নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

আমি যদি রমণী হোতাম

২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০২

ছবিঃ পাবলো পিকাসো



আমি যদি রমণী হোতাম;
দীঘল ঘন চুলেতে-যুগল ভ্রুর দ্বৈরথে,
চোখের পাতাতে-পাপড়িতে,
অধরের ভাঁজেতে-চিবুকের পরতে,
আঙুলের নখেতে-রেশমি চুড়িতে,
নাকের নোলকে-কানের দুলকে,
আলতা পায়েতে-নূপুরের সুরেতে,
প্রকৃতির সব রঙে রাঙিয়ে- নিজেতে সাজতাম।
বেলী ফুলেতে খোঁপা বাঁধতাম,
শাড়ীর আঁচলে মায়া ছড়াতাম,
অশূর বধেতে অর্ঘ্য দেয়াতাম;
আমি যদি রমণী হোতাম!
আমি যদি রমণী হোতাম;
আমার গর্ভে- আমার সন্তানের জন্ম দেয়াতাম,
আমার বুকের দুধে- তাঁর তৃষ্ণা মেটাতাম;
বিশ্বের সকল মানবের গর্ভধারিণী হোতাম।
জরায়ূর কোষ প্রাচীরে আদিম হতে অনন্তের অজস্র আঁচড়ের ইতিহাস ধারণ করতাম;
আমি যদি রমণী হোতাম!

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

আমি তিতুমীর বলছি বলেছেন:



বাহ!! চমৎকার আবেগ!! ভাল লাগল আপনার কবিতাটি।
কিছু শব্দের বানান কি ঠিক আছে? এই যেমন হোতাম= হতাম, দেয়াতাম= দিয়াতাম, মেটাতাম= মিটাতাম। আমার ভুল হতে পারে।

ভালবাসা অবিরাম........

২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৭

কান্ডারি অথর্ব বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনার সচেতন পাঠ ও মন্তব্যের জন্য।

কবিতার ভাষায় হতাম কে হোতাম লেখা দূষণীয় নয়। এমনটি লেখার বহুল প্রচলন রয়েছে। তাছাড়া শব্দটি দিয়া নয় বরং দেওয়া বা দেয়া এবং মেটাতামের ক্ষেত্রেও একই নিয়ম মানা হয়েছে।

শুভেচ্ছা রইছে...

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বহুদিন পর ব্লগে আপনাকে দেখে ভালো লাগলো।

কবিতায় এমন কিছু যদি যোগ করা যেত, কবি রমণী হলে এমন কিছু করতেন রমণীরা সচরাচর যা করে থাকেন তা থেকে ভিন্নতর এবং মানব কল্যাণকর বা যুগান্তকারী, তাহলে কবিতাটি আরো অধিক বাঙ্ময় হয়ে উঠতো বলে মনে করি।

এমনিতেও ভালো লেগেছে।

শুভেচ্ছা রইল।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


বহুদিন পর ফিরলাম নিজ বাড়ীতে !!!
বলি, তা আগমনী পোস্টে এত সিরিকাস মন্তব্য কেন!
কোথায় একটু হায়! হ্যালো!! করবেন? তা না;

মোরগ ফুলের শুভেচ্ছা রইছে আপনার জন্য।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:

:) :) :) :)

পুরুষ বন্ধুরা করে দিও ক্ষমা
পরজন্মে আমি হব সুন্দরীতমা

২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:


পুত্রকে, তোমার আম্মু কী করেন; জিজ্ঞাস করা হলে অতিব গর্ভের সহিত সে বলবে- আমার আম্মু একজন হাউস ওয়াইফ!

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সিপাহসালার আপনি যদি রমনী হতেন তাহলে আমার কি হতো রমনী না হওয়ার পরও এই যে আমি চলে আসলাম। লগইন করলাম। কোবতে দারুন হয়েছে। সুস্বাগতম।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:



শ্রদ্ধেয় ভ্রাতা, এইযে আমি এলুম আর আপনি লগ ইন করলেন; এইটাকে কী বলে জানিনা, তবে দুনিয়াতে এই সম্পর্কের জন্যই বেঁচে থাকতে ইচ্ছা হয়!!

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:



অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬

জুন বলেছেন: হ কান্ডারী তুমি রমনীই হউ। তাহলে নিয়মিত তোমার দেখা মানে কবিতা পাবো :`>
সুন্দর কবিতায় প্লাস।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:



আপা আমার মনের লাহান দোয়া করবার লাইগা অনেক অনেক থ্যাংকু।

ভালবাসা নিরন্তর।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

রূপম রিজওয়ান বলেছেন: খুব সুন্দর কবিতা! মুগ্ধতা....
তিন বছর পর পোস্ট দিলেন! ওয়েলকাম ব্যাক। !:#P

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:


সে যেনোই চোখে বলে
সে নীরব দেখে চেয়ে
সে মানে না কোন বাঁধা
সে অবুঝ বোঝে না যে
ও ও ও ও প্রেম ……
যে বোঝে শুধু সোনালী দিন
যে প্রেম যা সকলে জানে
সেই প্রেম যেনো ছুঁতে চায়
বেদনার দিন যেনো
নীরবে জোয়ার আনে
হায় ভেংগে যায় প্রেমের বাঁধণ
কি এক জটিলতা !!!

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখে ভাল লাগছে।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


ভালবাসা নিরন্তর ভ্রাতা।
আশা করি ভাল আছেন।
শুভেচ্ছা জানবেন।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

শের শায়রী বলেছেন: এখন কার নবীন অনেকেই হয়ত জানে না কান্ডা্রি কে এবং কি মাপের ব্লগার। তবে এটুকুই শুধু বলি আমি এবং আমার মত অনেকেই কান্ডারি এবং তার মত আরো দু একজন কে অনুসরন করে ব্লগ লেখা শিখছি। ওয়েল কাম ব্যাক। তবে এক্কেবারে রমনী হইয়া! যাক তাও ভালো লাগছে তোকে দেখে।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


কান্ডারি হইলো পোড় খাওয়া এক অথর্ব; এর বেশী কিছুই না। তবে ভার্সেটাইল ও মাল্টি ট্যালেন্টেড ব্লগার হিসেবে শের শায়রী সম্পর্কে বলতে গেলে বলতে হয়, চেনা বামনের পৈতা লাগেনা।

রমণী না হইয়া কী আর কুন উপায় আছে !!??

ভালবাসা ও শ্রদ্ধা নিরন্তর ভাই। ওয়েলকাম ব্যাক অলসো টু ইউ ভাই।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৭

(লাইলাবানু) বলেছেন: ভালো লাগচ্ছে কবিতা । আচ্ছা পুরুষেরাই যদি রমনী হইয়া যায় তাহলেতো রমনীদের উচিত পুরুষ হয়ে যাওয়া কি বলেন ?

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


অবশ্যই, নাহলে প্রকৃতিতে ভারসাম্য কীভাবে বজায় থাকবে?

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৮

সোনালী ডানার চিল বলেছেন:
ভাই, আপনাকে দেখে ঈদের আনন্দ পেলাম,
এর বেশি কিছু আপাতত বলতে পারছি না!!

আবার কথা হবে- শুভকামনা!

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাই সত্যি কথা বলি এই রকম ভালবাসা আর স্নেহের জন্য মরতে ইচ্ছা করেনা।

আবারও কথা হবে অবশ্যই।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৩

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৫

ভ্রমরের ডানা বলেছেন:



অভিনবত্ব!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.