নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

আমাকে তুমি আদর কর কাতান শাড়ি পরে

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৮





শেষ পর্যন্ত আর পারলাম না;
তোমার নিঃশ্বাসের জ্বরে,
মেহেদি রাঙা নখের আঁচড়ে,
ক্ষত-বিক্ষত;
ক্লান্ত অশরীরী এক যোদ্ধা আমি,
আমাকে তুমি আদর কর কাতান শাড়ি পরে।

পূব আকাশে ভোরের অপেক্ষা,
নিথর ঘুমে নিমগ্ন;
আযানের সুরে তবু আত্মা জাগেনা,
এলো চুলের সুবাসে মাতাল ভাবনা;
অলিক এক স্বর্গ রচে চলে,
ক্রমশ শুষ্ক হয়ে উঠে তবু আমার পিয়াসী ঠোঁট।
ঠোঁটের বদলে ঠোঁট,
গ্রেনেডের বদলে গ্রেনেড,
রক্তের প্লাবনে তবু সাজুক আমাদের বাসর তট।
বুনো গোঙানির সুর ফিরে-ফিরে আসে চার দেয়ালে;
আমাকে নিরন্তর চলার সুযোগ দাও,
তোমার শ্যাওলা জমা লোহিত প্রান্তর জুরে।
ত্রিশ লক্ষ লাল গোলাপে সাজানো বিছানাটা;
দুমড়ে-মুচড়ে নিমিষে,
তোমার-আমার সহবাসে,
কপালের আল্পনায় নরক এঁকেছে;
এমন মধুচন্দ্রিমার রাতই চেয়েছিলাম বুঝি !

এক পশলা বৃষ্টির চোখকে উপেক্ষা করে চলেছি,
জ্বলছি অহমের মায়াজালে বহ্নির পথে-পথে,
নগ্ন পায়ের পাতা পায়নাতো খুঁজে সবুজ ঘাস;
তুমি-আমি শহুরে সন্যাসী বেশে,
অরণ্যের স্বাদ খুঁজি নির্জলা হেসে,
আমাকে তুমি আদর কর কাতান শাড়ি পরে।
পাখির ঠোঁটের মতো সুরকে উপেক্ষা করে চলেছি,
হারছি কবিতার খসড়ায় বিমূর্ত শব্দের রথে-রথে;
বিদগ্ধ স্বপ্নরা পায়নাতো খুঁজে কৃষ্ণচূড়ার শ্বাস,
তুমি-আমি মেঘকাব্যের দেশে,
মিশে থাকি দুজনাতে স্বপ্নের রেষে।

টেকনাফ থেকে তেতুলিয়া; জিকির ওঠে-
আমাকে তুমি আদর কর,
লাল-সবুজের কাতান শাড়ি পরে।

মন্তব্য ৬৬ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক পশলা বৃষ্টির চোখকে উপেক্ষা করে চলেছি,
জ্বলছি অহমের মায়াজালে বহ্নির পথে-পথে,
নগ্ন পায়ের পাতা পায়নাতো খুঁজে সবুজ ঘাস;
তুমি-আমি শহুরে সন্যাসী বেশে,
অরণ্যের স্বাদ খুঁজি নির্জলা হেসে,


ভাল লাগা একরাশ.....

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:



আন্তরিক ধন্যবাদ ও ভাললাগা ভাই।

২| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩

সুমন কর বলেছেন: বড় কিন্তু সুন্দর !!

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:



আন্তরিক ধন্যবাদ ভ্রাতা।
নিরন্তর শুভকামনা।

৩| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দারুন!

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা রইলো।

৪| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫১

বিজন রয় বলেছেন: আমি কবিতায় আপনাকে ভাল বুঝতে পারি। তাই সবসময় কবিতা পোস্ট চাই আপনার নিকট থেকে।

আমি অবাক হয়ে যাচ্ছি এই কবিতায় ঝরঝরে শব্দের ব্যবহারে।
অনাবিল, অবিরাম, অপরিসীম।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:




কবিতায় খুব সম্ভবত কবিরা তাদের নিজের প্রতিফলন কিছুটা হলেও রেখে যায়।

মন্তব্যে উৎসাহ পেলাম খুব।
কৃতজ্ঞতা জানবেন।

৫| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২০

শাহরিয়ার কবীর বলেছেন: এক পশলা বৃষ্টির চোখকে উপেক্ষা করে চলেছি,
জ্বলছি অহমের মায়াজালে বহ্নির পথে-পথে,
নগ্ন পায়ের পাতা পায়নাতো খুঁজে সবুজ ঘাস;
তুমি-আমি শহুরে সন্যাসী বেশে,

ভাল লাগা .............
ধন্যবাদ,ভাল থাকুন।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:




আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

৬| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৫

জেন রসি বলেছেন: টেকনাফ থেকে তেতুলিয়া; জিকির ওঠে-
আমাকে তুমি আদর কর,
লাল-সবুজের কাতান শাড়ি পরে।

উপমাটা চমৎকার হয়েছে।

চমৎকার কবিতায় প্লাস।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:




অনেক ধন্যবাদ প্রিয় ভ্রাতা।
শুভেচ্ছা রইলো।

৭| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২১

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারন কবিতা! ভাব বুঝে নিতে কষ্ট হলেও শেষতক উদ্ধার হল! অবাক করা কাজ!

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:



অসংখ্য ধন্যবাদ আন্তরিক পাঠে।
কৃতজ্ঞতা জানবেন।

৮| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

তাসলিমা আক্তার বলেছেন: আবৃতি করার মত কবিতা। শরীরের রক্ত ছলকে উঠে। শেষটা যেভাবে করেছেন, মাথার ভেতর ঘুন পোকার মত কামড়াবে অনেকদিন। প্রিয়তে নিয়ে রাখলাম যেন ইচ্ছে হলেই পড়তে পারি।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:



এমন কমপ্লিমেন্ট আমার জন্য পরম প্রাপ্তি।
কৃতজ্ঞ রইলাম চিরদিনের জন্য।

৯| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৫

আরণ্যক রাখাল বলেছেন: খুব ভালো

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:



আন্তরিক ধন্যবাদ ভ্রাতা। :)

১০| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

যথারীতি ভালো কবিতা, কাণ্ডারি :)

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক ধন্যবাদ মইনুল ভাই।
শুভেচ্ছা রইলো।

১১| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৯

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:



আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

১২| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫১

আরজু পনি বলেছেন:

খুব দারুণ!

কপালের আল্পনায় নরক এঁকেছে;
এমন মধুচন্দ্রিমার রাতই চেয়েছিলাম বুঝি !

কী কঠিন বাস্তবতা...!

শুভেচ্ছা রইল, কান্ডারি।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:



আন্তরিক ধন্যবাদ আপা সব সময় সাথে থেকে উৎসাহ দিয়ে যাওয়ার জন্য।
কৃতজ্ঞতা নিরন্তর।

১৩| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৭

সোহানী বলেছেন: অনেকদিন পর........

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:২১

কান্ডারি অথর্ব বলেছেন:



এবার আমি ১০০ মিটার দৌড়ের উপর আছি আপা। :(

১৪| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৫

হাসান মাহবুব বলেছেন: চমৎকার!

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক অনেক ধন্যবাদ হামা ভাই।
আপনার এতটুকু কথাই অনেক বেশী অনুপ্রেরণা মূলক।

১৫| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভেতরকার মৃত মানুষটা মাথাচাড়া দিয়ে উঠলো।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:



ভ্রাতা অনুভূতিগুলো যে বড় বেশী তীব্র।

১৬| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:২২

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় অসাধারণ ভাল লেগেছে ।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:



আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

১৭| ০১ লা এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৯

মোস্তফা কামাল পলাশ বলেছেন:



এই রকম কোবতে লিখলে কি আর কপালে স্বাধীনতা পুরষ্কার জুটবে কাণ্ডারি ভাই?

কোবতের সবচেয়ে বড় ভুল হইলো কাতান শাড়ির স্থলে "পাখি" শাড়ি হইতে হইবেক তবেই না .............. পূর্ব-পশ্চিম সাহিত্য পুরষ্কার :P কবি হিসাবে আপনার কোন ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না =p~

০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০১

কান্ডারি অথর্ব বলেছেন:



পলাশ ভাই ফেসবুক আছেনা ! ফেসবুকে এমন এক স্ট্যাটাস দেবো না; স্বাধীনতা পুরষ্কার শুধু কেন, একুশে পদক পর্যন্ত দিয়ে দিবে।
=p~ =p~

১৮| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৭

সাগর মাঝি বলেছেন: ঠোঁটের বদলে ঠোঁট,
গ্রেনেডের বদলে গ্রেনেড,
রক্তের প্লাবনে তবু সাজুক আমাদের বাসর তট।

সুন্দর হয়েছে। পড়ে ভালো লাগলো।

০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০২

কান্ডারি অথর্ব বলেছেন:



আন্তরিক ধন্যবাদ ভাই।
শুভ সকাল।

১৯| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৬

জুন বলেছেন: ব্যতিক্রমী কবিতায় ভালোলাগা কাণ্ডারি।
+

০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক ধন্যবাদ আমার প্রিয় ইবনে বতুতা। :)

২০| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৩

অলোক সাহা বলেছেন: মুগ্ধ হলাম ভাই

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১০

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনার মুগ্ধতায় অনেক ভাল লাগা রইলো।
শুভেচ্ছা জানবেন।

২১| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২

আলভী রহমান শোভন বলেছেন: অসাধারণ কবিতা। :)
তবে একটা বিষয় জানতে চাই, সূতি কাপড়ের শাড়ির বদলে কাতান শাড়ি কেন? ;)

০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১২

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক ধন্যবাদ ভ্রাতা।
এখানে কাতান শব্দটা আভিজাত্যের প্রতীক হিসেবে ব্যবহার করেছি।
কৃতজ্ঞতা জানবেন।

২২| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০০

অশোক বলেছেন: বাহ্!!

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

২৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১০:১২

আহমেদ জী এস বলেছেন: কান্ডারি অথর্ব ,



দারুন একটি রূপক ।

কেবল নগ্ন পায়ের পাতা পায়নাকো খুঁজে সবুজ ঘাস কোনও ......
তাই বলি - হে জননী , দশকোটি.................................. মানুষ করোনি !

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:



আন্তরিক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা সব সময়ের জন্য।

২৪| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৪

আরজু পনি বলেছেন:

আমি কিন্তু জেনে ফেলেছি ;)

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনাকে এই বিশেষ উপায় জানানোটাই মূল লক্ষ্য ছিলো। :P

২৫| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: অাকাশ ছোঁয়া ভালোবাসা সিনেমার একটা গান মনে পড়ে গেলো (অাদরে অাদরে দেবো ভালোবাসা)! ভাল্লাগসে লেখাটা ।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:




খাইছে বলেন কি ভ্রাতা :||

২৬| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:৪৯

গেম চেঞ্জার বলেছেন: আহাঃ কতদিন এমন কবিতা পড়া হয়নি!!

০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:



ব্লাফ দিলেন ? ;)

২৭| ০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৪:০৬

উদাসী স্বপ্ন বলেছেন: হায় আমার দেশ! হায় তোমার সম্মান!

অস্থির একটা সময়ে কবিতাটা লেখছেন ভাইসু

০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাই দুঃখ লাগে দেশের এই অবস্থায় নিরুপায় থাকতে হয় বলে।

২৮| ০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৪:৫৬

উদাসী স্বপ্ন বলেছেন: কবে যে দেশটা লাইনে আসবে, কে আনবে, কিভাবে আনবে এখন আর মাথায় ঢোকে নাং প্রায় সব সরকারী প্রতিষ্ঠান ধ্বংস প্রায়। দেশটা যে বড় সংকটে পড়তে যাচ্ছে বা পড়ে গেছে অলরেডি সেটা ভেবেই আরো পাগল হয়ে যাই

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাই যেদিন সবাই এই জিনসটা বুঝতে পারবে; তবে ততদিনে কি হয় বলা যায় না কিছুই।

২৯| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২০

অলওয়েজ ড্রিম বলেছেন: প্রিয় কাণ্ডারি অথর্ব,

আমি আসলে কবিতা কম বুঝি। তারপরেও এই কবিতার কিছু কিছু চরণ ঠিকই ভাল লেগেছে। যেমন -

তুমি-আমি শহুরে সন্যাসী বেশে,
অরণ্যের স্বাদ খুঁজি নির্জলা হেসে,

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:



আন্তরিকতায় কৃতজ্ঞ ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

৩০| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:৩১

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর।

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:



অনেক ধন্যবাদ ভ্রাতা।
শুভেচ্ছা রইলো।

৩১| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৮

আবু শাকিল বলেছেন: দাদা -
কবিতায় অন্যরকম স্বাদ পাইলাম ।
কিভাবে লিখলেন !!

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:




ধন্যবাদ ভ্রাতা। শুভেচ্ছা রইলো।

৩২| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫২

এহসান সাবির বলেছেন: খুব ভালো লাগা ভাই।

চমৎকার কবিতা।

১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:



থ্যাংকু ভ্রাতা। :) :)

৩৩| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৯

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

৩৪| ১০ ই মে, ২০১৬ দুপুর ১:৪৪

নাসির ভাই বলেছেন: [sb..হারছি কবিতার খসড়ায় বিমূর্ত শব্দের রথে-রথে;

ভাললাগা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.