নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষনিক বিশ্রামে দাও বুঝাইয়া কত শ্রান্তি সঞ্চিয়াছে প্রাণে

নাইট রিডার

পরিচয়? কি দরকার?

নাইট রিডার › বিস্তারিত পোস্টঃ

কম্পিউটার বিষয়ক ছোট-খাট সমস্যা নিয়ে প্রশ্নোত্তরমূলক টেকি পোষ্ট :P

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:৪৯

কাল আমার এক মামা ফোন করলেন তার কম্পিউটারের একটা সমস্যা সমাধানের জন্য, মামা হলেন কম্পিউটার সংক্রান্ত ব্যাপারে বিশেষ অজ্ঞ। আর এ ধরনের একজনকে দিয়ে ফোনের মাধ্যমে ট্রাবলশ্যুট করার বিড়ম্বনা যারা করেন নি তারা কখনও বুঝবেন না। মোটামুটি আমার আধ ঘন্টা লাগছে শুধু একটা প্রোগ্রাম ওনারে দিয়া আনষ্টল করাইতে। এই ধরনের কিছু টূকি টাকি টেকি ঘটনা নিয়ে আজকের পোষ্ট।



সবগুলো ঘটনাই ইন্টারনেট থেকে সংগৃহীত এবং অবিশ্বাস্য হলেও সত্য।



ঘটনা-১



কাষ্টমারঃ আমার কম্পিউটারটা কিছুতেই ওপেন হচ্ছে না।

টেকি সেবাদাতাঃ প্রথমে আপনার কম্পিউটারটা কি ধরনের সেটা বলুন।

কাষ্টমারঃ এটা একটা সাদা রঙের কম্পিউটার যার সাথে একটা কালো কি বোর্ড আছে---------।



ঘটনা-২



টেকি সেবাদাতাঃ প্রথমে 'মাই কম্পিউটার' এই অপশনটিতে যান।

নব্য কম্পিউটার ব্যবহারকারীঃ কোথায় পাব এটা?

টেকিঃ স্ক্রীনের ঊপরের বাম কোনায়।

ব্যবহারকারীঃ আপনার বাম না আমার বাম।



ঘটনা-৩



কাষ্টমারঃ কাল আপনাদের দোকান থেকে যে প্রিন্টারটা নিয়ে গেলাম তা চলছে না।

প্রিন্টার বিক্রেতাঃ প্রিন্টারটার পাওয়ার কেবল সকেটে দিয়ে স্টার্ট বাটন চাপুন।

কাষ্টমারঃ দেখেন আমি বিল গেটস না, আমার সাথে এইসব টেকনিক্যাল কথা বার্তা বলবেন না।



ঘটনা-৪



কাষ্টমারঃ আমি প্রিন্ট করতে পারছিনা। যতবার আমি প্রিন্ট করতে যাই কম্পিউটারে লেখা ওঠে Cannot find printer. আমি প্রিন্টারটাকে ধরে মনিটরের সামনে এনে রাখার পড়েও একই লেখা ঊঠছে। প্লিজ আমাকে কোনভাবে সাহায্য করুন।



ঘটনা-৫



গ্রাহকঃ আমার কি বোর্ডটা কাজ করছে না।

টেকিঃ কি বোর্ডটা কি কম্পিউটারের সাথে লাগানো আছে?

গ্রাহকঃ আমি ঠিক জানিনা, আমি কম্পিউটারের পিছনের অংশটা দেখতে পাচ্ছি না।

টেকিঃ তাহলে আপনি কি বোর্ডটা হাতে নিয়া কম্পিউটার থেকে দশ হাত পিছনে আসুন।

গ্রাহকঃ হ্যা এসেছি।

টেকিঃ আপনার সাথে কি বোর্ডটাও আছে?

গ্রাহকঃ হ্যা।

টেকিঃ তাহলে কি বোর্ডটা কম্পিউটারের সাথে লাগানো নেই।



ঘটনা-৬



কাষ্টমারঃ আমি ইন্টারনেটে ঢুকতে পারছিনা।

ইন্টারনেট সেবাদাতাঃ আপনি পাসওয়ার্ড ঠিকমত দিয়েছেন কি?

কাষ্টমারঃ অবশ্যই, একটু আগে আমার বন্ধুকে আমি নিজে এটা ব্যবহার করতে দেখেছি।

সেবাদাতাঃ পাসওয়ার্ড কি একটু বলবেন?

কাষ্টমারঃ ৫টা ষ্টার।



ঘটনা-৭



কাষ্টমার কেয়ারঃ আপনি কোন এন্টি ভাইরাস ব্যবহার করছেন?

কম্পিউটার ব্যবহারকারীঃ নেটস্কেপ

কাষ্টমার কেয়ারঃ এটা তো এন্টিভাইরাস না।

কম্পিউটার ব্যবহারকারীঃ দুঃখিত ভাইয়া। ভুল বলেছি। এটা হবে ইন্টারনেট এক্সপ্লোরার।



ঘটনা -৮



জনৈক নতুন কম্পিউটার ব্যবহারকারী তার বন্ধুকে বলছেন," বিরাট সমস্যায় পড়ছিড়ে দোস্ত। গতকাল রাকিব আমার পিসি তে স্ক্রীনসেভার লাগাইয়া দিছে, কিন্তু মাউস ধইরা নাড়া দিলেই এইডা উধাও হইয়া যায়, কি করি এহন?"



ঘটনা-৯



বন্ধু ১- কিরে তোরে কইলাম একটা টেষ্ট মেইল পাঠাইতে, তুই সেইডা না পাঠাইয়া ফোন দিলি কেন?

বন্ধু ২- আরে তোর মেইল অ্যাড্রেসে একটা a আছে সেটা দিতে পারছি কিন্তু a এর চারিদিকের গোল্লাটা কোনভাবেই দিতে পারতাছিনা।



ঘটনা-১০



A woman customer called the Canon help desk with a problem with her printer.



Tech support: Are you running it under windows?



Customer: 'No, my desk is next to the door, but that is a good point. The man sitting in the cubicle next to me is under a window, and his printer is working fine.'

মন্তব্য ৩৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: :D

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:২০

নাইট রিডার বলেছেন: :#)

২| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:০৭

হাসান মাহবুব বলেছেন: পুস্ট পৈড়া নিজেরে বড়ই জ্ঞানী জ্ঞানী লাগতাসে :-B

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৩৬

নাইট রিডার বলেছেন: হামা ভাই, এগুলো পড়ার পর নিজের অতি ক্ষুদ্র কম্পিউটার জ্ঞানের জন্য নিজেরে অস্কার দিতে ইচ্ছা করতাছিল

৩| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:১৮

পাকাচুল বলেছেন: =p~ =p~ =p~

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৩৯

নাইট রিডার বলেছেন: :) :)

৪| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৩২

ঢাকাবাসী বলেছেন: পড়তে পড়তে শুধুই হাসলুম, ধন্যবাদ আপনাকে।

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৪১

নাইট রিডার বলেছেন: আপনাকেও ধন্যবাদ, কেমন আছেন?

৫| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৩৪

হাছুইন্যা বলেছেন: আমি একটা বলি -

এক মেয়ে নতুন ল্যাপটপটা কিনে পরদিন আবার দোকানে নিয়ে আসছে ল্যাপটপ সমস্যা। দোকানদার জিজ্ঞেস করলো কি সমস্যা?? মেয়ের উত্তর আপনি বলেছিলেন আমার পুরনো ল্যাপটপের ফাইলগুলো এটাতে কপি করতে সমস্যা হবে না, কিন্তু এখন কপি হচ্ছে না। সেলসম্যান বল্লো আপু আপনি পুরনোটা বের করে কপি দেন আমি একটু দেখি কি সমস্যা হচ্ছে। মেয়ে পুরনো ল্যাপটপে ফাইল সিলেক্ট করে কপি করে এবার নতুন ল্যাপটপে রাইট বাটন ক্লিক করে বল্লো এই যে দেখুন পেস্ট অপশনটা আসছে না।

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৪৩

নাইট রিডার বলেছেন: দোকানদারের বিরুদ্ধে মেয়েটার জালিয়াতির মামলা করা উচিত ছিল। :P

৬| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৩৪

আমি শুধুই পাঠক বলেছেন: :D :D :D

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৫১

নাইট রিডার বলেছেন: =p~ =p~ =p~

৭| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৪২

কালোপরী বলেছেন: =p~ =p~ =p~

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৫১

নাইট রিডার বলেছেন: B-) B-) B-))

৮| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:০১

টেকনিসিয়ান বলেছেন: পড়ে পড়ে ব্যাপক অট্টহাসি দিলাম =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৮

নাইট রিডার বলেছেন: আপনি অট্টহাসি দিচ্ছেন ভাল কথা, কিন্তু চিন্তাকরেন যারা এই কথাগুলো সত্যি সত্যি শুনেছেন তাদের অবস্থা।

নিশ্চিত X( X( X(

৯| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:০৬

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




একখান রিয়েল লাইফ টেকি জোকস শুনেন.....


পাড়াত এক ছোট ভাই নতুন পিসি কেনার পরে সমস্যায় পড়েছিল যে পিসিতে রিসোর্স হাংরী কোন এপ্লিকেশেন রান করতে গেলেই পুরো পিসি হ্যাং করত। আমি ভেবেছিলাম যে উইন্ডোজ রিলেটেড কোন সমস্যা হতে পারে। একারনে কয়েকবার উইন্ডোজ সেটআপ দেবার পরেও কোন সমাধান হলনা। তাই ছোট ভাইকে বললাম "তুমি পিসি যেখান থেকে কিনছো, সেখানে নিয়ে গিয়ে বল যে, পিসিতে বড় কোন এপ্লিকেশন চালালেই পিসি হ্যাং করে। এর সমাধান কি?" কিন্তু ঐ ছোট ভাইটাকে দোকানদারকে যখন জিজ্ঞাস করল যে সমস্যা কি? তখন ঐ ছোট ভাইটার উত্তর "কম্পিউটারে বড় কোন এপ্লিকেশন লিখতে গেলেই পিসি হ্যাং করে!!!" :D :D

২৩ শে মে, ২০১৩ বিকাল ৫:০২

নাইট রিডার বলেছেন: আপনার ছোট ভাই ই ঠিক। এপ্লিকেশন কি চালানো যায় নাকি, ওটাতো লিখতে হয় :P

১০| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৩

গোবর গণেশ বলেছেন: ভাই প্রত্যেকটাই খুউউউউব ভালো লাগছে। খুব মজা পাইছি। হাছুইন্যা যেটা বলেছেন সেটাও ভালো লাগছে। খুব খুব মজা..

আমিও দুইটা শেয়ার করি:
১. আমার এক বন্ধুর পরিচিত এক ব্যক্তি একদিন আমাকে বললো, আমার কম্পিউটার একটু পুরান, ৫১২ র‌্যাম লাগাইছি,ভাইরাস ধরছে মনে হয়। আমি মাই কম্পিউটারে রাইট ক্লিক কইরা প্রোপার্টিজ দেখি র‌্যাম ৫১২ নাই। আচ্ছা ভাইরাস কি র‌্যাম খায়??

২. এক ব্যক্তি আইডিবি থেকে ছেলের জন্য একটি কম্পিউটার কিনে বাড়ীতে নিয়ে গেছে। বাড়ীতে গিয়ে সবকিছু লাগিয়েই ফোন:
..হ্যালো, ভাই কম্পিউটার তো চলে না
..কেন, চলার তো কথা, আপনি ঠিকমত সব লাগাইছেন তো
..হ্যা ঠিক ই তো লাগাইছি
..মনিটরের সাথে সিপিইউ এর কানেকশন দিছেন,
..হ দিছি
..তাও চলেনা, মনিটরে কিছুই আসে না
..না কিছুই আসেনা
..আচ্ছা আপনি পাওয়ার ক্যাবল ঠিকমত পাওয়ারের প্লাগে লাগাইছেন
..জ্বি লাগাইছি, সুইচ দিতাছি, চলেনা তো
*(বেচারা বিক্রেতা কিছুক্ষণ ভাবলেন কি হতে পারে)
..আচ্ছা আপনার বাসায় কি এখন বিদ্যুত আছে?
..ও বিদ্যুত তো চইলা গেছে একটু আগে
..ভাই আপনি এক কাজ করেন, সবকিছু আবার খুলেন, সুন্দর কইরা প্যাকেট করেন
..কেন, প্যাকেট করব কেন
..কালকে এইগুলা ফেরত দিয়া যাইবেন; তোমার মত আবালের জন্য কম্পিউটার না

২৩ শে মে, ২০১৩ বিকাল ৫:২৬

নাইট রিডার বলেছেন: আচ্ছা ভাইরাস কি র‌্যাম খায়??

মাইরালা। আমারে কেউ মাইরালা।

১১| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৬

গোবর গণেশ বলেছেন: ভাই আপনার পোষ্টটি শেয়ার করেছি; অনুমতি আগেই নেওয়া দরকার ছিলো, সেজন্য দু:খিত

২৩ শে মে, ২০১৩ বিকাল ৫:৩২

নাইট রিডার বলেছেন: ভাই আমার যে কোন লেখা আপনি শেয়ার করতে পারেন, শুধু আপনি না যে কেউ। কোন অনুমতির দরকার নেই।

১২| ২৩ শে মে, ২০১৩ দুপুর ১:৫৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: অসাধারণ! এই পোস্ট হীনমন্যতায় ভোগা মানুষের জন্য অবশ্য পাঠ্য!

প্লাস।

২৩ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৮

নাইট রিডার বলেছেন: সহমত।

প্লাসের জন্য ধন্যবাদ

১৩| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:২৯

লিন্‌কিন পার্ক বলেছেন:
লুলরে লুল ! :v

২৬ শে মে, ২০১৩ রাত ১২:৪৪

নাইট রিডার বলেছেন: বড়ই বিনুদুন

১৪| ২৬ শে মে, ২০১৩ সকাল ৯:৩২

না পারভীন বলেছেন: বড়ই মজা পাইছি কারণ নিজেকে খুঁজে পাইছি । কম্পিঊটার নিয়ে আমার জ্ঞান ও এরকম ধরনের । কিছু হইলেই কাস্টমার কেয়ারের টেকি ভাই দের ফোন দিতাম ।

২৬ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২০

নাইট রিডার বলেছেন: আসলে আমাদের সবার ই প্রাথমিক জ্ঞান এ ধরনেরই। আমার এক আই টি এক্সপার্ট ফ্রেন্ড আছে যে কিনা তার প্রথম ল্যাপির সব সিস্টেম ফাইল ডিলিট করে দিয়েছিল, কোন কাজে লাগছে না তাই :P

১৫| ২৬ শে মে, ২০১৩ সকাল ৯:৪৪

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, বেশ মজা পাইসি :P ||

২৬ শে মে, ২০১৩ রাত ৮:২৫

নাইট রিডার বলেছেন: এত মজা পাইলেন, আপনার জীবনে এই রকম কিছু ঘটছে নাকি? ;)

১৬| ২৬ শে মে, ২০১৩ রাত ৯:২০

ইচ্ছেপাখি বলেছেন: হা হা প গে

২৬ শে মে, ২০১৩ রাত ৯:৪৯

নাইট রিডার বলেছেন: B-)) B-)) =p~

১৭| ২৬ শে মে, ২০১৩ রাত ১০:৩৬

অদ্বিতীয়া আমি বলেছেন: =p~ :P :P

২৬ শে মে, ২০১৩ রাত ১০:৫৩

নাইট রিডার বলেছেন: B-)) =p~

মিল পেলেন কারও সাথে?

১৮| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:০৮

ঘুড্ডির পাইলট বলেছেন: অনুসরন করলাম :)

২৮ শে মে, ২০১৩ রাত ১:৪১

নাইট রিডার বলেছেন: ধন্যবাদ।

এটা একটা বিশাল অর্জন B-) !:#P

১৯| ২৮ শে মে, ২০১৩ রাত ১:৫৪

মিজভী বাপ্পা বলেছেন: হা হা হা =p~

২৮ শে মে, ২০১৩ সকাল ৭:৪০

নাইট রিডার বলেছেন: =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.