নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজিম পরদেশী

কষ্ট মানুষকে নীরবে কাঁদায়.....

আজিম পরদেশী › বিস্তারিত পোস্টঃ

ধর্মান্ধতা আর ধর্মদ্রোহীতা একই কাজের দুটি ভিন্ন রূপ।

০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩৬

ধর্মান্ধতা আর ধর্মদ্রোহীতা একই কাজের দুটি ভিন্ন রূপ।
ধর্মান্ধরা নিজেদের ছাড়া বাকী সবাইকে খারাপ মনে করে এবং
ধর্মদ্রোহীরা নিজেদের ব্যাতীত অন্য সবাইকে জ্ঞানহীন মনে করে।
যেহেতু ধর্মান্ধরা সংখ্যাগুরু তাই তারা হামলা করে
ঠিক তেমনিভাবে ধর্মদ্রোহীরা সংখ্যাগুরু হলে তারাও হামলা চালাতো।
ভদ্র সমাজে আস্তিক মানেই ধর্মান্ধ নয় আর নাস্তিক মানেই ধর্মদ্রোহী নয়।
আমি এই মুহুর্তে কোন ধর্ম না মানলে সেটা আমার ব্যাপার
তাই বলে অন্য কোন ধর্মের কটাক্ষ করার অধিকার আমার নাই।
আমার অনেক বন্ধু নাস্তিক আছে।কই তারাতো কখনই আমার ধর্ম নিয়ে কটাক্ষ করেনি
আর আমিও কোনদিন তাদের কটাক্ষ করে কিছু বলিনি।
আসলে বাংলাদেশের নাস্তিকদের কেউ কেউ বির্তকিত হওয়ার লোভেই ধর্ম নিয়ে কটাক্ষ করে।
কারন ওরা ধর্মঅবিশ্বাসী নয় বরং ধর্মদ্রোহী।
বর্তমানে বাংলাদেশে যত ব্লগার খুন হলেন তাদের খুনের জন্য কোন অংশে কম দায়ী নয় ধর্মদ্রোহীরা।
সব ব্লগার ধর্মের বিরুদ্ধে লিখছে তা কিন্তু নয় তবে কিছু কিছু ব্লগার
যারা রাতারাতি নোবেল পাওয়ার নেশায় ধর্মের বিরুদ্ধে লিখেছে এবং এখনো লিখতেছে।
আর তাদের ঐ কাজের মাসুল দিতে হচ্ছে মুক্তমনা দেশপ্রেমীক ব্লগারদের।
আসিফ মহিউদ্দিন নিরাপদ স্থানে বসে বার্তা পাঠিয়ে, ধর্ম নিয়ে কুরিচিপূণ্য মন্তব্য প্রকাশ করে,
ধর্মান্ধদের হত্যার সুযোগ করে দিতেছে, যার বলি আমাদের দেশীয় ব্লগাররা।
আমরাতো ওর মতো দেশের বাহিরে যাইতে পারবো না তাই ব্লগে আছি বলেই হত্যার শিকার হমু
আর আমাদের মৃত্যুকে কেন্দ্র করে ওনারা স্ট্যাটাস দিয়ে মায়া কান্না কেঁদে পায়দা লুঠবেন।
আর ধর্মান্ধদের কথা কি বলবো ওরাই ধর্মবিরোধী।
ধর্ম কখনই কাউকে হত্যার অনুমতি দেয় নি মত প্রকাশের অভিযোগে।
ধর্মান্ধতা মানুষকে পশুতে পরিণত করে।ধর্মান্ধতার কুপ্রভাব ৭১ এ মানুষ দেখেছে।
বাংলাদেশে ধর্মান্ধ এবং ধর্মদ্রোহী মানুষের সংখ্যা অবশ্যই গুটি কয়েক।
ওদের জন্য কেন আমরা খুন হবো।
ধর্মান্ধ খুনিদের বিচার না করলে অচিরেই মৃত্যুর মিছিলে নাম লিখাবে আর কত ব্লগার।
আল্লাহর ওয়াস্তে সরকার বাহাদুর অন্তত এই ব্যাপার নিয়া নষ্ট রাজনীতি করবেন না।
আজ যেই অস্ত্র ব্লগারদের উপর চালানো হচ্ছে কাল সেই অস্ত্র আপনাদের উপর উঠবেনা তার কি নিশ্চয়তা।
দিপন ভাই সহ সকল হত্যাকান্ডের বিচার দাবি করি।এবং আমরা ছোট ছোট ব্লগাররা যদি এই ব্যাপারে নিরব থাকি তাহলে আমাদের মৃত্যুর পরও কেউ সহানুভূতি দেখাবে না।সব ব্লগাররা যেন নিজ নিজ অবস্থান থেকে এই হত্যাগুলোর প্রতিবাদ করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.