নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজিম পরদেশী

কষ্ট মানুষকে নীরবে কাঁদায়.....

আজিম পরদেশী › বিস্তারিত পোস্টঃ

তথাকথিত যাকাত দাতা

১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩

ফুটানি ছেড়ে প্রকৃত মুমিন হউ।
বিত্তবানদের উপর যাকাত দেয়া ফরজ,
যদি না দেয় তাহলে সে অপরাধী হবে আল্লাহর বিচারে।
গরিবের জন্য যাকাত গ্রহন করা ফরজ নয়,
যদি যাকাত গ্রহন না করে তাহলে সে বিন্দুপরিমান ও অপরাধী হবে না।
তাই বিত্তবানদের উচিত ছিল গরিবের বাড়ি বাড়ি গিয়ে নিজেকে
অপরাধীর তালিকা থেকে মুক্ত করা ।
কিন্তু আজ কাল অনেক দানবীর বের হয়েছেন যারা মাইকিং করে যাকাতের কাপড় বিতরন করে থাকেন।যাকাতের কাপড় শব্দটা সম্পূর্ণ ধর্মবিরোধী এই ধরনের কোন শব্দ আমি ইসলামে খুজে পাইনি।
যাই হোক একটা মিছকিনি লুঙ্গি অথবাএকটা কাপড় দান করলে যাকাত আদায় হয়ে যাবে কিন্তু সওয়াবের চাইতে গুনাহ অধিক হবে।
হয়তো নূরানী জর্দ্দা ফেক্টরীর মালিকের মত ৩০ জন দরিদ্রকে হত্যা করার মত পাপ হতে পারে।
হাজার টাকার যাকাত দেয়ার নামে নিজেকে জাহির করতে, হত দরিদ্র মানুষগুলোর প্রাণ কেড়ে নেয়া হচ্ছে। যতটুকু জানি, ইসলামে এটা কোনভাবেই সমর্থণযোগ্য নয়।সুতরাং, এটা স্রেফ খুন! এই খুনের দায় অবশ্যই ওই তথাকথিত যাকাত দাতাকে নিতে হবে। প্রয়োজনে আইন সংশোধন করে হলেও এই খুনির সাজা নিশ্চিত করতে হবে। নইলে যাকাত কিংবা দানের নামে এই ফুটানি থামবে না এদেশে।
মানুষ তোমায় বাহবাহ দিক অথবা বড় ধনী বলুক তাতে কোন লাভ হবে না যদি আল্লাহ খুশি না হন তোমার দানে।




















মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩২

এম সহিদুজ্জামান বলেছেন: আপনার সাথে ১০০% সহমত । এরা নিজেকে জাহির করাটিই বেশি গুরুত্ব দেয় কিন্তু তাতে কত অসহায় গরিব মানুষ কষ্ট করে সেটা তারা আমলে নেয় না । এদের জন্য শুধুই ঘৃনা আর ধিক ধিক শত ধিক !!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.