নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষনিক বিশ্রামে দাও বুঝাইয়া কত শ্রান্তি সঞ্চিয়াছে প্রাণে

নাইট রিডার

পরিচয়? কি দরকার?

নাইট রিডার › বিস্তারিত পোস্টঃ

কিছু গ্রাফিক্যাল ফানঃ দেখুন তো আপনার সাথে মেলে কিনা?

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:০২

নীচে গ্রাফে দেয়া ঘটনাগুলোর যে কোন একটি আপনার জীবনে ঘটেছে এ ব্যাপারে আমি ১০০ ভাগ নিশ্চিত।



গ্রাফ-১



পরীক্ষার হলে প্রশ্ন হাতে নিয়ে দেখলেন, যা পড়েছেন তার কিছুই আসে নাই। আর যা প্রশ্নে আছে তা আপনার এন্টেনাতে কোনভাবেই ধরা পড়ছে না। তখন আপনার মনে হবে স্যার আপনার সাথে এই বদমায়েশি টা না করলেও পারত। আপনি কিন্তু পড়ালেখা মাশাল্লাহ খারাপ করেন নাই। কিন্তু আপনার স্যার আপনাকে আটকাবে, তাই----







গ্রাফ-২



ফেসবুক আর ব্লগে কত কিছু লিখি, কত কিছু বলি, দেশ ও জাতির উন্নয়নে ঝাপিয়ে পড়ার অঙ্গীকার করি। বাস্তবে আমরা কয়জন তার সিকি ভাগ ও করি? খুব কম। আর ফেবুর কনফেশন পেজে তো মোটামুটি নিজের মনের সবচেয়ে ভিতরের কথাটা প্রকাশ করে দেই।







গ্রাফ-৩

এইটা মজার। আসলেই টিভির সামনে বসলে নিজেরে সবজান্তা মনে হয়।







গ্রাফ-৪



ল্যাপিটা চলতে চলতে কোন কারণ ছাড়া বিগড়াইয়া গেল। এইডা গুতান, ওইডারে আনস্টল করেন, রিফ্রেশ করেন, স্ক্যান করেন। কিন্তু কিছুতেই কিছু হয়না। তখন কি করেন???????????







গ্রাফ-৫



জীবনে একবার হলেও ওভেন বা টোষ্টার চালিয়েছেন যারা তারা অবশ্যই এটা করেছেন।







গ্রাফ-৬



পপ বা র‍্যাপ গান শুনেন তো?

আমি শুনি, তবে খুব কম। যারা এই গানের ভক্ত আছেন তারা আমাকে গালি দিয়েন না।



মন্তব্য ৮৬ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:০৭

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: ভাইয়া ব্যাপক হৈসে..প্রিয়তে নিলাম

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:২১

নাইট রিডার বলেছেন: তাই? ব্যাফুক বিনুদুন।

এর মধ্যে কোনটা হইছে লাইফে? ;)

২| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:১৩

আট আনা বলেছেন: ১। পরীক্ষায় সিলেবাসের বাইরে কোনদিন কিছু আসেনাই। আমার মনে হয় কারোরই আসেনাই। :|
৫। মাইক্রোতে খাবার গরম করতে দিয়ে আমি সাধারণত টিভি বা ফেইসবুক এ আটকে যাই। খাবার গরম শেষ হওয়ার পরে একটু পরপর শব্দ করতে থাকে, তখন গিয়ে নিয়ে আসি।

বাকিগুলা মিলছে অবশ্য। :)

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩২

নাইট রিডার বলেছেন: হুম ১ নম্বরটা একটু বেশী হইছে।

কিন্তু ৫ নম্বরটা আমার এত ঘটে, না দিয়া পারলাম না। :P

৩| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:১৬

জানতে চায় বলেছেন: :D

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩৩

নাইট রিডার বলেছেন: B-))

৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:২০

বাংলাদেশী দালাল বলেছেন:
১, ৩ আর ৫ টা জটিল হইছে

++++++++

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪

নাইট রিডার বলেছেন: আমার প্রিয় ৫ আর ৬ নম্বরটা

পিলাসের জন্য ধন্যবাদ

৫| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:২১

রুপম শাহরিয়ার বলেছেন: গ্রাফ ১ টা আমার জীবনে সত্য। বাকি গুলো বলতে পারছি না।

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৪৬

নাইট রিডার বলেছেন: বলেছিলাম অন্তত একটা হলেও মিলবে।

৬| ০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫১

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ওভেন বাদ দিয়া সবই মিলছে।
চখাম পোস্ট
প্লাস লন B-)

০৮ ই জুন, ২০১৩ রাত ১২:৫৭

নাইট রিডার বলেছেন: কি বলেন ওভেন মিলে নাই। :-/

আমি তো টাইমিং এর দিকে চোখের পলক না ফেলে তাকিয়ে থাকি। :P

৭| ০৮ ই জুন, ২০১৩ রাত ১:০৯

মাহমুদ০০৭ বলেছেন: আমি সবসময় সব কিছু পারি :)
আমি সুপারম্যান এর বাপ ।'
] পপ গানের টা মজা পাইলাম বেশি :)
এই টপিক নিয়া পোস্টের আইডিয়া টা ভাল লাগল

০৮ ই জুন, ২০১৩ রাত ১:১৬

নাইট রিডার বলেছেন: ঠিক বলছেন ভাই। আমার ছোট ভাই পপ গান শোনে আর মাথা ঝাঁকায়, আর আমি শুধু বুঝতে পারি মাঝে মাঝে বলে 'বেবি' 'ইয়ো' আসলে জেনারেশন গ্যাপ

৮| ০৮ ই জুন, ২০১৩ রাত ১:২০

একজন আরমান বলেছেন:
প্রথমটাই বেশি হইছে । =p~ =p~ =p~

০৮ ই জুন, ২০১৩ রাত ১:৩৩

নাইট রিডার বলেছেন: পড়েন পড়েন। পড়ালেখা করবেন না আর কইবেন সিলেবাসের বাইরে আসছে, তাইলে কেমনে হইব।

বাপের ডায়ালগ আপনের উপরে ঝাড়লাম। কতবার যে শুনছি। :(

৯| ০৮ ই জুন, ২০১৩ রাত ১:৪৯

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: আমার ই কেন সবগুলা মিলসে?? B:-)

০৮ ই জুন, ২০১৩ ভোর ৫:২১

নাইট রিডার বলেছেন: ভাল তো :D

১০| ০৮ ই জুন, ২০১৩ রাত ১:৫৮

নীল_সুপ্ত বলেছেন: গ্রাফ-১ এ আমার বেলুন বৃত্তের আকারটা আরও ছোট :p

গ্রাফ-২ না মিইল্যা যাইবো কই??? B:-/ B:-/

গ্রাফ-৩,৪ ও দেহি মিইল্যা গেল , এইডা কিছু হইলো !!

গ্রাফ-৫ এ আমি তো ওভেন শুনলেই চম্পট মারি, সোজা বইলা দেই, খামুই না :D :D

গ্রাফ-৬ এ সবুজ অংশ তো থাকার ই কথা না !!!!

পিটবুলের Bon,Bon গানে তো এই দুইটা শব্দ ছাড়া আর কোন শব্দ ই নাই =p~ =p~ =p~ :P

০৮ ই জুন, ২০১৩ ভোর ৫:৫১

নাইট রিডার বলেছেন: ৫ নম্বরটাও মিলবে, পরিবেশ এবং পরিস্থিতি তেমন হলে দেখবেন আপনিও আমার মত ওভেনের প্রেমে পড়ে যাবেন :P

১১| ০৮ ই জুন, ২০১৩ ভোর ৬:৪১

দি সুফি বলেছেন: বিনোদনমূলক পোষ্ট, তারপরও ৬ নাম্বারটা নিয়ে একটু সিরিয়াস মন্তব্য দিব, মাইন্ড কইরেন না :(

প্রথমত পপ্‌ এবং র‌্যাপ দুটো আলাদা জেনার। পপ গানে কিন্তু আহ-উহ-ইয়েহ-বেবি এইসব থাকে না (অন্তত আমি শুনি নাই) #:-S
আর যদি বাংলাদেশী র‌্যাপের (!!) কথা বলেন, তাহলে হয়ত গ্রাফটা ঠিকই আছে। কিন্তু যদি আপনি মূল ধারার র‌্যাপ গানগুলো শুনে থাকেন (৮০-৯০ এর দশক এবং ২০০০-২০১০ পর্যন্ত), সেখানে মূল গানই ১০০%! ইদানিং কালের কিছু নাম/ভিডিও সর্বস্ব র‌্যাপ গায়ক (!!) গ্রাফ ৬ এর মত গান গায়। মূল ধারার র‌্যাপ গায়করা কিন্তু ১০০% গানই গায়।
পিটবুল বা এই ধরনের গায়কদের যে বা যারা র‌্যাপার বলবে, তাদের ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি, তারা ঐসব গর্জিয়াস ভিডিও (মেয়ে সংবলিত ;) ) দেখেই এই গানগুলা পছন্দ করছে, গান শুইনা না :-P
পিটবুলরে আমার কাছে ইন্ডিয়ার হিমেশ রেশামিয়ার মত মনে হয়। একটা সময় সব গানে হিমেশরে দেখা যাইত, এখন আর খবর নাই। পিটুও সেইম, মোটামুটি সব গানেই আছে। কিছুদিন পরে দেখবেন গায়েব হইয়া গেছে =p~

আমার প্রো-পিকের লোকটারে চিনেন? শুধু এমিনেম, ফিফটি সেন্ট আর স্নুপ ডগের গান শুনলে চলবে না। ইজি-ই, জে জি, আইস কিউব, কুল জে, চাক ডি, ন্যাস্‌, রাকিম, নটোরিয়াস বিআইজি, ড. ড্রে, বিগ ড্যাডি কেইন, টুপ্যাক - এদের গান শুনেন। দেখবেন র‌্যাপ সম্পর্কে ধারনাই পরিবর্তন হয়ে যাবে B-))

আমি হার্ডকোর র‌্যাপ ফ্যান, তাই কোনভাবেই গ্রাফ-৬ কে মেনে নিতে পারছিনা, ফান পোষ্ট হওয়ার পরও।

০৮ ই জুন, ২০১৩ ভোর ৬:৫৮

নাইট রিডার বলেছেন:

আমি পোষ্টেই কিন্তু এই গ্রাফটার ব্যাপারে আগেই মাফ চেয়ে নিয়েছি। কারণ দুটো- ১। আমার র‍্যাপ বা পপ সম্বন্ধে খুবই সীমিত জ্ঞান। ২। যারা এ ধরনের গানের ভক্ত তাদের খারাপ লাগতে পারে এই ভেবে, যেমনটা আপনার লেগেছে।

আমার নেটওয়ার্ক বা সামু যে কারণেই হোক আপনার প্রোপিক টা আসেনি। তাই চিনতে পারলাম না, দেখলেও হয়ত চিনতে পারব না, ওই যে বললাম সীমিত জ্ঞান এই সেক্টরে। তবে আপনি যাদের নাম বললেন তাদের গান শুনব, ভাল লেগেও যেতে পারে। কোন কিছু ভাল লাগার নির্দিষ্ট কোন সময় নেই।

আপনার কমেন্টে পেয়ে খারাপ তো লাগেই নি, বরং ভাল লেগেছে, আমার জানার পরিধিটা বাড়িয়ে দিয়েছেন।

ধন্যবাদ।

১২| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:০২

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার পোস্ট, ভাল্লাগসে।
শুধু ৬ এর ব্যাপারে একমত পোষণ করলাম না ||

০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:২৫

নাইট রিডার বলেছেন: ধন্যবাদ।

৬ এর ব্যাপারে ব্লগার দি সুফি এর কমেন্টের জবাবে কিছুটা বলেছি। তবে কিছু কিছু গান এ আসলেই মূল কথার পরিমাণ খুব কম। তারা সম্ভবত ভাল জাতের র‍্যাপার না (যেমনটা দি সুফি বলেছেন)।

ভাল লাগা এবং সুন্দর মন্ত্যবের জন্য আবারও ধন্যবাদ।

১৩| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:২৯

যোগী বলেছেন:
ওভেনেরটা মেলে, কোন কারন খুঁজে পাইনা, তারপরেও ওটাই করি

০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৫

নাইট রিডার বলেছেন: ওভেনে খাবার দেয়ার পর ওটা আমাকে মনে যাদু টোনা কিছু একটা করে। মন্ত্রমুগ্ধের মত একদৃষ্টিতে টাইমিং এর দিকে তাকিয়ে থাকি, কোন কারণ ছাড়াই।

১৪| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৩৫

না পারভীন বলেছেন: :) :) :) মজার পোস্টে +++

০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৭

নাইট রিডার বলেছেন: এত খুশী কেন? কোনটা মিলল?

পিলাসের জন্য ধইন্যা।

১৫| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৩৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
নাহ, ওভেনে খাবার রেখে চলে আসি। তারপর ১০ মিনিট আম্মুর বকা খেয়ে খাবার আনতে যাই।

পোষ্ট ভাল লেগেছে :-B

০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৪

নাইট রিডার বলেছেন: ওভেনের ব্যাপারটা দেখা যাচ্ছে দুই রকম থিওরী পাওয়া যাচ্ছে।
যোগী ভাই তো পুরাই আমার মত।

ধন্যবাদ।

অ টঃ অনেকদিন দেখি কোন পোষ্ট দিচ্ছেন না, ব্যস্ত?

১৬| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৪

রিফাত হোসেন বলেছেন: জীবনে একবার হলেও ওভেন বা টোষ্টার চালিয়েছেন যারা তারা অবশ্যই এটা করেছেন।

উহুম........ ওভেন কেউ তাকায়া থাকে না ! তখন মানুষ অন্য কিছু করে ... আর ওভেন আর মাইক্রোভেন বা মাইক্রোয়েভ ওভেন বহুত তফাত জিনিস ;)
মাইক্রোভেনে তাকিয়ে থাকতে পারে.. তাও অর্ধেকরও কম মানুষ । .. সাথে সাথে অন্য কিছু রেডি করে ।


পপ বা র‍্যাপ গান শুনেন তো?
আমি শুনি, তবে খুব কম। যারা এই গানের ভক্ত আছেন তারা আমারে গালি দিয়েন না।



পুরাই ভুল /:) পপ গানে আর্ট থাকে ।ইয়াহ বেবী হুহা কমই আছে । রেপ গান টাইপে থাকে । রেপ গানকে ফাউল স্টাইল বলা যায় । তবে এইটাও একটা আর্ট ।

সুতরাং এই থিউরীটাও ভুল গ্রাফিকাল তথ্য পাইলাম ;)


রিমিক্স গান এ আপনার এই গ্রাফিকাল তথ্য মিল খায় বা ডিজে রিমেক্স গুলিতে..



.......... যুক্তি খন্ডন এমনিই করলাম.. ভাল না লাগলে এড়িয়ে যান.. কাম কাজ নাই তো... .. ফাইল সময় কাটে না । :(

০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:১৩

নাইট রিডার বলেছেন: ছয়টার মধ্যে দুটো মিলে নি, তার মানে পাশ মার্ক পেয়েছি বলা যায় :P

ওভেনের ব্যাপারটা এখানেই একেক জনের একেক রকম মতামত পাওয়া যাচ্ছে। আর র‍্যাপ বা পপের ব্যাপারে আমার স্বল্প জ্ঞানের কথা দি সুফি এর মন্তব্যে বলেছি।

যুক্তি খন্ডন এমনিই করলাম.. ভাল না লাগলে এড়িয়ে যান-------আরে এড়িয়ে যাব কেন? ব্লগে এসেছি আলোচনা করতে, মতামত শেয়ার করতে। অন্যের মতামত ভাল বা মন্দ যাই লাগুক এড়িয়ে গেলে তার ব্লগে না আসাই ভাল

১৭| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৪৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: ৬ নাম্বার গ্রাফ খানা সম্বন্ধে একটু অমত রহিয়াছে। র‌্যাপ গানের মিউজিক খুব ভালো লাগে। তবে সব ভালো না। জেজে, কেন ওয়েষ্ট, লিল ওয়েন এদের মিউজিকগুলো অছাম !

০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:১৭

নাইট রিডার বলেছেন: শুনে দেখব এদের গান, আমি আসলে র‍্যাপ বা পপ তেমন শুনি না, আমার গান শোনার এরেনা বাংলা তাও গতানুগতিক বাংলা গানেই সীমাবদ্ধ।

কমেন্টের জন্য ধন্যবাদ।

১৮| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৬

যোগী বলেছেন:
ওভেনের ব্যাপারে তাকিয়ে থাকার একটা কারন পেলাম। আমি প্রায়ই ওভেনে কফি বানাই। মানে আগে কাপে দুধ দিয়ে ওভেনে গরম করি। এখানে প্রায় টাইমিং টা বিট্রে করে আমাকে। একটু এদিক ওদিক হলেই দুধ উতলে পড়ে একাকার হয়ে যায়। সে এক মহা পাইন। তাই ওভেনের কাঁচের মধ্যে দিয়ে তাকিয়ে দেখি দুধের মতগতি। আবার গরম কম হলেও কফি ভাল হয় না।
মানে ব্যাপারটা ট্রেডঅফের মত।

০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:২১

নাইট রিডার বলেছেন: আপনি তাও যৌক্তিক কারনে তাকিয়ে থাকেন, আমি তো টাইম সেট করে সেটার দিকে তাকিয়ে থাকি। ভাবটা এমন তাকাইয়া না থাকলে খাবার গরম হবে না :P

১৯| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
৬ নাম্বার মন্তব্যের সাথে পুরোপুরি সহমত। এখন মিউজিক টপ চার্টের এক নাম্বারেই কিন্তু একটা র‍্যাপ সং আছে।

০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:২৩

নাইট রিডার বলেছেন: শুনে দেখব এদের গান, আমি আসলে র‍্যাপ বা পপ তেমন শুনি না, আমার গান শোনার এরেনা বাংলা তাও গতানুগতিক বাংলা গানেই সীমাবদ্ধ।

এরেনা টা বাড়াতে হবে।

২০| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
৬ না, ১৭ নাম্বার মন্তব্য।

০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:২৫

নাইট রিডার বলেছেন: হুম বুঝতে পেরেছি।

২১| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:১৩

রিমন রনবীর বলেছেন: আমার কি কি মিলেছে আর কি মিলে নাই নিজেই বুঝতে পারছি না :/

+

০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:২৮

নাইট রিডার বলেছেন: হিসাব মিললে জানাইয়েন ;)

পিলাসের লাগি ধইন্যা।

২২| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:২০

আট আনা বলেছেন: @যোগী, বেশি ওয়াটওলা মাইক্রোতে টাইমিংয়ের উল্টাপাল্টা হৈতে পারে। :)

আমার তো সব টাইমিং মুখস্ত।

সিরিয়ালের দুধ - ৮০ সেকেন্ড
বার্গারের প্যাটি - ২ মিনিট
কফির পানি (আমি চিনি, দুধছাড়া কফি খাই) - ২ মিনিট ৩৫ সেকেন্ড
ফ্রোজেন ফুড - প্রথমে ৪ মিনিট পরে আরো ২ মিনিট

আপনি ফলো করতে পারেন এটা, উল্টা পাল্টা হবেনা আশা করি ;)

০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৫

নাইট রিডার বলেছেন: @ যোগী ভাই , আট আনা ভাই তো ওভেনের ব্যাপারে ব্যাফুক অভিজ্ঞ। :P । ফলো করতে পারেন

@আট আনা আমার সমস্যা টাইমিং এ না। টাইম দেই, গরম না হইলে আবার এক মিনিট, এভাবেই চলে। সমস্যা হল টাইম দেয়ার পর মূর্তির মত ওইটার দিকে তাকাইয়া থাকি, কি কারণে নিজেও জানিনা । :||

২৩| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:২৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@যোগী, লেখক, আট আনা,

আপনারা ওভেন নিয়ে এত গবেষণা করেন জানতাম না =p~

ফ্রোজেন ফুড - প্রথমে ৪ মিনিট পরে আরো ২ মিনিট B:-) আমি তো এক মিনিট দেই, পরে দেখি ঠান্ডা। পরে আরো ১ মিনিট দেই B-))

আর দেয়ার পর ৩০ সেকেন্ড বাকি আছে দেখলেও অন্য রুমে চলে যাই, দেখার টাইম নাই। =p~ =p~ =p~

লেখক, মন্তব্য অপ্রাসঙ্গিক মনে হলে দুঃখিত।

০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:৪১

নাইট রিডার বলেছেন: আমি গবেষনা করি না, আপনার মত টাইম দেই, বের করে দেখি গরম হচ্ছে কিনা, না হলে আবার। শুধু দিয়ে অন্য রুমে যেতে পারি না, ওভেনের দিকে তাকিয়ে থাকি--কোন কারণ ছাড়াই (ভাগ্য ভাল ওভেনের দিকে তাকাই, যেরকম মনোযোগ দিয়ে তাকিয়ে থাকি কোন মেয়ের দিকে এভাবে তাকালে বউয়ের হাতে-------নিশ্চিত :( )।

অপ্রাসঙ্গিক কেন মনে হবে, ফান পোষ্টে সবই প্রাসঙ্গিক।

২৪| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৫

যোগী বলেছেন: @আট আনা, এখানে একটা ব্যাপার আছে, আমি কাপে সবসময় একই পরিমানে দুধ নেই না। ডিপেন্ড করে কতটুকু খাব তার উপর। তাই টাইমিং সেন্স করাটা একটু কঠিন আমার জন্য। আর দুধ অতি মাত্রায় হিট সেন্সেটিভ, বিশেষ করে কফি খাওয়ারমত গরম করতে চাইলে।
আর সকালে ঘুম থেকে উঠে অফিস যাওয়ার আগে অধিকাংশ কাজই আমি করি ঘোরের মধ্যে।

০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৪

নাইট রিডার বলেছেন: আপনাকে আর আট আনা ভাই কে যৌথভাবে পি এইচ ডি দেয়া যেতে পারে 'ওভেনে কোন খাবার কতক্ষন গরম করবেন' এই বিষয়ে। ;)

২৫| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৯:২৯

tanbir10 বলেছেন: @যোগী: apni dekhi bepok somossay achen. taile amr way follow korte paren. ami jay dey, 5min (low/medium heat). jehetu timing perfect na, ei jonno milk uthlay uthar possibility all time e thake. so glass er niche ekta plate or big bowl (clean) dey. jay hok na keno, nosto hoy na. beshi gorom hoye gele bowl a pore, oita glass a dhele nilei holo. er benefit 2ta: a) apnar sadher coffee waste holo na b) coffee pore giya oven athalo & smelly holo na

NB: sorry for banglish

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪১

নাইট রিডার বলেছেন: হুম, যোগী আর আট আনা ভাই ওভেন বিশেষজ্ঞ ;) । কিন্তু আপনিও তো কম না। :P

কমেন্টের জন্য ধন্যবাদ।(বাংলিশ কেন? মোবাইল থেকে লিখছেন?)

২৬| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৮

চলতি নিয়ম বলেছেন: ওভেনের ব্যাপারে আমি সবার থেকে আলাদা =p~ =p~

ওভেনে খাবার গরম করতে দিয়ে আমি ঐটার দিকে আর তাকাই ই না...। ওভেন যখন ডাকা ডাকি শুরু করে তখন যেয়ে খাবার টা বের করে নিয়ে আসি =p~

আমার টাইম গিয়ান একেবারেই নাই, তাই সব কিছুতেই অটো মোড এ ইউজ করি।

বাকি গ্রাফ গুলা +

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৯

নাইট রিডার বলেছেন: আপনারটাই ঠিক আছে, টাইমিং দেয়া আছে, সময় হলে ওটাই আপনাকে জানাবে। তাকিয়ে থাকার কিছু নেই। কিন্তু তারপরেও তাকিয়ে থাকি, কেন জানি না।

প্লাস ও কমেন্টের জন্য ধন্যবাদ।

২৭| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:২১

মামুন রশিদ বলেছেন: তিন নাম্বারটা প্রায়ই হয় । নিজেরে সবজান্তা মনে হয় ।


পপ গানরে এইভাবে পচাইলেন B:-/


সব মিলিয়ে চ্রম ;) B-) :P

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৮

নাইট রিডার বলেছেন: হুম।টেলিভিশনের সামনে সবজান্তা আর হট সিটে বসলে মুখ সিলগালা।

পপ বা র‍্যাপ নিয়ে জ্ঞান কম, সব গান মনে হয় এরকম না। উপরে কয়েকজন এক্ষেত্রে আমার ভুলগুলো শুধরে দিয়েছেন। তবে কিছু গানে আসলেই লিরিকস থাকেনা বা কম থাকে।সেই গুলোর জন্য ঠিক আছে।

চ্রম লাগছে?
আফনারে ধইন্যা।

২৮| ০৮ ই জুন, ২০১৩ সকাল ১১:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ ! মজার সমীক্ষা !

শুভকামনা রইলো

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৩

নাইট রিডার বলেছেন: মজার সমীক্ষা তো বটেই, শিক্ষনীয় ও ;)

ওভেন নিয়ে কিছু মন্তব্যের পর তো এখন খাবার গরম করা আমার কাছে মামুলি ব্যাপার।

২৯| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৪

নাজিম-উদ-দৌলা বলেছেন: পুরা মিলছে! গ্রাফগুলা নিজে বানাইছেন নাকি? ব্যাপক হইছে!

আর হ্যা, আপনাকে অনুসরন করছি! ;)

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২

নাইট রিডার বলেছেন: তাই, পুরোটাই মিলে গেল। ধন্যবাদ। ভাল লেগেছে তাই।

অনুসারিত, এ তো বিরাট সম্মান।

৩০| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৭

নিস্প্রভ নীল বলেছেন: দি সুফির সাথে কঠিনভাবে সহমত। পোস্ট মজার হয়েছে।

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

নাইট রিডার বলেছেন: ধন্যবাদ।

৩১| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

ব্যাপক গবেষণা দেখছি।

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২২

নাইট রিডার বলেছেন: গবেষণা, বিশেষ করে ওভেন এবং কিছুটা পপ ও র‍্যাপ।

ভালই তো জানতে পারলাম অনেক কিছু।

৩২| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৬

যোগী বলেছেন: @tanbir10 আপনার সাথে দারুন মিলেছে, সেই ম্যাথড আমিও এ্যাপ্লাই করেছিলাম। তারপর একদিন বোল ভেঙ্গে যাওয়াতে আর করা হয় না।

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

নাইট রিডার বলেছেন: ভাই আপনি ওভেন নিয়ে যা যা করেছেন তা নিয়ে একটা রম্য পোষ্ট করেন, চ্রম হবে।

৩৩| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

আশাবাদী ডলার বলেছেন: দারুন!! অনেকগুলাই মিলে গেছে। ৬ নাম্বারটা কপি নিলাম এফবির জন্য :)

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

নাইট রিডার বলেছেন: কপি নিয়েছেন ঠিক আছে, কিন্তু র‍্যাপ বা পপ গান যাদের পছন্দ তাদের ভাল লাগবে না কিন্তু, লাগার কথাও না। আর গ্রাফ টা সব পপ বা র‍্যাপের জন্য প্রযোজ্য না।

কমেন্টের জন্য ধন্যবাদ।

৩৪| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

অদ্বিতীয়া আমি বলেছেন: ট্রু, ট্রু , অনেক গুলো মিলে ।
১, কয়েকবার হয়েছে ।
৩, মনে হয় এত সোজা প্রশ্ন জিগ্যেস করে কেন ? ইস আমি যদি থাকতাম । :-*
৪ , এটা আমার সবসময় করা হয় । হ্যাং হলে খুব বিরক্ত লাগে । /:)

মজার পোস্ট ।

০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৫৬

নাইট রিডার বলেছেন: যাক অনেক গুলো মিল পেলেন, পরীক্ষার ব্যাপারটা অবশ্য আমার অতটা মিলে নি, কারণ পড়ি এত কম সিলেবাসের মধ্যে আসল না বাইরে আসল সেটাই বুঝতে পারি না। :P

ভাল লাগায় ধন্যবাদ।

৩৫| ০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৫০

ঘুড্ডির পাইলট বলেছেন: শেষেরডা পুরাই মিলা গেছে গা !!!

০৯ ই জুন, ২০১৩ সকাল ৯:২৯

নাইট রিডার বলেছেন: বাকীগুলা মিলল না :(

৩৬| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৮

হাসান মাহবুব বলেছেন: হাহা! মজার। ৪ মিলে গেলো পুরাই। ৬ এ মাইনাচ! একটা বাংলা র‌্যাপের লিংক দেই আপনাকে,

Click This Link

আর পারলে 8 Miles মুভিটা দেইখেন।

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৭

নাইট রিডার বলেছেন: হামা ভাই, আসলে র‍্যাপ বা পপ সম্বন্ধে ধারণা খুব কম, শুনেছিও কম।যেগুলো শুনেছি খুব ভাল মানের কিছু যে শুনেনি তা আপনার এবং উপরে আরও কয়েকজনের কমেন্টে বুঝতে পারছি।

আপনাদের কাছ থেকে যে রেফারেন্স গুলো পেলাম সেগুলো শুনব।

8 Miles মুভিটা কালেকশনেই আছে, দেখা হয় নি। আজ দেখব।

কিছুটা প্লাস পেলাম, সাথে একটা পজেটিভ মাইনাচ! তাই অশেষ ধন্যবাদ।

৩৭| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:০২

প‌্যাপিলন বলেছেন: পাশ নম্বর দেয়া গেল

০৯ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২

নাইট রিডার বলেছেন: আমি পাশ করছি! আমি পাশ করছি !:#P !:#P

পাশ মার্ক আর কমেন্টের জন্য ধন্যবাদ।

৩৮| ১৩ ই জুন, ২০১৩ ভোর ৪:২৩

ভূতাত্মা বলেছেন: ভূতের সাথে ক্যাম্নে মিললো??? :-*

এম্নে হইলে ক্যাম্নে কি??? /:)

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৬

নাইট রিডার বলেছেন: পুরাই মিলল? :-/ কেমনে কি?


হুম।আপনি তাহলে সেফ? :D

শুভ সেফ মোবারক।

৩৯| ১৪ ই জুন, ২০১৩ রাত ১২:২৩

ভূতাত্মা বলেছেন: আপনি এতদিনে জানলেন??? :(

এইডা কিস্যু হইলো??? :((

১৪ ই জুন, ২০১৩ রাত ১:১৩

নাইট রিডার বলেছেন: কবে সেফ হলেন? 'কিভাবে সেফ হবেন এই পথ' বলে দেয়ার পর? তাইলে তো আমি খাওয়া পাই :P

৪০| ১৪ ই জুন, ২০১৩ রাত ২:৫২

ভূতাত্মা বলেছেন: আমাকে খাওয়ান, আমি ৩ মাস বসে থেকে ক্লান্ত!!! B:-)

১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৭

নাইট রিডার বলেছেন: তাহলে এখন ক্লান্তি দুর করতে নিয়মিত পোষট করেন, কে খাওয়াবে সেটা পরে ঠিক করা যাবে B-))

৪১| ১৪ ই জুন, ২০১৩ রাত ৩:২০

একজন ঘূণপোকা বলেছেন: ++++++++

১৪ ই জুন, ২০১৩ ভোর ৪:৩৪

নাইট রিডার বলেছেন: ধন্যবাদ

৪২| ১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৯

আরজু পনি বলেছেন:

হাহাহাহা
জটিল গ্রাফ :D
দারুন শেয়ার !

২২ শে জুন, ২০১৩ দুপুর ১:১৩

নাইট রিডার বলেছেন: ধন্যবাদ----আপনার কোনটা মিলল?

৪৩| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পুরাই অস্থির!!!!!!!!!!!!!


চ্রম মজা পাইছি। =p~ =p~ =p~ =p~

০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:১১

নাইট রিডার বলেছেন: আপনার সাথে কি সব গুলোই মিলছে নাকি? B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.