নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/bicharmani

বিচার মানি তালগাছ আমার

বিচার মানি তালগাছ আমার › বিস্তারিত পোস্টঃ

ডরাইল্লা ভূত তু তু...

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৮



১. কীভাবে এসব বোল শুরু হয়েছে তার ইতিহাস জানা যায় না। তবে চট্টগ্রামে ছোটবেলায় শহুরে পোলাপাইনের সাথে পাড়ায় দুষ্টুমি বা শয়তানি করার সময় শিরোনামের মত বলে 'টিজ' করা হত। কেউ কোন কাজ করতে একটু অনীহা বা কোন কিছুতে সাহস না দেখালে আমরা ঐ শব্দগুলো বলতাম(ডরাইল্লা মানে ভীতু)। চিটাইংগা ভাষায় যাকে বলে, জোলানো...

২. ওয়ান ডে তে জিম্বাবুয়েকে হেসে খেলেই হারিয়েছে বাংলাদেশ। শক্তি, সামর্থ্য অনুযায়ী হারানোরই কথা। কিন্তু এই দুর্বল দলের কাছেই টেস্টে হেরে গেল। আবারও সমর্থকদের গালির সার্থকতা পূরণ করল। হারা কোন ব্যপার না। বাংলাদেশও বড় দলকে অনেক সময় হারিয়ে দেয়। কিন্তু জিম্বাবুয়ের সাথে তো বাংলাদেশ খেলা শুরুর আগেই হেরে গিয়েছিল। এরকম দুর্বল দল পেয়েও খেলতে নেমেছিল ১ পেসার নিয়ে। উপমহাদেশীয় একটাই অস্ত্র স্পিন দিয়ে বধ করতে চেয়েছিল তাদের। কিন্তু নিজেদের গর্তে নিজেরাই পড়ল। ৪ দিনেই হেরে গেল জিম্বাবুয়ের কাছে...

৩. আসলে এভাবে কোন টিম বড় হতে পারে না। নিজের মাঠ, নিজের কন্ডিশানের নামে বিশেষ এক প্রকার বোলারদের জন্য পিচ বানাবেন আর বাইরে খেলতে গিয়ে হেরে বলবেন, আমাদের পিচ তো এমন না। আপনারা যদি স্পিন দিয়েই ক্রিকেট খেলতে চান তাহলে জীবনেও বড় দলের স্বীকৃতি পাবেন না। মাঝে মাঝে ২/১ টা চমক দেখাবেন। ব্যস ঐ পর্যন্তই...

৪. বিসিবি-কে বলি, তার চেয়ে বরং অস্ট্রেলিয়ার প্রস্তাব মেনে নিয়ে কেনিয়া, জিম্বাবুয়ে, নেপাল, আফগানিস্তান, আয়ারল্যান্ডকে নিয়ে দ্বিতীয় স্তরে খেলেন। তাহলে আমরাও তৃপ্ত হই। বার বার আমাদের মন নিয়ে খেলার দরকার নেই। কারণ, আপনারা ডরাইল্লা ভূত তু তু...

(বিঃদ্রঃ লেখাটি গতকাল ড্রাফট করে রেখেছিলাম। মুশফিকের ছবি আজকের পত্রিকা থেকে নিয়ে পেস্ট করলাম)

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: খেলা ব্যাপারটা নিয়ে আমাদের এত বেশি সিরিয়াস হওয়া ঠিক না।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: হতে চাই না। ওরা স্বাভাবিক খেলা খেলে হারলে আপত্তি নেই। কিন্তু হারার আগেই হেরে গেলে আপত্তি আছে...

২| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯

মাহমুদুর রহমান বলেছেন: আমাদের ভালো কোন প্রশিক্ষক নেই।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব আছে। আমাদের সমস্যা মানসিকতায়। আমরা জেতার জন্য স্পিন পিচে খেলতে পছন্দ করি...

৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯

নজসু বলেছেন:


আমাদের একটা অভ্যাস খারাপ আছে।
কোন ম্যাচে জিতলে এমন শুরু করি আমরা খেলোয়ারদের সপ্তম আসমানে তুলে দেই।
তারপরের ফল অত্যন্ত শোচনীয় হলে ক্রিকেটারদের দোষ ত্রুটি নিয়ে শুরু হয় চুলচেরা বিশ্লেষন।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমাদের মিডিয়ার অনেক দায় আছে এজন্য। বিসিবি-ও শুধুমাত্র স্পিনের উপর জোর দিতে গিয়ে খেলোয়াড়দের ভীতু করে দিচ্ছে...

৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৬

ঢাবিয়ান বলেছেন: টেস্ট ভাল না খেললেও কিছু যায় আসে না। পাচ দিন ধরে খেলা দেখার ধৈর্য কয়জনের আছে?

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খেলা তো দেখি না। জিম্বাবুয়ের সাথে হারাতে একটু দুঃখ পেলাম আর কি...

৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৩

শাহারিয়ার ইমন বলেছেন: টেস্ট , টি২০ তে অবস্থা খুবই খারাপ

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঘরোয়া ক্রিকেট বিশেষ করে প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো না খেললে অবস্থার আরো অবনতি হবে...

৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪১

মীর সাজ্জাদ বলেছেন: টেস্ট ম্যাচ আমরা খুবই কম খেলার সুযোগ পাই, সমস্যাটা আমাদের এখানেই, অন্যান্য বড় টিমগুলো বছরে কয়টা টেস্ট খেলে আর আমরা কয়টা টেস্ট খেলি। অভিজ্ঞতায় তাই বরাবরের মত আমারা পিছিয়ে। আর আমাদের দলে এক্সপেরিমেন্ট টা একটু বেশী করা হয়, যার কারণে এত বার বার হিতের বিপরীত হয়।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলো বড় দলের সাথে বললে মানায়। জিম্বাবুয়ে, আফগানিস্তানের সাথে বললে মানায় না। ঘরোয়া ক্রিকেটে উন্নয়ন না করলে আরো অবনতি হবে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.