নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

নতুন প্রজন্ম

১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৮

ছাত্র: স্যার আমি আজ পড়ব না।
আমি : কেন?
ছাত্র: স্যার , বলেন আমি আর কত পড়ব?
আমি : পড়া শেষ না হ্ওয়া পর্যন্ত পড়বে।
ছাত্র : স্যার পড়া তো কখনো শেষ হবে না। আমি একটু খেলতে পারি না । সারাদিন খালি পড়া আর পড়া।
আমি : শুক্রবার তো ছুটি সেই দিন খেলবা।
ছাত্র: কিসের ছুটি? গানের ক্লাস , অঙ্কন ক্লাস আবার বিকালে আম্মুর কাছে পড়া। বলেন স্যার আমি কি একটু খেলব না?

এই প্রশ্নের পর আমি চুপ হয়ে গেছি। এই ছেলে টা সকাল আট টায় স্কুলে যায় । স্কুল শেষে কোচিং করে বাসায় আছে ৪ টায় । খাওয়া শেষ করেতে না করতে বাসার স্যার আছে ৫ টায়। সেই স্যার ৫ টা থেকে ৭ টা পর্যন্ত পড়ায়। তারপর ঠিক ৭ টায় আমি যাই , আমি ৯ টা পর্যন্ত পড়াই। তারপর আসে হুজুর .........

এখন প্রশ্ন হলো এত কেন পড়া ? কারন হলো স্কুল আর বাবা মা। স্কুল গুলো প্রতি সপ্তাহে ক্লাস টেষ্ট দিয়া রাখে । আর বাবা মা হলো এমন যে , ছেলে মরে যাক তাতে সমস্যা নাই, কিন্তু ভালো ফলাফল করতে হবে। তা না হলে বাকি মা বাবা দের কাছে তাদের সম্মান হানি হবে।
এই সম্মানের জ্বালায় নিজের ছেলের শৈশব টা শেষ করে। তারা বুঝতেও চান না তাদের ছেলের কি দরকার ।

প্রত্যেক টা শিশু খেলাধূলা করবে । এই টা তাদের অধিকার । এর মাধ্যমে শিশু সামাজিক হয়ে উঠে। একটা শিশু খেলাধুলা মাধ্যমে বন্ধুদের সাথে একটা বোঝাপড়া তৈরি করে । যা শিশুকে বাস্তব জীবনে সম্পর্কের গুরুত্ব বোঝাবে। শিশুর মাঝে মানবিক গুন গুলো প্রকাশ পাবে।

যদি এমন না হয় তবে একটা সময় শিশু নিয়ন্ত্রন এর বাইরে চলে যায় । বাবা মা এর প্রতি তীব্র ঘৃনা বোধ কাজ করে । আমি নিজে দেখছি , আমার ৩য় শেনিতে পড়া ছাত্র বলে সে তার মাকে মেরে ফেলবে।
একবার চিন্তা করে দেখুন ওই বাচ্চার ওপর কি পরিমান মানসিক চাপের পর সে তার নিজের মাকে মেরে ফেলতে চায়।
কি হবে এত পড়ালেখা দিয়ে যদি তা শিশুর সুস্থ মানসিক বিকাশ না ঘটায়?
এখনও সময় আছে শিক্ষা ব্যবস্থায় আরও নজরদারি দরকার । এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে হবে । না হলে আমাদের শিশুরা মানসিক বিকারগ্রস্থ হয়ে বড় হবে । যা সমাজের জন্য হুমকি।

বাবা মাকে বলবো । আপনার সন্তানের সাথে সম্পর্ক টা ফলাফলের ওপর ভিত্তি করে তৈরি করবেন না। প্লিজ। আপনি যা চান তা কেন হবে আপনার সন্তান? আপনি জন্ম দিয়েছেন তাই? আপনার সন্তান জন্মগত ভাবে স্বাধীন । তাই ওকে একটু মুক্ত ভাবে বড় হতে দিন । পৃথিবী সব চেয়ে গুরুত্বপূর্ন শিক্ষাগুলো মানুষ মুক্ত ভাবে এ শিখে, বই পড়ে নয় ।

ধন্যবাদ

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৮

রাজীব নুর বলেছেন: এযুগের ছেলে মেয়েদের আমি বুঝি না।

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩২

কৃষ্ণ কমল দাস বলেছেন: কেন ভাই?

২| ১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সুন্দর বিষয়।



শৈশব বন্দি এখন বইয়ের পাতায়। শিক্ষা ব্যবস্থা সংস্কার করা দরকার।

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৩

কৃষ্ণ কমল দাস বলেছেন: মন্তব্য জানানোর জন্য ধন্যবাদ

৩| ১৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: এই ব্লগেরই একজন ব্লগারের লেখাটা বহু আগে পড়েছিলাম। আপনার লেখাটা পড়ার সাথে সাথে তার লেখাটার কথা মনে পড়ে গেলো। একটু খুঁজতেই পেয়ে গেলাম। পড়ে দেখবেন আশা করি।

এগুলান পুলাপাইন! আপনার ছুডো বেলার খেলনা পুতুল না।

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৪

কৃষ্ণ কমল দাস বলেছেন: পড়েছি ..
মতামত জানানোর জন্য ধন্যবাদ

৪| ২০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

অজ্ঞ বালক বলেছেন: এই জিনিসটা নিয়া বউয়ের লগে নিয়মিত কথা কই। পোলাডারে কেমন ভাবে বড় করুম, কেমনে প্রেশার দেয়া যাইবো না, ফার্স্ট হওন লাগতো না, বই পড়া - আর্ট এগুলা শিখা লাগবো যদি তার ভাল্লাগে তবেই। মানে এইগুলা কারও মাথায় নর্মাল্লি আসে না কেন সেইটাই তো বুঝি না!!!

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৭

কৃষ্ণ কমল দাস বলেছেন: আপনার সচেতন মনোভাবের জন্য অনেক ধন্যবাদ

৫| ২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২০

মাহমুদুর রহমান বলেছেন: ছেলে মেয়ে অনেক কিছুই হতে চাইবে কিন্তু বাবা মায়ের অবস্থা বোঝার ক্ষমতা বুঝতে চাইবে না!

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৮

কৃষ্ণ কমল দাস বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.