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ২ অঞ্চল হল- আফ্রিকা এবং পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার অঞ্চল গুলো।
উপরের দুই মহাদেশের তুলনায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের অবস্থা তুলনামূলক ভালো। এর গড় স্কোর হল ৪৩।
এশিয়া প্যাসিফিক এর সবচেয়ে ৫টি দুর্নীতিগ্রস্ত দেশ গুলো হল-
(১) উত্তর কোরিয়া (স্কোর-৮)
(২) আফগানিস্তান (স্কোর-১২)
(৩) মায়ানমার (স্কোর-২১)
(৪) পাপুয়া নিউগিনি (স্কোর- ২৫)
(৫) লাউস (স্কোর-২৫)
বাংলাদেশের প্রতিযোগী কয়েকটি দেশের অবস্থান—
দেশের নাম-------- অবস্থান------------- স্কোর
ভারত-------------৮৫তম---------------৩৮
পাকিস্তান----------১২৬তম---------------২৯
মায়ানমার ---------১৫৬তম--------------২১
শ্রীলঙ্কা ------------৮৫তম---------------৩৮
থাইল্যান্ড-----------৮৫তম---------------৩৮
মালয়শিয়া----------৫০তম----------------৫২
ইন্দোনেশিয়া--------১০৭তম---------------৩৪
ফিলিপাইন----------৮৫তম---------------৩৮
নেপাল -------------১২৬তম--------------২৯
দুঃখের কথা ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে বাংলাদেশের স্কোর হ্রাস পেয়েছে ২। অর্থাৎ দুর্নীতি বেড়েছে। র‍্যাংকিং অবস্থান ১৩৬ থেকে বৃদ্ধি পেয়ে ১৪৫ এ এসে পৌঁছেছে।
কিন্তু ভারত উন্নতি করেছে। গতবছর স্কোর ছিল ৩৬ ও র‍্যাংকিং অবস্থান ছিল ৯৪। এছাড়া উন্নতি করেছে পাকিস্তানও.....! থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইনও তাদের উন্নতি ধরে রেখেছে। আর মায়ানমার উন্নতি না করলেও অবনতি করেনি। একই স্কোর ধরে রেখেছে।
এখন আপনারাই ঠিক করেন কি করবেন...............!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৬

ঢাকাবাসী বলেছেন: এই রিপোর্ট ঘুষ দিয়া বানাইসেন, আসলে আমরাই ১ নম্বর চ্যাম্পিয়ন। চ্যালেন্জ।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৭

ক্রোধিতনাগরিক বলেছেন: হইতে পারে........ তবে আপনার ভেতরে ক্ষোভ আছে বোঝা যায়............... @ঢাকাবাসী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.