নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেই দিন হব শান্ত....

বিদ্রোহী ভৃগু

সকল অনাচার আর অনিয়ম জাগায় দ্রোহ.....

বিদ্রোহী ভৃগু › বিস্তারিত পোস্টঃ

কি করি আজ ভেবে না পাই, জেসন ভায়া’র জন্মদিনের শুভেচ্ছা জানাই

০১ লা মে, ২০১৯ দুপুর ২:১০



মেঘে মেঘে আজি ভায়া
বেলা কম হলোনা;
তুমি বাপু আজো ইয়ং
সিক্রেট বলোনা।

যে নামেই থাকো তুমি
জেসন বা কি করি;
হৃদয়েতে করো রাজ
সর্বদাই স্মরি।

যাই লিখি অগাবগা
সদা থাকো পাশে;
তোমার পালের টানে
মোর ভেলা ভাসে।

ছড়ার রাজা তুমি
এ ব্যপারে নো ডাউট;
গুরু মানে পাইকারি
রাজা-প্রজা,হক্ব-টাউট।

তোমার ছন্দ ত্রাসে
সদা থাকি ম্রিয়;
কি করে শুধাই কও
তুমি কত প্রিয়।

শুরু থেকে ব্লগে তুমি
বরাবরি যোদ্ধা;
অধমের বুকে নেই
ক্রিটিকের স্পর্ধা।

রাইটার্স ব্লকে ছাই
কলম আর চলেনা;
জ্যাম ধরে মগজেতে
ছড়া কথা বলেনা।

তাও এই শুভদিনে
ধরি মসি সাহসে;
পদধূলি যদি মেলে
অধমের পাপোষে।

বাজে ঢাক বাজে বীন
বুকে উঠি রিনরিন;
শুভ হোক শুভ হোক
জেসন ভায়ার ”জন্মদিন''।

এটুকুনি ক্ষেমতা
দিনু সব উজারি;
সামুর কৃষ্ণ তুমি
কতজনই ;) পূজারি।

তোমার ফুলেই তোমার পূজো
কেমন মজা ! এবার বুঝো ;) হা হা হা

মন্তব্য ৬৬ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৯ দুপুর ২:২৪

নতুন নকিব বলেছেন:



কি করি'র জন্য শুভকামনা।

আপনাকেও সুন্দর ছড়ায় তাকে স্মরণ করায়।

০১ লা মে, ২০১৯ বিকাল ৪:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধণ্যবাদ ভায়া

২| ০১ লা মে, ২০১৯ দুপুর ২:২৫

করুণাধারা বলেছেন: জীবনে থাকুক শান্তি আর সন্তুষ্টি; জন্মদিনের শুভকামনা, কি করি আজ ভেবে না পাই।

০১ লা মে, ২০১৯ বিকাল ৪:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনে থাকুক শান্তি আর সন্তুষ্টি;

অনেক অনেক ধন্যবাদ শুভকামনায়
আপনার শুভেচ্ছা তোলা রইলো ভায়ার জন্যে :)

৩| ০১ লা মে, ২০১৯ দুপুর ২:২৯

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: শুভ জন্মদিনের শুভেচ্ছা ।

০১ লা মে, ২০১৯ বিকাল ৪:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

শুভেচ্ছা আপনাকেও শুভেচ্ছার জন্যি ;)

অনেক অনেক ধন্যবাদ

৪| ০১ লা মে, ২০১৯ দুপুর ২:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আরে জেসনের ছবি দিছেন দেখছি :D
ঝাক্কাস পোস্ট B-)

জেসন ভায়াকে জন্মদিনের শুভেচ্ছা :)

০১ লা মে, ২০১৯ বিকাল ৪:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কুটিকালেরটা দিলাম ;)

বত্তমানেরটা দিলেতো আমারে ছড়াতেই কতল করে দিবে ;)
ছড়ায় শহীদ হতে চাইনে বাপু - হা হা হা

শুভেচ্ছা গ্রহণ করুন হে শুভেচ্ছার প্রপাক :)

আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা

৫| ০১ লা মে, ২০১৯ বিকাল ৩:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! এ যেন গঙ্গা জলে গঙ্গা পূজা হলো। জন্মদিনে এক গুণীর প্রতি অপর গুণীর অকৃত্রিম জন্ম দিনের শুভেচ্ছায় শ্রদ্ধা ও ভালো লাগা।
অভিনন্দন ও শুভকামনা দু'জনকেই।

০১ লা মে, ২০১৯ বিকাল ৪:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি যে বলেন না দাদা :)

বড্ড ফাঁকি দিয়েছি। ভায়া, দেখলেই বুঝবে! :P

আমার জন্মদিনে উনি শুভেচ্ছা দিয়ে দিয়ে ঋণি করে রেখেছেন!
উনার জন্মদিনে তাই রেডিমেইড শুভেচ্ছা জানিয়ে বাহবা বাগিয়ে নিলুম ;)
হা হা হা

এডিটিংটা ভল জানলে কাজ খ্রাপ না, কি বলেন জেসন ভায়া ;)

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছাগমনে :)

৬| ০১ লা মে, ২০১৯ বিকাল ৩:৩৭

উপপাদ্য বলেছেন: শুভ জন্মদিনের শুভেচ্ছ।

আপনার কবিতা, পদ্য পড়তে দারুন লাগে ভাই।

০১ লা মে, ২০১৯ বিকাল ৪:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ!

এ আমাদের মহান ছড়াকার কি করি ভায়ারই টিউন ;)
পার্সোনালাইজ করে ফাঁকি দিয়েছি মাত্তর :P
হা হা হা

কৃতজ্ঞতা অনেক অনেক।

৭| ০১ লা মে, ২০১৯ বিকাল ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:


উনার জন্য জন্মদিনের শুভেচ্ছা রলো।

জন্মদিনে ব্লগারকে পরিচয় করিয়ে দেয়ার দরকার ছিলো।

ব্লগিং'এর শুরুতে দেখেছিলাম উনি রাজনৈতিক বিষয়ে লিখতেন, আমরা পড়তাম; পরে উনি রাজ দরবারের ভাঁড়ের মতো, উনার পরিচিত কয়েকজন ব্লগারের জন্মদিনের ছড়া লিখে জন্মদিনের জোকারে পরিণত হয়েছিলেন।

০১ লা মে, ২০১৯ বিকাল ৪:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক ধন্যবাদ জন্মদিনের শুভেচ্ছা জানানোয়।

ব্লগারদের পাারষ্পারিক অন্তরিকতায় ব্লগিংএ এক বিরাট পাওনা।
যদিও আপনি অন্য পোষ্টে ভিন্নমত দিয়েছিলেন।

হুম! শুরুতে রাজৈনিতক পোস্ট আমারো ছিল। কিন্তু ক্রমশ স্বৈরাচারিতা আর মতপ্রকাশের স্বাধীনতার জায়গাটা
সংকুচিত হতে হতে অনেক ব্লগারই ভিন্ন ট্র্যাকে লিখছেন লিখার বাধ্যবাধকতার টানে।
গুমের সংস্কৃতি জীবন যাপন, ভাবনা মতপ্রকাশ সবকিছূই বদলে দিয়েছে! দিচ্ছে।
মতপ্রকাশের টুটি চাপার (সামু ব্যান হওয়াই তার চূড়ান্ত প্রকাশ) শেষ প্রকাশ্য রুপের আমরা সকলেই এখন ভুক্তভুগি!

আপনাকে কিন্তু কেউ ভাড় ব্লগার বলেনা, যদিও গোপালী সমর্থনে অন্ধ, গোপালের সাথে প্রচুর মিল আছে।
প্রত্যেকের লিখার নিজস্ব স্বাধীনতা আছে। তাকে ব্যাঙ্গ করা অন্যায়।
আপনি রাজনৈতিক পোষ্টের নামে আপনার একপেশে চিন্তা ভাবনার যে পোষ্ট দেন, তা যারা পছন্দ করিনা ইগনোর করি! কোন পোষ্টে গিয়ে কিন্তু আপনাকে ভাড় বলিনা। বা জোকার বলি না।

যা বা যে শব্দ নিজের জন্য পছন্দ করেননা, তেমন শব্দ বা বাক্য অন্যের উপর ব্যবহার অনুচিত।
আশা করি ভবিষ্যতে ভাষা ব্যবহারে সতর্ক থাকবেন।

উনি জন্মদিনে যাদের নিয়ে ছড়া লিখেছেন প্রত্যেকের সাথে উনার গভীর আন্তরিকতা, ব্লগীয় মিথস্ক্রিয়ার কারণেই লিখেছেন।
উনি ব্লগের একজন খ্যাতিমান ছড়াকার। জোকার নন।
অবশ্য শাস্ত্র বলে, যে যেমন সে অণ্যকে ভাবে তেমন।

৮| ০১ লা মে, ২০১৯ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


ছোট মন্তব্যের বিপরিতে অনেক টাইপ করতে হলো আপনাকে।

০১ লা মে, ২০১৯ বিকাল ৫:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: যে আকলমন্দ নয়, যে ইশারায় বোঝে না তাকে যে বিশ্লেষন করেই বোঝাতে হয় ;)

৯| ০১ লা মে, ২০১৯ বিকাল ৫:৫২

নতুন নকিব বলেছেন:



'বিশ্লেষণ' দক্ষতায় কিন্তু আপনি অনন্য!

০১ লা মে, ২০১৯ বিকাল ৫:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :-/

:-B B-)

লইজ্জা পালাম ভাই! সব আপনাদের ভালবেসে গ্রহণ করার কারিশমা ;)

১০| ০১ লা মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

নতুন নকিব বলেছেন:



তা একেবারে 'লইজ্জা'!

হাসালেন! ইহা তো আরও গভীরের! 'লজ্জা'র চেয়েও বেশি!

০১ লা মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

গভীরতা অনুভবে কৃতজ্ঞতা।
আপনার পোষ্টে চিহ্ণ রেখে এসেছি। সময় করে দেখে নিয়েন!

ধন্যবাদ ভায়া

১১| ০১ লা মে, ২০১৯ রাত ৮:০৭

বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা




লেখক বলেছেন: যে আকলমন্দ নয়, যে ইশারায় বোঝে না তাকে যে বিশ্লেষন করেই বোঝাতে হয় ;)-

---আলোকিত হোক প্রতিটি মানব

০১ লা মে, ২০১৯ রাত ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ ল ভায়া

হুম। আলোকিত হোক প্রতিটি মানব ;)

১২| ০১ লা মে, ২০১৯ রাত ৮:৫৪

হাবিব বলেছেন: শুভ জন্মদিন সাথে আপনাকেও শুভেচ্ছা হুনা মুখে জন্মদিনের খবর দেয়ার জন্য :P

০১ লা মে, ২০১৯ রাত ৯:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

আমাদের আর মনে রাখতে হয় কই?
ফেবু আছেনা ;)

মনে করিয়ে দেয় সময় মতো :)
ধন্যবাদ ফেবু

১৩| ০১ লা মে, ২০১৯ রাত ৯:৪১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যটা করেছেন
এক চোখাদের পাইক
৭ নং প্রতিমন্তব্যে
দিলাম ডবল লাইক !

কি করি আজ ভেবে না পাই
আমারও খুব আপনা,
তাঁর জন্য রইল হাজার
হাজার শুভ কামনা।

০১ লা মে, ২০১৯ রাত ১০:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন:
লিটন ভায়া রম্যের যাদুকর
তার খুশিতে হৃদয় ভরপুর :)

জানি জানি ভায়া
সে কত আপনা
তাই বুঝি ভায়ার
কোন খোঁজ নেন না? ;)

হা হা হা

অনেক অনেক ধন্যবাদা ভায়া

১৪| ০১ লা মে, ২০১৯ রাত ১০:২১

আহমেদ জী এস বলেছেন: বিদ্রোহী ভৃগু,




কি করি'কে কি করে যে শুভেচ্ছা জানাই............

০২ রা মে, ২০১৯ দুপুর ১২:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় আহমেদ জিএস ভায়া

আপনার শুভেচ্ছা পেয়েই বুঝি উঁকি দিল জেসন ভায়া ;)

১৫| ০১ লা মে, ২০১৯ রাত ১০:৪১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শুয়ে ছিনু চুপচাপ
পৃথিবী-ই সয্যা;
কাঁহাতক কও দিনি
ভালো লাগে,ধ্যূৎ যা।

মেঘ মেঘ অকারণ
দুর দেশ একা একা;
না না 'নো' শিকায়া'ত
কে হে কার,কারই ঠেকা।

নেই কাজ খই ভাজ
মার ঢুঁ রে ব্লগেতে;
মা শাল্লাহ জব্বরি
ভেক কতো লগে তে।

লগিনেই একি জাদু
খেনু পুরো তব্দা;
নেই নেই অধমের
প্রকাশের শব্দা।

করেছো কি করেছো কি
মোর তরো অভাজনে;
অধমেরও দিন'খন
কেউ বুঝি রাখে মনে!!

জড়ালে কি ঋণে চির
ভাষা নেই অভিধানে;
ভালোবাসা ভালোবাসা
থ্যাক্সের নেই মানে।

যা খেল দেখালে গুরু
উস্তাদি ফিনিশে;
হেসে হেসে নিয়ে গেলে
যা যা মোর নিমিষে।

মুন্সিয়ানা কি বাপু
এরে কয় বস রে;
ভৃগু কি সে মিছিমিছি
স্বঠমক ও যশ রে!!

জানা নেই কি কবো রে
প্রকাশেরি জন্য;
গুরু করে দিলে আলো
মহা খোশ ও ধন্য।

০২ রা মে, ২০১৯ দুপুর ১২:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভারী রাগ হয় জেনো
চুপি চুপি থাকো বলে
বলারো মনে করোনা
বুঝি মোরা অবহেলে!

দোয়া শুধু করি সদা
ভাল করে দিন খোদা
দূরদেশে একা একা
আহা বুকে বাজে ব্যাথা।

ফিনিশেইতো মজা
শুরুতেতো টক ঝাল
তুমিই গুরুর গুরু
শেখালে যা মহা খেল!

পরি সনে চুপি সনে
দেখী, হাসি মনে মনে ;)
সূখ টুকু থাকুক সদা
স্মৃতিতে অনুরনে।

১৬| ০১ লা মে, ২০১৯ রাত ১০:৪২

তারেক ফাহিম বলেছেন: ব্লগার কি করি আজ ভেবে না পাইকে জন্ম দিনের শুভেচ্ছা।

০২ রা মে, ২০১৯ দুপুর ১২:২৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: উনার হাজিরায় নৈবদ্য স্বার্থক :)

অনেক অনেক ধন্রবাদ ভায়া

১৭| ০২ রা মে, ২০১৯ রাত ১২:১২

ঠ্যঠা মফিজ বলেছেন: দুজনার জন্যই শুভকামনা ও শুভেচ্ছা থাকলো।

০২ রা মে, ২০১৯ দুপুর ১২:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

১৮| ০২ রা মে, ২০১৯ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: বদের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বাসায় থাকার কারণে জানতেই পারিনি বদের জন্মদিন। তা না হলে পোস্ট দিতাম । মিস হয়ে গেছো হাহাহাহা

০২ রা মে, ২০১৯ দুপুর ১২:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দেখেছেন কি কয়েছে?

শুয়ে ছিনু চুপচাপ
পৃথিবী-ই সয্যা;
কাঁহাতক কও দিনি
ভালো লাগে,ধ্যূৎ যা।

মেঘ মেঘ অকারণ
দুর দেশ একা একা;
না না 'নো' শিকায়া'ত
কে হে কার,কারই ঠেকা।

বদের খোঁজ খবর না রাখা খুব কষ্টের! আমিও কষ্ট পেলাম কিন্তু

বেটার লেট দেন নেভার!
লিখে ফেলুন ঝটপট :)

১৯| ০২ রা মে, ২০১৯ সকাল ১১:৩০

নীল আকাশ বলেছেন: কি করি আজ ভেবে না পাই / জেসন ভাই, জন্মদিনে একরাশ শুভকামনা রইল।
ধন্যবাদ।

০২ রা মে, ২০১৯ দুপুর ১২:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভায়া তোমার এত্ত এত্ত শুভেচ্ছা গ্রহণ করে আমায় ঋণ মুক্ত করো দিকিনি :)

অনেক অনেক ধন্যবাদ ভায়া
শুভেচ্ছা আপনার জন্যেও

২০| ০২ রা মে, ২০১৯ দুপুর ১:২৯

রাকু হাসান বলেছেন:

শুভ জন্ম দিন কি করি আজ ভেবে না পাই --ভাই । অনেক শুভকামনা রইলো ।

০৩ রা মে, ২০১৯ রাত ১০:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

কি করি ভায়া! জলদি আসুন
এত্ত এত্ত শুভেচ্ছার ভারে আমি কাইত ;)

আপনার শুভেচ্ছা গ্রহণ করে কৃতার্থ করুন।

২১| ০২ রা মে, ২০১৯ বিকাল ৩:৩০

জাহিদ অনিক বলেছেন: জেশন ভাই কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ! (ঊনার জন্মদিনও আছে! :P )

তার জন্মদিন উপলক্ষে কী বলব! কী করব ! আজ ভেবে না পাই !

আপনাকেও ধন্যবাদ ও শুভেচ্ছা কবি।

০৩ রা মে, ২০১৯ রাত ১০:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
মানুষটাই এমন!
ভয় হয় নিজেকে লুকাতে লুকাতে কবে না জানি আমরা হারিয়েই ফেলি!
দোয়া রইল জন্মদিনে যেন আরো অনেক অনেক বছর শুভৈচ্ছা জানাতে পারি!

২২| ০২ রা মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

নীলপরি বলেছেন: খুব সুন্দর লিখেছেন ।
ওনার জন্য অনেক শুভেচ্ছা ।

শুভকামনা

০৩ রা মে, ২০১৯ রাত ১০:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছন্দে যাদুকরের যাদুর উপর হাত বুলিয়েছি মাত্র :)
তাইতো যাদুর মতোই লাগছে

অনেক অণেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা নীলপরি :)

২৩| ০৩ রা মে, ২০১৯ রাত ২:৩২

শিখা রহমান বলেছেন: বিদ্রোহী খুব সুন্দর জন্মদিনের শুভেচ্ছা। ছন্দের যাদুকরকে তার জন্মদিনে ছন্দেবাঁধা শুভেচ্ছাই মানায়।

ব্লগের অন্যতম শক্তিশালী ছড়াকার ও কবিকে শুভ জন্মদিন!! আমার খুব প্রিয় মানুষদের একজন ও ভালো বন্ধু।
এইইই ছেলে এত্তো এত্তো শুভকামনা ও ভালোবাসা। তোমার লেখার অপেক্ষায় থাকলাম। ব্লগে তোমার ঝলমলে উপস্থিতি আর কবিতা মিস করছি।

আজ এসো তুমি!! আমরা যে ভাষায় কথা বলি,
সে ভাষায় স্মিত হাস্যে বলে যাও তুমি ভালো আছো।
বলে যাও ঠিকানা হারিয়ে ফেলোনি
আজও কাঁচবৃষ্টির শব্দে মনে পড়ে আমাকে!!

ভালো থেকো ছেলে, ভালোবাসায় থেকো আর আলোময় করে রেখো আমার দিনরাত্রি।

০৩ রা মে, ২০১৯ রাত ১০:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছন্দের যাদুকরের যাদু মিশে আছে যে!!

ছেলেটা বুঝী ভাল নেই। আর আজীবন মূখচোরামিতে
নিরবেই সয়ে গেল বয়ে গেল
জীবনের সব যাতনার ভার
সদা ঝুলীয়ে রেখে
এক ফালি হাসি ঠোটের কোনে।

তার ভাষাতেই খুঁজে নিন কি যাতনায় আছে ছন্দের যাদুকর
" পৃথিবী-ই সয্যা;
কাঁহাতক কও দিনি
ভালো লাগে,ধ্যূৎ যা।

মেঘ মেঘ অকারণ
দুর দেশ একা একা;
না না 'নো' শিকায়া'ত
কে হে কার,কারই ঠেকা।"

বড্ড অভিমানী ছড়াকারের জন্য হৃদয়ের গহন থেকে দোয়া এবং শুভকামনা

২৪| ০৩ রা মে, ২০১৯ দুপুর ১:২৪

হারাধণ০২ বলেছেন: কে এই জেসন? জেসন বর্ন? নাকি ফ্রাইডে দা থার্টিন্থের জেসন? সকলকে শুভেচ্ছা।

০৩ রা মে, ২০১৯ রাত ১০:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কে এই জেসন?
জাতি জানতে চায় ;)
হা হা হা

আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা

২৫| ০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

সুমন কর বলেছেন: হাহাহা..........পুরাই জেসন ভাইয়ের মতো হয়েছে। সুন্দর। +।
উনাকে ফেবুতে শুভেচ্ছা জানিয়েছিলাম...

০৩ রা মে, ২০১৯ রাত ১০:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভায়ার ছড়ায় যাদুর কাঠি নেড়েছি যে ;)
হা হা হা

হুম।
ভায়ার জন্য আশীবাদ রাখবেন।

২৬| ০৩ রা মে, ২০১৯ রাত ১০:৪৯

মনিরা সুলতানা বলেছেন: ছন্দের জাদুকরের জন্মদিনে একদম পারফেক্ট নৈবদ্য !!
শুভ জন্মদিন জেসন ।

০৪ ঠা মে, ২০১৯ সকাল ৮:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

গঙ্গাজলেই গঙ্গা পুজো যে ! ;)
হতেই হবে! হা হা হা

বড্ড মিনসে !খুব রাগ হয়! হাসির আড়ালে সব লুকিয়ে রাখতে চায়!
রাখো ভালো কথা -তাই বলে আপনজনদের কাছেও!!!!
অনেক দোয়া করবেন পাগলুটার জন্যে!

২৭| ০৪ ঠা মে, ২০১৯ রাত ৩:২৭

সোহানী বলেছেন: তাইতো কই কেমুন জানি চেনা চেনা কবিতাখানি......। এডিট পোস্ট জিন্দাবাদ..........

শুভ জন্মদিন প্রিয় ছড়াকার, আধুনিক সুকুমার রায়। তুমি যেভাবে সবার জন্মদিনটি মনে রেখে পোস্ট দাও সেটা একজন ব্লগার এর জীবনে অনেকখানি। ব্লগের এ আত্মার সম্পর্ক তৈরীর পিছনে এরকম কিছু পোস্ট অনেকখানিই ভূমিকা রাখে। ব্লগ মানেই রাজনৈতিক সামাজিক গুড়ুগম্ভীর আলোচনাই নয়, পারস্পরিক ভাবনা, ভালোলাগা, ভালোবাসা তৈরীর একটা চারনভূমিও বটে। কারন এ সর্ম্পক না থাকলে দিনের পর দিন ব্লগে থাকা সম্ভব নয় কিছুতেই। জ্ঞানের বাইরে ভালোবাসার স্থান খুবই জরুরী।

উপরে গাজী ভাই এর মন্তব্য এর উত্তরে তোমার প্রতি পূর্ণ সমর্থন থাকলো। বিদেশে এসে একটা জিনিস আমি খুব শিখেছি সেটা হলো বুলি (Bully) একটা মারাত্বক অপরাধ। অন্যকে অসন্মান করা, ছোট করার চেস্টা বা অপমান করার চেস্টা কোনভাবেই কেউ করে না। এটা আমাদের এশীয় কালচার এর অংশ বলা যায়। যাইহোক, দীর্ঘদিন আমেরিকায় থেকে গাজিভাই দেশীয় আচার আচরন ধরে রেখেছেন দেখে কিছুটা বিস্বিত হচ্ছি বটে। তবে সেটি যদি উনার ভালোবাসা থেকে ফান ..... তাহলে ভিন্ন কথা। যাহোক, সহসাই দেখবো গাজিভাই কি করিকে আর নুরু ভাইকে ফুলেল শুভেচ্ছা দিয়ে পোস্ট করছেন ;)

জগতের সকল প্রাণি সুখী হোক।
ফাকিঁবাজি পোস্টে ভালোলাগা বিগু..........

০৪ ঠা মে, ২০১৯ সকাল ৮:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ইশরে বুঝে ফেলেছো! আমাকে করেছিল উইশ বাউন্সারে,
তাই ফিরিয়ে দিনু এডিট করে :P

হুম। তাতো বটেই। এর মাঝে আমরা যে সব ব্লগার ফেসটু ফেস হয়েছি স্বাভাবিক ভাবেই আন্তরিকতা আরো প্রগাঢ় হয়েছে!
সমর্থনে কৃতজ্ঞতা। সবাই ছোট করে দেখার বিশ্রি রকম মানসিকতা শুরু থেকেই ঘৃণা করি।
আর সেই বাজে বুলিং কিনা আমাদের প্রিয় জেসন ভায়াকে নিয়ে!
তাই যা সত্য তাই বলেছি দ্বিধাহীন।

কারো কারো ইল্লত যায়না ধূলে খাসলত যায়না মরলে. সেই দশা হয়েছে
আমেরিকা বলো কিংবা কানাডা যেখানেই যাকনা কেন তার স্বভাব থেকে বেরুতে পরেনা।

শেষ বেলাতে মনে পড়লো, সময় কম, তাই ফাঁকিবাজিতে এবার চালিয়ে দিলুম!
কিন্তু ভায়া টার অবস্থা আসলেই ভালু না।
তার ভাষাতেই খুঁজে নিন কি যাতনায় আছে ছন্দের যাদুকর
" পৃথিবী-ই সয্যা;
কাঁহাতক কও দিনি
ভালো লাগে,ধ্যূৎ যা।

মেঘ মেঘ অকারণ
দুর দেশ একা একা;
না না 'নো' শিকায়া'ত
কে হে কার,কারই ঠেকা।"

বড্ড অভিমানী ছড়াকারের জন্য অনেক অনেক দোয়া করো!

২৮| ০৪ ঠা মে, ২০১৯ রাত ১০:৩০

ডঃ এম এ আলী বলেছেন:



সেই যে আছে একটি ভাইয়া
মাথাটি যার হয়না নত
লাফায় না সে, ছোটে না সে
চেঁচায় না কো অতশত ।

পাশ দিয়ে সে যায় যে চলে
পায়ের চলায় শব্দ শঙ্খ
ভাষায় বাধন লেখায় কাঁপন,
উলট পালট ছড়ার বাঁশি ।

বোধের ঘরে আগুন ঝড়ায়
অগ্রণী সে, ভাড় তো নয়
সেই তো আসল, সেই তো
পুর্ণপমা, বাঁচার আশায় ।

ধরনীকে বলে যায়
" পৃথিবী-ই সয্যা;
কাঁহাতক কও দিনি
ভালো লাগে,ধ্যূৎ যা।

মেঘ মেঘ অকারণ
দুর দেশ একা একা;
না না 'নো' শিকায়া'ত
কে হে কার,কারই ঠেকা।"

ঠেকায় পরে কইবে যা
পরানে কি সইবে তা!
থাক থাক শোকের ঘোরে
সময় হলে আসবে ফিরে ।

তাঁর জন্মদিনে রইল অনেক অনেক শুভেচ্ছা ।



০৫ ই মে, ২০১৯ দুপুর ২:২৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বাহবা বাহবা বেশ
দারুন ছড়ার রেশ
রইবে মনে অনেক দিনে
ফুরোবেনা আবেশ।।

ভায়া যত কষ্ট একা
দূর হয়ে যাক জলদি তা
আসুক ফিরে সবার মাঝে
লয়ে সুস্থ সবল প্রাণময়তা।

২৯| ১৪ ই মে, ২০১৯ বিকাল ৪:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন :)

১৪ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ট্রেলর আর ট্রেলর!!

ফুল মুভি চাই :) হা হা হা

নীলা কাহিনীর অপেক্ষায় রইনু :)

৩০| ১২ ই জুন, ২০১৯ সকাল ১১:০৩

খায়রুল আহসান বলেছেন: আপনার এ পোস্টটা পড়ে আমি নানা কারণে মুগ্ধ ও অভিভূত!
প্রথম কারণ, একজন সহব্লগারের জন্মতারিখ মনে রেখে তাকে নিয়ে এমন একটা সশ্রদ্ধ ছড়া রচনা হার্দিক শুদ্ধতা ও শুভ্রতার পরিচয় দেয়। দ্বিতীয় কারণ, ছড়াটি যাকে নিয়ে লিখেছেন, একেবারে তার স্টাইলেই রচিত হয়েছে। লেখকের নাম এবং যাকে নিয়ে ছড়াটি রচিত তার নাম বা নিক এর উল্লেখ না থাকলে এটা পড়ে যে কেউই ভাববে, এটা কি করি... এর লেখা ছড়া। তৃতীয় কারণ, কৌতুকের মাধ্যমেও যে কোন বন্ধুকে শ্রদ্ধা ও শুভকামনা জানানো যায়, এ ছড়াটি তার প্রমাণ।
মোট দশটি স্তবকের এ ছড়ায় সবচেয়ে ভাল লেগেছে পঞ্চম স্তবকটি, আর তার পরেই অষ্টম। তবে একদম ভাল লাগেনি দ্বিতীয় স্তবকের শেষ লাইনটি, অর্থাৎ ছড়ার অষ্টম লাইনটি। "কয়ে দিচ্ছি" শব্দ দুটো ভয়ানক ছন্দপতন ঘটিয়েছে। ও শব্দ দুটোর বদলে "সর্বদা স্মরি", কিংবা নিজেই ভেবে দেখুন অন্য কোন শব্দ বসানো যায় কিনা।
ঊনিশের একুশে বইমেলায় জেসনের সাথে সাক্ষাৎ হয়েছিল। উনি এখন কেমন আছেন?
পোস্টে প্লাস + +

১৬ ই জুন, ২০১৯ রাত ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হ্যাটস অফ অভিভাবদন প্রিয় সিনিয়র :)

দেরীর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি- এপাড়ায় আসতেই পারিনি ক'দিন। তাই দেরী।
দারুন ক্রিটিকে কৃতজ্ঞতা। হুম। প্রতিটি পয়েন্ট যুক্তিযুক্ত। আর পরামর্শগুলো দারুন লাগলো।
বো করে মেনে নিনু :)

উনি তো বরাবরই চাপা মানুষ। নিজের হাজার কষ্টকে লুকিযে মূখৈ হাসি ঝুলীয়ে রাখবেনই।
আর বচনে থাকবে ছড়ার খই!
যতটুকু জানি বেশি ভাল নেই। আর ভাল থাকাও যায় না যে অবস্থায় আছেন, সে অবস্থানে।
আন্তরিক দোয়া চাইলাম তাঁর হয়ে।
আল্লাহর অশেষ রহমতই ভরসা।

ভাল থাকুন।

৩১| ১২ ই জুন, ২০১৯ দুপুর ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: শুভজন্মদিন কি করি......পোস্টখানা আগে পড়িনি কারণ ব্লগে ঢুকতাম না তখন। ভেবেছিলাম ব্লগ রাহুসমুক্ত হলে তবেই ব্লগিং শুরু করবো। এখনতো মনে হয় বিরতি দেয়াটা বুল হয়েছে ।স্যাটেলাইট সরকার ব্লগিং বিষয়টি নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করে ।

১৬ ই জুন, ২০১৯ রাত ৮:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম।

ফিরেছেন দেখে ভাল লাগলো

আপাতত এভাবেই নিজ গৃহে পরবাসী হয়েই কাটাতে হবে বুঝি!
তাই থাকুন সামুর সাথে - সবসময়

৩২| ১২ ই জুন, ২০১৯ দুপুর ১২:০৯

নজসু বলেছেন:




শুভ জন্মদিন

১৬ ই জুন, ২০১৯ রাত ৮:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

৩৩| ১২ ই জুন, ২০১৯ দুপুর ১২:২০

খায়রুল আহসান বলেছেন: কিছু ভাল লাগা মন্তব্যঃ ৯,১১,২৩,২৭
কিছু ভাল লাগা প্রতিমন্তব্যঃ ৪,৭,৮
জ্যাসনের জন্য অন্তহীন শুভকামনা......

১৬ ই জুন, ২০১৯ রাত ৮:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কৃতজ্ঞতা প্রিয় সিনিয়র :)

দোয়া করবেন ভায়াটির জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.