নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘাস ফুল

মানুষের বিচার্য হোক মনুষ্যত্ব ও মানবতা; কোন ধর্ম, গোষ্ঠী, বর্ণ কিংবা লিঙ্গ নয়

বিদ্রোহী বাঙালি

লেখালেখির ক্ষেত্রে আমার অলসতা প্রবাদতুল্য।

বিদ্রোহী বাঙালি › বিস্তারিত পোস্টঃ

চারটি লিমেরিক

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫

(১)
দেশ কোন ইস্যু নয়রে, ইস্যু ফোনালাপ,
রাজনীতিতে হচ্ছে এখন শুধুই অপলাপ।
লাভ ক্ষতির হিসাব চলছে,
জনগণের কপাল পুড়ছে।
দুই নেত্রীর হয় না তবু একটু প্রেমালাপ।

(২)
আমজনতা খাচ্ছে ধোঁকা, রাজনীতির ধাঁধাঁয়,
ক্ষমতায় যাওয়ার পরে, সবাই তাদের কাঁদায়।
এই নীতি চলছে ভাইরে,
বছরের পর বছর ধরে।
দেশের ভাগ্য পিষ্ট হচ্ছে অরাজকতার চাকায়।

(৩)
অবরোধ না হরতাল বুঝার নাই উপায়
সহিংসতাই আসল কথা, পাবলিক নিরুপায়।
ফোটা ককটেল, ভাঙ গাড়ি
ওপর থেকে নাড়ছে ছড়ি।
ক্ষমতার মোহে তারা শুধুই মানুষ কাঁদায়।

(৪)
ইস্যুর চাপে টিস্যু মোরা বাংলার জনগণ
ক্ষমতার জাঁতা কলে আমজনতার মরণ।
বন্ধ কর দ্বন্দ্ব তোদের,
হাত বাড়া ভ্রাতৃত্ব বোধের।
রাজনীতির সুফল মোরা করতে চাই বরণ।

মন্তব্য ৬১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রথম ভালো লাগা
+++

রাজনীতির সুফল মোরা করতে চাই বরণ।

সহমত। ছন্দের যে কোন কিছুই আমার অসাধারণ লাগে। ইচ্ছা রাখি আমিও একদিন ছন্দময় কিছু লিখবো। :(
ভালো থাকবেন।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: যেহেতু ইচ্ছা পোষণ করেছেন, তখন একদিন নিশ্চয়ই লিখে ফেলতে পারবেন। যারা কবিতা লিখে, তাদের জন্য বরং সহজই হবে। ভালো লাগা আর প্লাসের জন্য আন্তরিক ধন্যবাদ রাজপুত্র। আপনার ছন্দময় লেখার জন্য অপেক্ষায় রইলাম।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৬

সুমন কর বলেছেন: বেশ লিখেছেন।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: অনেক ধন্যবাদ সুমন। আপনার নিয়মিত উপস্থিতি আমাকে বেশ উৎসাহ দেয়। অনেক ভালো থাকবেন।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৬

হামিদ আহসান বলেছেন: //ইস্যুর চাপে টিস্যু মোরা বাংলার জনগণ
ক্ষমতার জাঁতা কলে আমজনতার মরণ। //


দেশে বর্তমান বিরাজিত পরিস্থিতিতে আপনার লিমেরিক চারটি খুবই প্রাসঙ্গিক। এটাই ছিল হয়ত আমাদের নিয়তি।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: বাংলার জনগণের নিয়তি খুব খারাপ। দেশের জন্য এতো করেও তারা বরাবরই রাজনীতির নোংরামির স্বীকার। আপনাকে পেয়ে ভালো লাগলো হামিদ ভাই। অনেক ধন্যবাদ।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩০

নাসরীন খান বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪০

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ নাসূবেষ্ট।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী বাঙালী ,




রাজনীতির সুফল কুফল বুঝিনা কিছু ভাই
ভোটের রাজনীতিতে আমরা পাবলিকরা আর নাই
এত্তোদিনেও বোঝেন নাই, এইটাই মোক্ষম দাওয়াই.... ??????

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪২

বিদ্রোহী বাঙালি বলেছেন: ছন্দের তালে তিন পঙক্তিতে আপনি সুন্দর বলেছেন। ভোট দানে জনগণ যদি বিরত থাকতে পারতো, তবে অনেক কিছুরই আসলে সমাধান হয়ে যেতো। কিন্তু আমরা পারছি কই! অনেক ধন্যবাদ আহমেদ জী এস।

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৭

হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন।

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমার প্রায় পোস্টেই আপনার একঝলক উপস্থিতি আমার কাছে অনেক কিছু মনে হয়। অনেক ধন্যবাদ প্রিয় গল্পকার হাসান মাহবুব।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১২

অর্বাচীন পথিক বলেছেন: ++++

ঘাস ভাই

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: আরে পথিক যে! কী খবর আপনার? বানানটা এখনো ঠিক করে দেয়নি? কর্তৃপক্ষের সাথে কি যোগাযোগ করেছিলেন?

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১৮

জাফরুল মবীন বলেছেন: আমজনতার মনের কথা লিখেছেন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে :)

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: চেষ্টা করেছিলাম। কতটুকু হয়েছে জানি না। আমজনতার কথা পড়ে যাবার জন্য অনেক ধন্যবাদ জাফরুল মবীন।

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭

দৃষ্টিসীমানা বলেছেন: সবার মনের যন্ত্রণাগুলোর চ ম ৎ কা র উপস্থাপন ।অনেক ধন্যবাদ ।

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: সবার মনের যন্ত্রণাগুলো। একদম সত্য বলেছেন আপনি। রাজনীতি এখন আমাদের সবার মনে আসলেই যন্ত্রণা সৃষ্টি করছে। পরিত্রাণের রাস্তা আমাদেরই খোঁজে নিতে হবে। অনেক ধন্যবাদ দৃষ্টিসীমানা আপনার দারুণ মন্তব্যের জন্য।

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৯

নেক্সাস বলেছেন: সহজিয়া লিমেরিকে যাপিত জীবনের কঠিন সময়কে তুলে ধরেছেন।

ভালো লাগলো

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: //সহজিয়া লিমেরিকে যাপিত জীবনের কঠিন সময়কে তুলে ধরেছেন।//
দারুণ বলেছেন। অনেক ধন্যবাদ নেক্সাস।

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২

তাহসিনুল ইসলাম বলেছেন: সুন্দর সমসাময়িক লেখা। ভালো লাগলো।

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার ভালো লাগায় লেখার অনুপ্রেরণা পেলাম তাহসিনুল ইসলাম। অনেক ধন্যবাদ।

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৮

ইমিনা বলেছেন: ছন্দে ছন্দে সত্য কথাগুলো তুলে ধরেছেন।
ভালো লাগলো :)

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪১

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার ভালো লাগায় উৎসাহ পেলাম ইমিনা। অনেক ধন্যবাদ।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২২

আমি অথবা অন্য কেউ বলেছেন: লিমেরিক মানে কি? মাইক্রো কাব্যগুলোর মুল বক্তব্য অথবা অর্থ দারুন

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১

বিদ্রোহী বাঙালি বলেছেন: লিমেরিককে বাংলায় পঞ্চপদী ছড়াও বলা হয়। কিছুটা ব্যাঙ্গাত্মক হয় এবং সাধারণত সমসাময়িক বিষয়বস্তুই এর মধ্যে ঠাই পায়।
গঠনশৈলীতে কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন- প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম পঙক্তিতে অন্ত্যমিল থাকতে হবে। অন্য দিকে তিন ও চার নম্বর পঙক্তিতে আলাদাভাবে অন্ত্যমিল থাকতে হয়, যা প্রথম,দ্বিতীয় ও পঞ্চম পঙক্তির চেয়ে ভিন্ন হবে। ছন্দে মসৃণতা থাকা ভালো। তবে মাত্রার ব্যাপারে কড়াকড়ি নাই। আরও কিছু টুকটাক নিয়ম আছে।
ধন্যবাদ আমি অথবা অন্য কেউ।

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৩

এহসান সাবির বলেছেন: ছন্দে ছন্দে রাজনীতির দ্বন্দে...




শুভেচ্ছা।

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: দ্বন্দ্বে দ্বন্দ্বে রাজনীতি চাই না, চাই ছন্দে ছন্দে। অনেক ধন্যবাদ এহসান সাবির।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ ছন্দে দেশ ও রাজনীতির সমসাময়িক চিত্র তুলে ধরেছেন।+++

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: দেরিতে হলেও আপনার উপস্থিতি অনেকটা নিয়মিত আমার পোষ্টে। এটা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করে। রাজনৈতিক নোংরামির কিছুটা চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। প্লাসগুলো বলে দিচ্ছে আপনার কাছে ভালো লেগেছে। অনেক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।

১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

পরীক্ষা ও কাজের চাপে খুব ব্যস্ত আছি তাই ব্লগে ঠিকমতো সময় দিতে পারিনা।

তাই একটু দেরী হয়ে গেল। :)

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনি যে কিছুটা ব্যস্ত আছেন সেটা অনুমান করতে পারি। একেতো নিয়মিত নন, তার উপর আবার অনেক দিন ধরে কোন পোস্টও দেন না। তবে দেরিতে হলেও আপনাকে আমার পোষ্টে পাই। সেটাই আমার কাছে বড় কিছু। দেরি কোন সমস্যা নয়। আবারও অনেক অনেক ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।

১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৩

আমি অথবা অন্য কেউ বলেছেন: বাপরে, এইসব আপনেরাই লিখেন। নিয়ম শুইনাই মাথা ঘুরতেছে

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: মাথা ঘুরার কিছুই নাই। আপনার লেখা পড়ে যাচ্ছি। তাই আমার ধারণা আপনি চাইলেই অতি সহজে লিখতে পারবেন। চেষ্টা করে দেখতে পারেন।

১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৭

বাকপ্রবাস বলেছেন: খুবই সুন্দর এবঙ সময় উপযোগী

১৪ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: আরে বাকপ্রবাস যে! কেমন আছেন আপনি? অনেক দিন পর দেখা পেলাম। আপনার উপস্থিতি কাম্য হলেও অনেক দিন আপনাকে পাইনি। অবশ্য মাঝে আমিও বেশ কিছুদিনের জন্য অনিয়মিত হয়ে পড়েছিলাম। যাহোক, পেয়ে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ।

১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



চারটি পঞ্চপদীর সবগুলোই দেশপ্রেমের সূতোয় বাঁধা।


//বন্ধ কর দ্বন্দ্ব তোদের,
হাত বাড়া ভ্রাতৃত্ব বোধের।// -সুন্দর!

১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: দেশপ্রেমের কোন দাম নাই ভাইজান। এটাকেও অনেকে রাজনৈতিক পণ্য বানিয়ে ফেলেছে। মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এর মতো চাইলেই পাওয়া যায়। তাই কোনটা আসল দেশপ্রেম আর কোন নকল, বুঝা দায় হয়ে গেছে। তবুও চাই দেশটা ভালো থাক, শান্তিতে থাক, আর এগিয়ে যাক।
অনেক ধন্যবাদ মইনুল ভাই।

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

অরুদ্ধ সকাল বলেছেন:
ভ্রাতা নেত্রীদের বয়েস হইয়া গিয়াছে তো তাই তাহাদের মন হইতে প্রেম লোপ পাইয়াছে... সবসময়ই তাহাদের মাথা থাকে "চৈত্র মাসের দুপুর" ভাব

ভ্রাতা ভালো আছেন নিশ্চয়?

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০১

বিদ্রোহী বাঙালি বলেছেন: "চৈত্র মাসের দুপুর"
হা হা হা। খুব ভালো বলেছনে সকাল দা। বরফের দেশে রাখলেও এদের মাথা ঠাণ্ডা হবার নয়।
আমি কোন ভাবে কাটিয়ে দিচ্ছি দিন। আপনার কী খবর? পোষ্টে সচরাচর আপনাকে পাওয়া যায় না। পেয়ে তাই ভীষণ খুশি হলাম। অনেক ধন্যবাদ সকাল দা।

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩

মিশু মিলন বলেছেন: "ইস্যুর চাপে টিস্যু মোরা বাংলার জনগণ
ক্ষমতার জাঁতা কলে আমজনতার মরণ।
বন্ধ কর দ্বন্দ্ব তোদের,
হাত বাড়া ভ্রাতৃত্ব বোধের।
রাজনীতির সুফল মোরা করতে চাই বরণ।"

চরম সত্যকথন! চারটি লিমেরিকেই দেশের বর্তমান ছন্নছাড়া চিত্র তুলে ধরেছেন।

দুই নেত্রীর একটু প্রেমালাম হলে আমরা তো বেঁচেই যেতাম! কিন্তু আমাদের বাঁচাতে তাদের বয়েই গেছে। ক্ষমতায় থাকটাই বড় কথা!


দূর দেশে থাকলেও এই মাটির জন্য তার সন্তানদের প্রাণ কাঁদে। আর কাঁদে বলেই তারা কলম ধরে অন্যায়ের প্রতিবাদ জানায়, রাগ, ক্ষোভ উগড়ে দেয় লেখায়। দেশকে ভালবাসে বলেই তারা দেশের খবর জানার জন্য তারা উদগ্রীব হয়ে থাকে। একটু সুখবর শুনতে চায়। দূরে থেকে ছুঁতে না পরলেও রাজনীতির সুফল দেখতে চায় দেশে। কিন্তু আমাদের রাজনীতিবিদরা তা বোঝে!

ধন্যবাদ প্রিয় বাঙালী। আরো লিখুন। ভাল থাকুন।
শুভকামনা নিরন্তর..............

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: //দূর দেশে থাকলেও এই মাটির জন্য তার সন্তানদের প্রাণ কাঁদে। আর কাঁদে বলেই তারা কলম ধরে অন্যায়ের প্রতিবাদ জানায়, রাগ, ক্ষোভ উগড়ে দেয় লেখায়। দেশকে ভালবাসে বলেই তারা দেশের খবর জানার জন্য তারা উদগ্রীব হয়ে থাকে। একটু সুখবর শুনতে চায়। দূরে থেকে ছুঁতে না পরলেও রাজনীতির সুফল দেখতে চায় দেশে। কিন্তু আমাদের রাজনীতিবিদরা তা বোঝে! //
আপনার এই কথাগুলো অনেক আবেগপ্রবণ করে দিয়েছে আমাকে মিশু। কথাগুলোকে অস্বীকার করার কোন জো নাই। দেশে যখন ছিলাম, তখনও দেশ নিয়ে আমার আবেগ ছিল অনেক উঁচু মানের। নিজের কথা হয়ে যাচ্ছে। তবুও বলতে হচ্ছে। কারণ আমার রক্তে শইদের রক্ত প্রবাহিত হচ্ছে। দেশ আমার কাছে অনেক কিছু। বিদেশ এসে সে আবেগটা পাগলের মতো হয়ে গেছে। কিন্তু দেশের রাজনীতিবিদরা আমাদের সে আবেগগুলোকে শুধু নিজেদের স্বার্থে ব্যবহার করছে। কিন্তু আমরাতো এটা চাই না। আমরা চাই তারা দেশের স্বার্থে সেগুলোকে কাজে লাগাক। স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলুক। কিন্তু সব আশা গুঁড়েবালি। তারপরও আমি আশাবাদী দলের মানুষ। এখনো আশায় আছি, দেশটা একদিন অনেক দূর এগিয়ে যাবে। রাজনৈতিক নোংরামি তখন এখনকার মতো এতো থাকবে না। আপনার মতো দেশপ্রেমিকদের মুখের দিকে তাকালে সেই স্বপ্নটাকে অলীক মনে হয়। আপনার মতো দীপঙ্কর আছে, পুলক আছে। ভাবতেই ভালো লাগে।
অনেক ধন্যবাদ মিশু। অনেক ভালো থাকবেন।

২২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৩

তাশমিন নূর বলেছেন: আমাদের দেশে রাজনীতি হল সেই বৃত্ত যেখানে আমরা এক জগাইকে বিদায় দিয়ে এক মগাইকে ক্ষমতায় বসাই। প্রেমালাপের স্বপ্ন দেখতে আর ভালো লাগে না। এদের উভয়কেই বিদায় দিয়া একটা সাধারণ মানুষরে ভোট দিতে ইচ্ছা হয়, যে কথায় কথায় আমাদের গণতন্ত্রের সবক না দিয়া আমাদের জন্য প্রকৃতপক্ষেই কিছু করে দেখাবে।

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: দারুণ বলেছেন তাশমিন নূর। এমন একটা গণতন্ত্রের জন্যই মুখীয়ে আছি। অনেকতো হল। দেখতে দেখতে তেলাল্লিশ বছর কেটে গেলো, তবুও আমাদের ক্ষমতার রাজনীতিতে কোন পরিবর্তন আসলো না। দেশের জন্য এদের কোন আবেগ নাই, এদের সমস্ত মোহ ক্ষমতার মসনদে বসার জন্য। চমৎকার মন্তব্যে চমৎকার কিছু কথা বলেছেন তাশমিন নূর। অনেক ধন্যবাদ।

২৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৪

ঢাকাবাসী বলেছেন: সুন্দর +++++++++++

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪০

বিদ্রোহী বাঙালি বলেছেন: এত্তোগুলা প্লাস! অনেক ধন্যবাদ ঢাকাবাসী। ভালো থাকবেন সতত।

২৪| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭

জুন বলেছেন: দুই নেত্রীর হয় না তবু একটু প্রেমালাপ। |-)

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম জুন।
হ্যাঁ, দুই নেত্রীর মধ্যে যদি সহনশীল কোন আলাপ হতো, রাজনৈতিক পরিস্থিতির এতো অবনতি হতো না। জনগণের ভোগান্তি কমে আসতো। অনেক ধন্যবাদ আপনাকে।

২৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪০

এনামুল রেজা বলেছেন: কি বলিবো দুঃখের কথা আর
কানের কাজ কোনো একদিন ছিলো যে শোনার
চোখের দশা বন্ধ থাকা
ঘরে বসে নস্যি ডাকা
আমি বোকা না খুজে পাই পাড়...

ঘাসফুল ভাই, আপনি চমৎকার সব লিমেরিক লিখেছেন। মুগ্ধতা।

১৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: //কি বলিবো দুঃখের কথা আর
কানের কাজ কোনো একদিন ছিলো যে শোনার
চোখের দশা বন্ধ থাকা
ঘরে বসে নস্যি ডাকা
আমি বোকা না খুজে পাই পাড়..//
কথাগুলো কিন্তু যথার্থ বলেছে তুমি। রাজনীতি এবং দেশের যে অবস্থা, সেখানে জনগণের চেতনা যদি মুখ থুবড়ে পড়েও থাকা দোষ দেয়ার কোন উপায় নাই। তবুও আমাদের লড়ে যেতে হবে। রাজপথে না পারলেও কলমের আঁচরে পারতে হবে।
তোমার চমৎকার মন্তব্যে অভিভূত হলাম। অনেক ধন্যবাদ রেজা।

২৬| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগা কবি।

নিদারুণ সমকালস্পর্শী প্রতিটি পঞ্চপদী।

ভালো লাগা মন্তব্য-প্রতিমন্তব্যেও।

তাশমিন নূরের মন্তব্যের খানিকটা উল্লেখ করতেই হচ্ছে। তিনি বলেছেন, আমাদের দেশে রাজনীতি হল সেই বৃত্ত যেখানে আমরা এক জগাইকে বিদায় দিয়ে এক মগাইকে ক্ষমতায় বসাই।

জগাই আর মগাইয়ের রূপক অসাধারণ!

হা হা হা হা

ভালো থাকবেন কবি। সবসময়।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

১৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৫:২৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: আবারও কবি বলে লজ্জা দিলেন? :(
পঞ্চপদী আগে কয়েকটা লিখেছিলাম। কিন্তু ভালো লিখতে পারি না বলে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। অনেক দিন পর আবার লিখতে ইচ্ছে করলো।
তাশমিন নূর আসলেই সুন্দর দুটো রূপকে চমৎকার মন্তব্য করেছে।
আপনার উপস্থিতিতে আনন্দিত। পোস্ট পড়ার পর মন্তব্য প্রতিমন্তব্য সব পাঠক পড়ে না। কিন্তু আপনি এটা মোটামুটি নিয়মিতই করে থাকেন। খুব ভালো একটা গুণ। অনেক ধন্যবাদ দীপঙ্কর। ভালো থাকবেন।

২৭| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৮

ডি মুন বলেছেন:
খুব চমৎকার লিখেছেন।
আমাদের জীবনটা যেন রাজনীতির বীভৎসতায় বলি হচ্ছে প্রতিদিন।

গণতন্ত্রের নামে এই নিষ্ঠুর প্রহসন থেকে একদিন আমরা মুক্তি পাব, এটাই প্রত্যাশা।

ভালো থাকুন।
+++

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনি ঠিকই বলেছেন যে, 'আমাদের জীবনটা যেন রাজনীতির বীভৎসতায় বলি হচ্ছে প্রতিদিন।'
জনগণের জন্য রাজনীতিবিদরা রাজনীতি করে, অথচ জনগণ সব সময়ই উপেক্ষিত হয়ে আসছে। বরং রাজনীতিবিদের মধ্যেই ক্ষমতার রশি টানাটানি হচ্ছে অবিরত। মাঝখানে পড়ে জনগণের অবস্থা কাহিল।
মুক্তির প্রত্যাশায় আমরা সকলে। চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ডি মুন। ভালো থাকবেন। আপনার বই বের হচ্ছে আসছে বইমেলায়। অগ্রিম অভিনন্দন রইলো।

২৮| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লিখেছেন। শুভেচ্ছা।

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: অনেক দেরিতে হলেও আপনি পোস্ট খুঁজে নিয়ে মন্তব্য করেন। কৃতজ্ঞতা জানবেন তনিমা।

২৯| ১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

কলমের কালি শেষ বলেছেন: বেশ মূল্যবান কিছু পরিস্থিতি তুলে ধরেছেন ।

ভালো থাকুন ।

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: আরে কলমের কালি যে! নূতন কোন গল্প পোস্ট দেন না কেন? কালি কি আসলেই শেষ হয়ে গেলো? :P
কিছু পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি, যে সব কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সবাই আমরা রাজনৈতিক মুক্তি চাই কালি। অনেক ধন্যবাদ।

৩০| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১১

কলমের কালি শেষ বলেছেন: গল্প যে মাথায় আসছেনা, কবিতাও আসছেনা, কালিও নাই , মাথাও খালি । :( :( :|

ভালো ভালো লিখে যান ।শুভ কামনা । :)

২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: লেখকের কলমের কালি শেষ হওয়া আর মাথা খালি হওয়া আমার মতো পাঠকের জন্য দুঃসংবাদ। নূতন করে কালি ভরে আর মাথার ভিতর গল্প ভরে লিখতে শুরু করে দিন। আসলেই কিন্তু আপনার গল্পের অপেক্ষায় আছি। নিরন্তর শুভ কামনা রইলো আপনার জন্য।

৩১| ২৭ শে মার্চ, ২০১৫ সকাল ৯:১৬

বাকপ্রবাস বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.