নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

নরক মন্দির

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৬





কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর ?
মানুষেরি মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর !
রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গো লয়,
আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়।


কবির ভাষায় স্বর্গ-নরক সন্ধান প্রাপ্তি সফলতার মুখ কতটা দেখতে পেরেছে জানিনা। তবে থাইল্যান্ডের Wang Saen Suk Hell Garden সুনিশ্চিত ভাবেই নরকের সাথে মানুষকে পরিচিত করিয়ে তুলছে। ব্যাংকক শহরের অদূরে Bang Saen Beach এর নিকটেই গড়ে তোলা হয়েছে এই নরক মন্দির। থাইল্যান্ডের একটি বৌদ্ধমন্দিরে এই প্রতীকী নরক তৈরি করা হয়েছে। পরকালে কোন পাপের জন্য কী শাস্তি হবে, ভাস্কর্যের মাধ্যমে তা ফুটিয়ে তোলা হয়েছে।



প্রায় প্রতিটি ধর্মেই মানুষের কৃতকর্মের ফলস্বরূপ ভাল কাজের জন্য উপহার স্বরূপ স্বর্গীয় সুখ প্রাপ্তি ও মন্দ কাজের জন্য নরকের শাস্তি ভোগের কথা বলা আছে। কিন্তু সেসব সম্পর্কে আমরা অল্প বিস্তর জানতে পারলেও পুরোটাই আমাদের জ্ঞান বহির্ভূত বিষয়। কিন্তু থাইল্যান্ডের এই বৌদ্ধমন্দিরে প্রার্থণা ও ভ্রমণ করতে আসা মানুষকে পাপের শাস্তি সম্পর্কে জানাতে ভাস্কর্যের মাধ্যমে নরকের চিত্র উপস্থাপন করা হয়েছে। মন্দিরটি নরক মন্দির নামে স্থানীয়দের কাছে পরিচিত। প্রতিটি ভাস্কর্য লাল রঙের ছিটা দিয়ে রাঙানো হয়েছে। মন্দিরের ভেতরে নরকের ভাস্কর্য ও ভয়ানক শব্দ মিলে এক পরাবাস্তব অনুভব জাগিয়ে তোলে।



There are 8 major hells ("MAHA NAROK" - มหานรก) and 128 minor hells. The god Yama (พระยม) is supervising the hells. ยักษ์ or "YAK" are sometimes fearful monsters or half-gods.



বৌদ্ধ ধর্ম মতে নরকে শাস্তি যোগ্য পাপগুলো হলো

-> জীব হত্যা
-> চুরি
-> প্রাকৃতিক নিয়ম বহির্ভূত যৌনকর্ম
-> মিথ্যা
-> ফেতনা-ফ্যাসাদ
-> অপ্রীতিকর বাক্যবিনিময়
-> প্রতিশোধ পরায়ণ
-> শয়তানের বশ্যতা





কতিপয় ভাস্কর্যগুলোর বিবরণ স্বরূপ বলা যেতে পারে; বিবাহের পরেও যারা পরকীয়ায় রত থাকে তাদের জন্য রয়েছে কাঁটা যুক্ত গাছের ভাস্কর্য। যা বেয়ে পাপী মানুষকে উঠতে দেখা যাবে। কিন্তু পাখির তাড়নে নিচে পতিত হতে হবে আর নিচে অপেক্ষা করে আছে কাঁটাযুক্ত মুগুড় হাতে দানব। মদ্যপ মানুষের জন্য রয়েছে জ্বলন্ত তাওয়ার ভাস্কর্য। যেখানে দেখা যাবে দানবরা পাপীদের তুলে নিয়ে ফেলছে সেই জ্বলন্ত তাওয়ার মধ্যে। মিথ্যাবাদীদের জন্য জিহবা কেটে নেয়ার ভাস্কর্য। জীবহত্যাকারীদের জন্য রয়েছে নরকে নিন্দিত হতে থাকার ভাস্কর্য। চুরি, ডাকাতি, ঘুষের শাস্তি স্বরূপ আছে কুকুরে খাওয়া পাপীদের ভাস্কর্য। চুরির অপরাধে হাত কেটে ফেলা হবে। ধর্ষণের অপরাধে যৌনাঙ্গ কেটে ফেলা হবে। পরকালে পাপের জন্য মানুষের মাথা কাটা হবে। একটি ভাস্কর্যে গর্ভপাতের শিকার শিশুদের দেখানো হয়েছে। যা খুবই হৃদয় বিদারক। ভিক্ষু প্রা ক্রু ভিশানজালিকন এর মতে গর্ভপাতের শিকার ভ্রুণদের সমাধিস্থত করলে নারীরা পাপ থেকে মুক্তি পেতে পারে। মন্দিরটিতে গৌতম বুদ্ধের মূর্তির সামনে স্থাপিত স্বর্গ ও নরক দেখার সুযোগ মিলবে।

বিবিধ মাধ্যম হতে প্রাপ্ত ভাস্কর্যের ছবি সমূহ





































































বৌদ্ধ ভিক্ষু প্রা ক্রু ভিশানজালিকন এর মতে, মানুষের মধ্যে পাপের ভয় সৃষ্টি করতেই এই প্রতীকী নরক তৈরি করা হয়েছে। মানুষ নরককে ভয় পাক ও পাপের জন্য লজ্জিত হোক।

People who always think of food are likely to become ghosts that have a small mouth and cannot swallow anything ("PRET" - เปรต).

মন্তব্য ৯৭ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৯৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩৮

তিথীডোর বলেছেন: Disgusting and extremely graphic violence...please tag it to as- "Matured readers who are mentally capable of handling such violent figures"!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:



নরকের শাস্তির ভয়াবহতা যদি এতটাই নির্মম হয়, তবে বৌদ্ধ ভিক্ষুদের মত আমিও এইরকম ভয়ানক দৃশ্যগুলোকে স্বাভাবিক ভাবে লোকচক্ষুর দৃষ্টিতে আনার পক্ষে। এতে করে যদি কিঞ্চিত পরিমাণে হলেও আমরা পাপ থেকে বিরত থাকতে পারি !!!

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:২৭

মোস্তফা কামাল পলাশ বলেছেন: মুই ভয় পাইছ কান্ডারী ভাই। এই পার্কে কি আদৌ কোন মানুষ ভ্রমন করে? পার্কের দরজায় নিশ্চয় লিখা আছে দূর্বল চিত্তের মানুষদের প্রবেষ নিষেধ।

ইয়ে মানে আপনার পোষ্টের শিরোনামেও যোগ কইরা দেন "দূর্বল চিত্তের মানুষদের প্রবেষ নিষেধ।"

তয় অপরাধের শাস্তির বর্ণনা শুনে মাননীয় স্পীকার হয়া গেছি =p~

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১২

কান্ডারি অথর্ব বলেছেন:



পলাশ ভাই ইউটিউবে এর উপর অনেক ডকু আছে, যেখানে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের নারী-পুরুষের আগমন লক্ষণীয়। তবে ভাষা না বোঝার কারণে নিশ্চিত ভাবে বলতে পারছিনা এই হেল টেম্পল/হেল গার্ডেন এর প্রবেশ পথে আদৌ দূর্বল চিত্তের লোকের কথা বলা আছে কিনা। :(

তয় অপরাধের শাস্তির বর্ণনা পড়ে আমিও মাননীয় স্পীকার হইয়া গেছি। =p~

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:৫০

পুলহ বলেছেন: দিনের আলোটার কারণে ভয়ের আবেদন অনেকাংশেই কমে গিয়েছে- এটা অবশ্য একন্তই আমার ব্যাক্তিগত অভিমত।
খুব অন্যরকম একটা বিষয় সম্পর্কে জানা হোল। পোস্টদাতাকে আন্তরিক ধন্যবাদ :)
এবং পোস্টে +

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:




ভয়ের জন্য রাতের মধ্যভাগেইত পোষ্টটা দিয়েছিলাম। :(

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।

মানুষ তাঁর পাপ কর্ম থেকে বিরত থাকুক, চৈতন্য হোক সুন্দর পৃথিবীর জন্য।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৬

তার আর পর নেই… বলেছেন: কিছু কিছু ছবি ভয়ঙ্কর!

শাস্তি মানুষকে অন্যায় থেকে দুরে রাখেনা।

জানলাম নরক মন্দির সম্পর্কে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:



আসলেই খুব ভয়ংকর। মানুষ বড়ই বিচিত্র। নিশ্চিত শাস্তি জেনেও পাপ কর্মে লিপ্ত থাকেই।

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:০৪

জনৈক অচম ভুত বলেছেন: ছবি দেইখা আমার হাত-পা ঘুরান্টি মারতেছে! =p~
যা জিনিস দেখাইলেন, ভয় না পেয়ে উপায় আছে? :-&

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:



ভুত হয়েও ভয় পাইছেন :-&

মন্তব্যে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো।

৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৫

বিজন রয় বলেছেন: মাই গড আমাকে রক্ষা করো।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:



আমাকে পাপ থেকে বিরত থাকার শক্তি দাও প্রভু !!

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৭

কল্লোল পথিক বলেছেন: যদিও বির্তক আছে
আমার মতে এটা একটি ভাল উদ্দ্যেগ।
পরকাল বাদ রাখলাম ইহকালে এতে কিছুটা হলে পাপ কমে যাবে।
ধন্যবাদ কান্ডারী ভাই পোস্টটি শেয়ার করার জন্য।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:



সহমত ভ্রাতা। বৌদ্ধ ভিক্ষুরা ঠিক এই দিকটাই বিশেষ করে ভাবনায় রেখেছেন। ইহকালে যদি আমাদের ভেতর থেকে কিছুটা হলেও পাপ দূর হয় !!!

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভয়াবহ পোস্ট! আপনি যে কারনে ট্যাগ দেন নি, তার কারনটা খুব সম্ভবত ধরতে পেরেছি এবং তা সঠিকই বলে আমি মনে করি। তথাপি, অনেক পাঠকের জন্য হয়ত তা হজম করা কষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে কিছুটা সর্তকতা মুলক ব্যবস্থা থাকলে মন্দ হতো না।

পাশাপাশি, আমি মনে করি এই পোস্টটি থেকে পাঠকরা ভিন্ন স্বাদের কিছু তথ্য জানতে পারবেন। সেই লক্ষ্য পোস্টটি ব্লগের অফিসিয়াল পেইজেও শেয়ার করা হচ্ছে।

তাই কান্ডারী ভাই, কপিরাইট সংক্রান্ত ঝামেলা এড়াতে একটি বিনীত অনুরোধ থাকবে, অধিকাংশ ছবিগুলো যদি নিদির্ষ্ট কোন সাইট থেকে আপনি সংগ্রহ করে থাকেন, তাহলে অনুগ্রহ করে তার ব্যাপারে পোস্টে উল্লেখ্য করে দিলে ভালো হয়।

শুভেচ্ছা জানবেন। অনেকদিন পর একটা চমৎকার পোস্ট পড়লাম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:



আন্তরিক ধন্যবাদ সুপ্রিয় কা_ভা ভাই। আমি আসলে পোষ্টে এই জাতীয় ট্যাগ দেয়ার পক্ষে নই। কারণ নরকের শাস্তি দূর্বল কিংবা সবল চিত্ত মানুষ বলে কোন ভেদাভেদ নেই। তাই এই সম্পর্কে চিত্তের কোন বিষয় নেই। এইটা কোন হরর মুভী নয়। মানুষ যখন মিথ্যা বলে তখন সে দূর্বল কিংবা সবল কিনা সেটা ভেবে দেখে না। তাই এর শাস্তি সম্পর্কে জানার জন্য চিত্তকে মানাতে হবে। যদিও আমি নিশ্চিত নই এমন কোন শাস্তির ব্যাপারে তথাপি এখানে বৌদ্ধ বিশ্বাস তুলে ধরা হয়েছে।

অফিসিয়াল পেইজে শেয়ার করায় খুব অনুপ্রাণিত হোলাম এবং সেই সাথে কৃতজ্ঞতা সামুর জন্য।

কপিরাইটের বিষয়টা সম্পর্কে সতর্ক করে দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ। ছবিগুলো নির্দিষ্ট কোন সাইট থেকে নেয়া হয়নি। যে কারণে পোষ্টে বোল্ড করে উল্ল্যেখ করে দিয়েছি যে বিবিধ মাধ্যম থেকে প্রাপ্ত ভাস্কর্যের ছবি সমূহ। তাছাড়া বেশিরভাগ ছবি বিভিন্ন ভিডিও থেকে স্ক্রিন শট হিসেবে নেয়া হয়েছে। এমন অসংখ্য ভিডিও আছে ইউটিউবে। আর তাছাড়া পোষ্টের শুরুতেই লেখায় একটি লিংক যুক্ত করে দেয়া আছে মন্দিরের নাম আকারে।

কা_ভা ভাই আপনার মন্তব্যে খুব খুব উৎসাহ পেলাম ভাই।
ভালোবাসা নিরন্তর।

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৭

আবু শাকিল বলেছেন: প্রাপ্ত ,অপ্রাপ্ত সকল বয়সের নরকের ভাস্কর্য গুলা আমাদেরকে কিছুটা হলেও পাপ করা থেকে দূরে রাখবে।তর্ক-বিতর্ক থাকবেই।
পাপের শাস্তি প্রতিকী ভাস্কর্য গুলা পরকালে কেন ইহকালেও আমাদের পাপ থেকে দূরে থাকার জন্য যথেষ্ট ।
ভিন্ন ভাল লাগা এবং জানার পোষ্ট ।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বড়দা। আমার কাছে শিক্ষণীয় পোষ্ট ।
আপনার এক মন্তব্যে জোরালো সহমত পোষণ করছি-
নরকের শাস্তির ভয়াবহতা যদি এতটাই নির্মম হয়, তবে বৌদ্ধ ভিক্ষুদের মত আমিও এইরকম ভয়ানক দৃশ্যগুলোকে স্বাভাবিক ভাবে লোকচক্ষুর দৃষ্টিতে আনার পক্ষে। এতে করে যদি কিঞ্চিত পরিমাণে হলেও আমরা পাপ থেকে বিরত থাকতে পারি !!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:



আমার এই পোষ্টের লক্ষ্য এইটাই ভ্রাতা।
মানুষ তাঁর পাপ কর্ম থেকে বিরত থাকুক, চৈতন্য হোক সুন্দর পৃথিবীর জন্য।
বিষয়টা আমার নিজের কাছেও খুব শিক্ষণীয় তাই যা নিজে শিখলাম সেটাই সবার সাথে শেয়ার করলাম।

মন্তব্যে আন্তরিক ধন্যবাদ ও ভাল লাগা।

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭

উল্টা দূরবীন বলেছেন: ছবির লগে কিছু মন্ত্র টন্ত্র পোস্টাইতেন যাতে ভয় কমানো যায়।

আমার কিন্তু ভয় লাগে নাই। উপভোগ করছি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:



পোষ্টের শেষে দেখেন ভ্রাতা ইংরেজিতে একটা মন্ত্র দেয়া আছে। ;)

মন্তব্যে আন্তরিক ভাল লাগা রইলো।

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৯

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ভয়ংকর ভাল লাগার একটা পোস্ট কান্ডারি ভাই!
বেশ কিছু ছবি দেখলে আসলেই ভয় লাগে!
তারপরেও ছবিগুলো বেশ উপভোগ্য! শুভ কামনা জানবেন!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:



যদি এইসব ভাস্কর্য দেখে মনে কিছুটা হলেও চৈতন্য ফেরে তাহলেই সার্থকতা।

মন্দিরে সশরীরে যাওয়ার ইচ্ছা থাকলো।

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভ্রাতা।

১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪

মুদ্‌দাকির বলেছেন: ভয়ানক সব ব্যাপার। এই পার্কে ঢুকতে কি টিকেট লাগার কথা?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:



যতটুকু জানতে পেরেছি মন্দিরে প্রবেশের জন্য কোন টিকেটের প্রয়োজন হয়না।

আপনি আছেন কেমন ভাই ?

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৬

সুমন কর বলেছেন: নরকে যামু......... :P

ছবি পোস্ট ভালো লেগেছে.. ;)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:



নরক মন্দিরে যাইয়েন তয় নরকে না।

কৃতজ্ঞতা ও ভালোবাসা ভ্রাতা।

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

জুন বলেছেন: মোস্তফা কামাল পলাশ বলেছেন: মুই ভয় পাইছ কান্ডারী ভাই। এই পার্কে কি আদৌ কোন মানুষ ভ্রমন করে? পার্কের দরজায় নিশ্চয় লিখা আছে দূর্বল চিত্তের মানুষদের প্রবেষ নিষেধ।
ইয়ে মানে আপনার পোষ্টের শিরোনামেও যোগ কইরা দেন "দূর্বল চিত্তের মানুষদের প্রবেষ নিষেধ।"

সহমত কান্ডারি :(

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:



সুপ্রিয় জুন আপ্পি আমি অবশ্য বিষয়টাকে ভিন্নভাবে দেখছি। ধরে নেয়া যাক নরকের শাস্তি ঠিক এমনই, তাহলে সেখানে কি দূর্বল চিত্তের মানুষের জন্য প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে ? দূর্বল চিত্তের মানুষ কি পাপ কাজ করেনা !!

মতামতে কৃতজ্ঞতা সব সময়ের জন্য।

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই ধরণের প্রতিকী নরকের কথা প্রথম জানলাম এবং ভাস্কর্যের ছবিগুলো দেখে অবাক হলাম। স্বচক্ষে দেখতে পারলে আরও দারুণ হতো। পৃথিবীতে কত কিছুই না আছে, তাই না?

ধন্যবাদ কাণ্ডারি অথর্ব।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:



মাঝে মাঝে মনে হয় পৃথিবীর চেয়ে পৃথিবীর মানুষগুলো অনেক বেশি অজ্ঞাত।

মতামতে কৃতজ্ঞতা জানবেন ভাই।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভুই পাইছি ;)

ভাগ্যিস বৌদ্ধদের বানানো! কোন মুসলিম দেশৈর হলে এতদিনে নিগ্গাত পশ্চাৎপদতা, কুসংস্কারাচ্ছন্ন, অমানবিকতা, ভালগা নানা ট্যাগে জর্জরিত হতো!!!!!!
আসলে গ্রহনযোগ্যতার মিনিমাম মাপকাঠিতে বিম্ব যদি মুসলমানদের দিকে তাকাত যত প্রচলিত ট্যাগিং আছে ৯০ ভাগ থাকতো না। আপনি যতটা পজিটিভলি তুলে ধরেছেন - মানুষের ভীতি থেকে ভালথাকার নূন্যতম যে বোধটুকু বিরাজমান তাতে যদি পৃথিবীতে কিূছ লোক ভাল থাকে থাকুক না্ অকর্যানতো কিছু নেই- এই স্পিরিট টা সকলের বেলায় সাম্যতার দাবীও রাখে বটে।
:)

ছোটকালে এক সনাতন সেলুনে এমন পোষ্টার দেখে এমন ভয় খাইছিলাম -ঐ সেলুনে আর চুল কাটাতে যেতামইনা! ;)
=p~ =p~ =p~
মানুষ শুভ আর কর্যানের পথে জীবন যাপন করুক। তাতে সকলেরই কল্যান।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:



কারণ তাহারা মুক্তমনা, প্রগতিশীল বিজ্ঞান মনস্ক !!! ;)

ধর্মগ্রন্থে এরুপ অনেক বর্ণনা এসেছে কিন্তু মানুষের ভীতি থাকলে কি আর পৃথিবী ময় এত পাপ বিরাজ করত ? আপনার সাথে সহমত যে, স্পিরিটটাই আসল।

এখন অবশ্য সেলুনগুলো আধুনিক হয়েছে। এখন সেলুনে অপ্সরাদের পোষ্টার শোভা পায়। :P

সকলের কল্যাণ হোক।

আন্তরিক মতামতে কৃতজ্ঞতা ভ্রাতা।

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫

মুদ্‌দাকির বলেছেন: ভৃগু ভাইয়ের সাথে একমত।

ভাই ভালোই আছি বলতে হবে। আলহামদুলিল্লাহ।

আপনিও ভালো আছেন আশাকরি।

দোয়া রাখবেন। আসসালামুয়ালাইকুম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:



আমিও ভৃগু ভাইয়ের সাথে সহমত।

আলহামদুলিল্লাহ ভাই।

শুভকামনা নিরন্তর ভাই। ওয়ালাইকুম আসসালাম।

১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

আহমেদ জী এস বলেছেন: কান্ডারি অথর্ব,



ভয়ঙ্কর ।

আপনার চোখে নরক দেখলেও আপনার শুরুর লাইন দুটো তুলে দিচ্ছি -
কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর ?
মানুষেরি মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর !


১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:



কবি যথার্থই বলেছেন সুপ্রিয় আহমেদ জী এস ভাই।

১৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

নীলপরি বলেছেন: নরক দর্শন করিয়ে ছাড়লেন আপনি ! :) যদিও আমি সব ছবিগুলো দেখতে পারিনি ।পেজ তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি ।
তবে , শাস্তি পাওয়ার পর বেশীরভাগ অপরাধীরা বোধহয় ভাবে , তারা যদি আরেকটু চালাকি করে কাজটা করতো তাহলে আর শাস্তি পেতে হতো না । কোনো অনুতাপ মনেহয় থাকে না ! তাদের ভয় দেখানোর কি কোনো সার্থকতা আছে ?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:



এইটা এই মন্দিরের ভিক্ষুরা অবশ্য ভাল বলতে পারবে। তবে কিছু মানুষ সতর্ক হলেও সার্থকতা আছে।

মতামতের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভয়ংকার! দেখে টেখে মনে হল, জীবনটা কিভাবে পার করছি? পরকালে রক্ষা পাবো তো?

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:



আমিও তাই চিন্তা করি; পরকালে রক্ষা পাবো তো ?

২১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২

গুলশান কিবরীয়া বলেছেন: আপনার বিরল কালেকশনে অবাক এবং ভিন্নরকম অভিজ্ঞতা হোল ।

অনেক শুভেচ্ছা রইল । ভালো থাকবেন ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:



শুভ কামনা নিরন্তর। ভাল থাকুন সব সময় সুন্দর পৃথিবীর লয়ে।

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

ঢাকাবাসী বলেছেন: খুব ভাল পোস্ট।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:



আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: কি হারে যে পানিশমেন্ট পাইতে হবে। ভাবলেই শিউড়ে উঠি। =p~

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:



সেইটা হাসি দেখেই বোঝা যাচ্ছে। ;)

২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

ডি মুন বলেছেন: ভয়াবহ ব্যাপার স্যাপার !!! B:-)

তবে সৃষ্টিকর্তা ক্ষমাশীল এই কথাতে আস্থা রাখতেই আমার বেশি ভালো লাগে।
তিনি রহীম রহমান।

ভালো কথা, ছোট ছোট বাচ্চাদেরও তো দেখছি শাস্তি দেয়া হচ্ছে। ওদের দোষ কী ! দোষ করার মত সময়ই বোধ হয় পায় নাই বেচারারা !!!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:




ছোট ছোট বাচ্চাদের ভাস্কর্যের ব্যাপারে ভিক্ষু প্রা ক্রু ভিশানজালিকন এর মতে গর্ভপাতের শিকার ভ্রুণদের সমাধিস্থত করলে নারীরা পাপ থেকে মুক্তি পেতে পারে। এখানে খুব সম্ভবত ভ্রুণ বোঝাতে ছোট ছোট বাচ্চাদের ভাস্কর্যই করা হয়েছে।

তবে তোর সাথে আমিও একমত সৃষ্টিকর্তা রহমানুর রাহীম। কিন্তু যদি কেউ পাপ থেকে বিরত না থাকে তবে নরক হয়ত পেতেই হবে।

ভাল আছিস নিশ্চয় ?

২৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬

জ্বি হুজুর বলেছেন: এ পার্কে ঢুকতে বেশ ভাল দামের টিকিট কাটা লাগে। এটা আমি নিশ্চিত ভাবে জেনেছি। প্রায় এক দেড় বছর আগে বিবিসি তে ডকুটি প্রচার করা হয়েছিল। আমি তখনই ছবি গুলো দেখে বিরক্ত হয়ে গেছিলাম বিশেষ করে ব্যাভিচারের শাস্তি হিসেবে যা দেখানো হয়েছিল ওটা চোখে কটু লেল্গেছিল। এখানে মুলত স্কুলের শিশুদের নিয়ে যাওয়া হয়। ব্যাপারটা চালু করা হয় সমাজের অস্থিরতা ও দুর্নীতি বেড়ে যাওয়ার প্রেক্ষিতে। পরে এটা জনপ্রিয় হয়ে যায়। শুনলাম শতাধিক এরকম মন্দির আছে। অবশ্য এটা ও জানানো হয়েছিল এগুলো অনেকটা কল্পনার আশ্রয় নিয়ে করা হয় যাতে কেউ এ অপরাধ গুলো করার সাহসই না পায়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:




আমি অনেকগুলো সোর্স থেকে জেনেছি এখানে টিকিট কাটার প্রয়োজন হয়না। যাই হোক টিকেট কাটা লাগুক বা নাই লাগুক সেটা মূল বিবেচ্য বিষয় নয়। বাকি সব তথ্যই ঠিক আছে আপনার। স্কুলের শিশুদের পাশাপাশি সব শ্রেণীর দর্শকদের জন্যই এখন এই মন্দির জনপ্রিয়। এমন আরও কিছু মন্দির আছে তবে মূল মন্দির এটাই কিন্তু সংখ্যাটা শতাধিক নয়।

আন্তরিক মতামতের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

মনিরা সুলতানা বলেছেন: ভয়ংকর পোষ্ট :-&

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:



আপা তারপরেও সমাজ থেকে যদি পাপাচার দূর হয় কিছুটা !!

২৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০২

রুদ্র জাহেদ বলেছেন:
কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর ?
মানুষেরি মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর !

পোস্টে অন্যরকম এক অভিজ্ঞতা,এই নরক নিয়ে এমন কাজ আগে জানতাম না!
+++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:



রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পায় গো লয়,
আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়।

পৃথিবী হোক পাপ মুক্ত।

২৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৩

প্রামানিক বলেছেন: আহা! ভয়ঙ্কর নরকই বটে!! এমন যদি মরার পরে বাস্তবেও হয় তাহলে করার কিছুই নাই। এ যন্ত্রণা ভোগ করতেই হবে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাবনায় ফেলে দিলেন প্রামানিক ভাই। নরকে গেলে কত যন্ত্রণাই না ভোগ করতে হবে !!

২৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ভীতি জাগানিয়া পোস্ট কান্ডারী । তবে এটা বলা যায় দারুন সচিত্র প্রতিবেদন ।ভাল লেগেছে । নরকে গেলে তো জীবন বিভৎস। পোস্টটি পড়ে মানুষ কিছুটা হলেও ভাবনায় পরবে ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:



সেলিম ভাই বৌদ্ধ ভিক্ষুদের মত আমারও চাওয়া মানুষ ভাবুক তার কর্মফল নিয়ে সেটা যেমনই হোক না কেন।

৩০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০০

নিশাকর বলেছেন: কেমিন অসহ্য ফিলিংস হইতেছে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:



মন্তব্যে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা সব সময়ের জন্য।

৩১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৭

প্রবাসী পাঠক বলেছেন: বীভৎস ভয়ঙ্কর। যদিও ডরাই নাই। ;)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:



আমিও কিন্তু ডরাই নাই। ;)

৩২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:২১

কামরুন নাহার বীথি বলেছেন: ভয়ঙ্কর ছবিগুলো!!!! আমার মনে হয় এগুলো দেখে অনেকেই পাপ থেকে বিরত থাকবে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:



মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা নিরন্তর।

৩৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
পাপ করলে শান্তি পেতে হবেই।

মানুষ পাপ থেকে দুলে থাকুক আর নরক মন্দির থেকে ঘুরে আসুক। :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাল বলছেন মানুষ পাপ থেকে দূরে থাকুক তবে অবশ্যই নরক মন্দির থেকে ঘুরে আসুক। :)

৩৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

ব্লগ সার্চম্যান বলেছেন: ভয়াবহ বিষয় তুলে ধরেছেন । পড়ে ভালো লাগলো।অনেক কিছু জানা হল ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:



মানুষ তার কৃতকর্মের প্রতি সচেতন হোক।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

৩৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪

ফেরদৌসা রুহী বলেছেন: এসব প্রতীকী দেখেই ভয় পেয়ে গেলাম।

আমাদের ধর্মে তো আরো ভয়াবহ শাস্তি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:



তারপরেও দেখেন আপা আমরা শাস্তির কথা জেনেও কি নিজেদের পূণ্যের পথে চালিত করতে পারি ?

৩৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৭

মৃদুল শ্রাবন বলেছেন: অতিশয় ভয়ংকর।

পোষ্টে প্লাস ++++

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেকদিন পর আপনার দেখা মিলল !! কেমন আছেন ?

৩৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: গুড শেয়ার ব্রো ++++ উইথ লাইক।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক ধন্যবাদ প্রিয় ভ্রাতা আমার।

৩৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: বীভৎস এক প্রকার সৌন্দর্য আছে শাস্তিগুলোর মাঝে। ভীতি জাগানিয়া সৌন্দর্য!

অদ্ভুত এই জায়গাটার সাথে পরিচয় করিয়ে দেওয়ায় ধন্যবাদ কাণ্ডারি।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনার সাথে সহমত প্রিয় ভ্রাতা।

৩৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭

সোহানী বলেছেন: কি ভয়াবহ.... ও মাই গড, নরকে যেয়ে কাজ নেই........ স্বর্গের ছবি কবে দিবেন..........

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:



হা হা হা আপা স্বর্গ নিয়ে এমন কোন মন্দিরের সন্ধান পেলে অবশ্যই শেয়ার করবো।

আপনার দৌড়াদৌড়ি থেকে কি মুক্তি মিলল ?

৪০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

গেম চেঞ্জার বলেছেন: সৃজনশীল কাজ। :) এইরকম স্বতন্ত্র ভাবনা কয়জন ভাবতে পারে?

এইরকম পোস্ট ব্লগের মানকে আরো বাড়িয়ে তোলে।

আচ্ছা!! কয়েকটি শাস্তির বর্ণনা ইসলামের শাস্তির সাথে মিলে যাচ্ছে ব্যাপার কি?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনার পোষ্টে সেম টাইপের একটা মন্তব্য করছিলাম। তার উত্তরে কি যেন বলছিলেন ? ;)

শুধু শাস্তি কেন প্রায় প্রতিটি ধর্মের থীম প্রায় একই রকমের। পার্থক্য শুধু কেউ ভগবান বলে, কেউ বলে ঈশ্বর আর কেউ আল্লাহ আর রয়েছে ঘটনাগত পার্থক্য। তবে ঘটনা যাই হোক কিছু কিছু ঘটনার তাৎপর্য একই। আর এই মিল থাকাটাই কি স্বাভাবিক না ?

৪১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৪

অগ্নি সারথি বলেছেন: ভয়াবহ অবস্থা। নিশ্চয়ই বিধাতা এত নিষ্ঠুর নন!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:



নিশ্চয় বিধাতা এত নিষ্ঠুর নন !!

৪২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭

গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন:


আপনার পোষ্টে সেম টাইপের একটা মন্তব্য করছিলাম। তার উত্তরে কি যেন বলছিলেন ?
;)
হাঃ হাঃ হাঃ =p~

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:



;)

৪৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫

শাহাদাত হোসেন বলেছেন: খুবই ভয়ঙ্কর।নরক মন্দিরের বিপরীত স্বর্গ মন্দির নাই ?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:



এমন কোন স্বর্গ মন্দিরের সন্ধান যে পাইনাই প্রিয় ভ্রাতা !!

৪৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৮

আলোরিকা বলেছেন: এতদিন জেনে এসেছিলাম বৌদ্ধ ধর্মে পরকাল বলে কিছু নেই । কর্মফল অনুযায়ী মানুষ নানারুপে আবির্ভূত হয় অতঃপর নিষ্পাপ হয়ে নির্বাণ লাভ করে । আর এ নরকের সাথে তো ছোটবেলায় শোনা হুজুরদের বর্ণিত দোজখের মিল পাচ্ছি ।


খুবই ভয়ংকর সন্দেহ নাই |-)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১১

কান্ডারি অথর্ব বলেছেন:



পরকালের স্বর্গ আর নরক সম্পর্কে প্রায় সকল ধর্মেই একই ধারনা পোষণ করা হয়।

শুভকামনা সব সময়ের জন্য।

৪৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:১৯

সোহানী বলেছেন: দৈাড়াদৈাড়ি কমে নাই বরং বেড়েছে তবে যেটা হয়েছে তা হলো অভ্যস্ত হয়ে একটু গুছিয়ে নিয়েছি......

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:



গুছিয়ে উঠতে পেরেছেন জেনে খুব ভাল লাগতেছে আপা।
নইলে যেভাবে দৌড়ের উপর ছিলেন ! আপনার জন্য দ্রুত গুছিয়ে নেয়াটা জরুরী ছিলো।

৪৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩

এহসান সাবির বলেছেন: অনেক পোস্ট জমে গেছে ভাই....

সব পড়ে ফেলব ভাই। আপনার কিছু কবিতা আছে দেখে খুব ভালো লাগছে।

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনি বহুদিন পর পোষ্ট দিয়েছেন দেখে ভাল লাগছে। পোষ্ট খুব ভাল লাগছে।

কবিতা না বলে কাক প্রতিভা বলতে পারেন।

৪৭| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪১

ফয়সাল রকি বলেছেন: চরম পোষ্ট +++
তবে আমি দুর্বল চিত্তের মানুষ, ভয় পাইছি :(

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:




সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

৪৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

শের শায়রী বলেছেন: কি ভয়াবহ!

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:



জাহান্নামে যেতে চাইনা ভাই!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.