নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

‘মানুষ তার স্বপ্নের চাইতেও বড়’ https://www.amazon.com/author/hossaink

কাছের-মানুষ

মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে বদলায়, অকারণেও বদলায় । তবে আমি মনে হয় আগের মতই আছি , কখনও বদলাবওনা মনে হয় ! ! https://www.amazon.com/author/hossaink

কাছের-মানুষ › বিস্তারিত পোস্টঃ

যেমন চলছে জীবন

২৪ শে মার্চ, ২০২০ দুপুর ২:৩০

আমেরিকার ছোট একটি শহরে থাকি, মূলত একটি ইউনিভার্সিটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই শহর। অবশ্য পশ্চিমা দেশগুলোয় শহরগুলো সাধারণত কোন ইউনিভার্সিটিকে কেন্দ্র করেই গড়ে উঠে!! এই ইউনিভার্সিটিতে জয়েন করেছি বেশী দিন হয়নি, আমার বাসা থেকে ডিপার্টমেন্ট হেটে যেতে বড়জোর পনের মিনিট লাগে। এই ইউনিভার্সিটিতে প্রচুর বাঙালি আছে যারা বেশীর ভাগই পিএইচডিতে অধ্যয়নরত, আর সবাই থাকেও প্রায় পাশাপাশি।

আমি দোতলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলায় থাকি, ভবনটি বৃত্তাকার, উপরে উঠার সিঁড়িগুলো কাঠের কিন্তু এপার্টমেন্টগুলো কনক্রিটের । আমার বাসার বারান্দা ঘেঁষে বাম দিকের এপার্টমেন্টে একজন কালো আমেরিকান থাকে, তার পরের পরপর দুটি এপার্টমেন্টে দুই বাঙ্গালী ফ্যামিলি, আমার বারান্দা থেকে সামনে মুখ ঘুরালেই দেখা যায়। তাছাড়া এই ভবটিতে আরও অনেক বাঙ্গালী স্টুডেন্ট থাকে।

গত সপ্তাহে আমাদের স্প্রিং ব্রেক ছিল তাই অফিসে যেতে হয়নি, অবশ্য এখনো যেতে হবে না পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত। আমি আড্ডা প্রিয় লোক, কোথাও আড্ডার সুযোগ পেলেই শিকড় গাড়ার চেষ্টা করি তবে আজকাল দরকার না হলে বাসা থেকে খুব একটা বের হইনা। এখানে বাঙ্গালীরা মিলে নিয়মিত ফুটবল খেলতাম তবে পরিস্থিতি খারাপ তাই কয়েক সপ্তাহ ধরে খেলতে যাই না, এই সুযোগে ভূরি না আবার সামনের দিকে সিজদা দেয় এই ভয়ে আছি। আপাতত বাসা থেকে কাজ করছি, জুম মিটিং হয় গ্রুপের। এমনিতে ঘরে বসে অফিসের কাজ করি, বাকি সময়টাতে ধুমছে বই পড়ছি (পড়তে পড়তে হাফেজ হয়ে যাওয়া বাকি আছে আরকি), ইসলামিক হুকুমত মেনে চলারও চেষ্টা করি।

সম্প্রতি ব্রিটিশ লেখক হারবার্ট জর্জ ওয়েলস এর বিখ্যাত টাইম মেশিন উপন্যাসটি পড়ে ফেললাম, অসাধারণ এক উপন্যাস। লেখকের জন্ম ১৮৮৬ সালে, বুঝাই যাচ্ছে পুরানা আমলের লোক, তবে লেখক পুরানা হলে কি হবে তার কল্প কাহিনী লেখার হাত অসাধারণ, সুনিপুণ লেখনীতে পাঠককে লেখায় আটকে রাখার অসামান্য ক্ষমতা তার। টাইম মেশিন উপন্যাসে তিনি একজন সময় পর্যটকের গল্প বলেছেন, যেখানে সময় পর্যটক উপন্যাসের নায়ক, যিনি একটি টাইম মেশিনের সাহায্যে হাজার লক্ষ্য বছর পরের পৃথিবীতে ঘুরে এসে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেন তার সাঙ্গোপাঙ্গোদের সাথে, যদিও তার শ্রোতারা তার গল্পকে ঠিক বিশ্বাসও করেনা আবার অবিশ্বাসও করে না।

উপন্যাসে তিনি দেখান হাজার লক্ষ বছর পরের পৃথিবীতে মানুষ দুই গ্রুপে বিভক্ত হয়ে যায়, এক গ্রুপ মাটির নিচে থাকে, এবং আরেক গ্রুপ মাটির উপরে। লেখক উদাহারন দিয়েছেন লন্ডন শহরের, লন্ডন শহরে প্রচুর শ্রমিক আছে যারা মাটির নিচে মেট্রো রেলের কাজ বা খনির শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে। লক্ষ্য বছরের ব্যাবধানে এই নিচের মানুষগুলোই, মাটির নিচেই বসবাসের উপযোগী হয়ে উঠে, সূর্যের তাপ আর তাদের সহ্য হয় না, আলোতে চোখে কিছু দেখতে পায় না বরং মাটির নিচেই তারা সাবলীল।

এক সময় যেই মাটির নিচের মানুষগুলো উপরের তলার মানুষের জন্য কাজ করত, সময়ের বিবর্তনে তারা আজ উপরের মানুষের জন্য হুমকির কারণ হয়ে উঠে। উপরের মানুষগুলো বসে খেতে খেতে আরাম প্রিয় হয়ে উঠে, আকারে ছোট এবং দুর্বল হয়, তারা অন্ধকার ভয় পায়। এক সময় মাটির নিচের এবং উপরের এই দুই প্রকার মানুষের মাঝে শুরু হয় ধন্ধ। চমৎকার এই কাহিনীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এই উপন্যাস, শব্দের বুনন, শব্দ চয়ন, ঘটনার বর্ণনা কাহিনীকে করেছে প্রাণবন্ত। তবে এই উপন্যাসকে আমার কল্পকাহিনী থেকে বেশী ফ্যান্টাসি বলেই মনে হয়েছে, অথবা বলা যেতে পারে খুব সফট ধাঁচের সাইফাই।

প্রখ্যাত লেখক জাফর ইকবালের ত্রাতুলের জগত উপন্যাসটাও পরে শেষ করলাম কিছুদিন আগে, ভবিষ্যতের পৃথিবীকে ঘিরে তৈরি হয়েছে এই উপন্যাসের গল্প। গল্পের নায়ক পৃথিবীর এই আধুনিকতা, রোবট, এন্ডোয়েট, সাইবর্গ এসব কিছুই পছন্দ করে না। প্রত্যেকটি মানুষের হাতে একটি করে ডিভাইস লাগানো থাকে যেটা দিয়ে তার উপর সব সময় নজরদারি রাখা হয়, কিন্তু গল্পের নায়ক ত্রাতুল এটা পছন্দ করে না তাই সে নিজের ডিভাইসটি খুলে ফেলে বাদাইম্যা জীবন যাপন করে। যার ফলশ্রুতিতে তাকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী এবং মস্তিষ্কের ম্যাপ নিয়ে ছেড়ে দেয় তাকে।

ত্রাতুলের মস্তিষ্কের ম্যাপ নিয়ে, সেই ম্যাপকে একটি পরা-বাস্তব বা সিমুলেশোন জগতে তার ছেড়ে দেয়া হয়। পরা-বাস্তব জগতে তার সাথে পরিচয় হয় রিয়া নামের একটি মেয়ের। এই পরা-বাস্তব জগতেই দুজন দুজনের প্রেমে ইশকে দীওয়ানা হয়ে যায়, কিন্তু তারা যে পরা-বাস্তব জগতে আছে তখনও বুঝতে পারে না। এক সময় বুঝতে পারে তারা আসল ত্রাতুল এবং রিয়া নয়, তারা তাদের অরিজিনালের একটি স্মৃতি-মাত্র! তারা কোনভাবে যোগাযোগ করে বাস্তব জগতের তাদের প্রতিলিপির সাথে! তার পর কি হবে এর কাহিনী, যারা তাদের এই সিমুলেশোন জগতে ছেড়েছে তাদেরই বা উদ্দেশ্য কি, এরকম বিষয়বস্তু নিয়েই গড়ে উঠেছে এই উপন্যাসের কাহিনী।

অদ্রীশ বর্ধনের প্রফেসর নাটবল্টূও শুরু করলাম যদিও শেষ করিনি একটি গল্পও। যেহেতু বাহিরে যাওয়া হয়না হাতে সময় প্রচুর তাই অবসরে ইউটিউবে যাতায়াতও বাড়িয়ে দিয়েছি, মাঝে বেশ কয়েকটি অডিও বই শুনলাম ইউটিউব থেকে, বিশেষ করে হুমায়ুন আহমেদের, জাফর ইকবাল এবং ওপার বাংলার কয়েকজন লেখকের গল্পের বই। কিন্তু আমার অডিও কেন জানি ভাল লাগে না ততটা, পড়ে যেমন গল্পে ডুবে যাই, শুনলে ততটা জোশ পাই না।

সম্প্রতি রকিব হাসানের বিদেশী কাহিনী অবলম্বনে স্টার ওয়ার্স বইটি পড়া শুরু করেছি। এই ক্যাটাগরির লেখা আমার খুব একটি পছন্দের না তবুও অনিচ্ছা স্বত্বেও পড়া শুরু করেছিলাম। লেখকের দুর্দান্ত শব্দ চয়ন, কাহিনীর বুনন, এবং চরিত্র এবং পারিপার্শ্বিক বর্ণনা এত চমৎকার ভাবে করেছেন, মনে হচ্ছে প্রতিটি দৃশ্যই যেন চোখের সামনে ভাসছে, এত সুন্দর বর্ণনা সম্পতি কোন বই এ পড়েছি বলে মনে পরছে না। নিজেকে সমৃদ্ধ করার জন্য বইটি সত্যিই অসাধারণ। বইটি না পড়লে জীবন বৃথা হয়ে যেত মনে হচ্ছে! গত মাস একটি সাইন্স ফিকশন উপন্যাস লেখায় হাত দিয়েছিলাম। গত সপ্তাহে উপন্যাসটি লেখা শেষ করেছি, এখন ফেলে রেখেছি পরে রিভিশন দিতে হবে কয়েক বার।

এবার ভিন্ন প্রসঙ্গে বলছি, বর্তমান এই সময়ে আমাদের দেশের এক শ্রেণির মানুষ বেশ মোজ-মাস্তিতে আছে দেখলাম ছুটিছাটা নিয়ে। তামাম দুনিয়া যেখানে চিন্তিত সেখানে বাঙ্গালী নো চিন্তা ডু ফুর্তি মুডে আছে, আজ দেখলাম জামায়াতের সহিত ট্রেন টিকিট করে আনন্দ ভ্রমণে বের হয়েছে। তবে ফেইসবুকে এই নিয়ে ব্যাপক আন্দোলন হচ্ছে খুব। অবশ্য আমি তাদের দোষ দেই না, আমাদের দেশের আদমের জীবনের খুব একটা মূল্য নাই, হয়ত গাড়ি এক্সিডেন্টে, লঞ্চ ডুবিতে, নয়ত ডেঙ্গুতে বহু আদম এমনিতেই ঝরে পরে, এখন না হয় নোবেল রোগে আদম খতম হবে!! তাই হয়ত বাংলার মানুষ থোড়াই কেয়ার করছে!!

যাইহোক ছোট একটি উপদেশ দিয়ে লেখার ইতি-টানা যাক, সবাই ঘরের মধ্যে চিৎ হয়ে শুয়ে থাকুন, বাইরে বের হবেন না, উহ আহ করা যাবে না, হাঁচি-কাশিতো আরও না, হাঁচি-কাশি আসলেও দাতে দাঁত চেপে চিৎ হয়ে বিছানায় শুয়ে থাকুন, মনে রাখবেন মানব জাতীর বৃহত্তর কল্যাণের স্বার্থে কয়েক মাসের জন্য হাঁচি-কাশিকে আলবিদা জানাতে হবে।

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।


মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০৫

ভুয়া মফিজ বলেছেন: আমার তো চিৎ হয়ে শুতে ভালো লাগে না, উপুড় হয়ে শুতেই ভালো লাগে। বাসার ভিতরে প্রায়ই হাচি দেই। আর একজন বিড়িখোর হিসাবে কাশি আমার নিত্যসঙ্গী। এখন আমার কি হবে? :((

২৪ শে মার্চ, ২০২০ রাত ১০:৩৮

কাছের-মানুষ বলেছেন: কোন সমস্যা নেই, উপুর হয়ে শুয়ে হাচি কাশি দিলে ভাইরাস বাহিরে যাবে না, জায়গারটা জায়গাই খতম, আপনি লাইনেই আছেন ! :P :P

২| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: জাফর ইকবাল স্যারের লেখনির ধাচের আরো কোনো লেখক আছে? থাকলে সাজেস্ট করুন প্লিজ।

২৪ শে মার্চ, ২০২০ রাত ১০:৫০

কাছের-মানুষ বলেছেন: প্রত্যেক লেখকের লেখার ধরন এবং স্টাইল আলাদা। জাফর ইকবাল স্যারের একটি গুন হল তিনি খুব হার্ড সাইফাইকে অনেক সফট ধাঁচে লিখতে পারেন। আপনি যদি সাইন্স ফিকশন লেখকের কথা বলেন তাহলে আপনি নিশ্চয়ই জানেন হুমায়ুন আহমেদের সাইন্স ফিকশনও অনেক সফট ধাঁচের হয় এবং একটি মানবিক গল্প থাকে তার সাইন্স ফিকশানে।

এর বাইরে আমি মুস্তাক আহমেদের একটি মাত্র সাইন্স ফিকশন উপন্যাস পরেছিলাম, আমার ভাল লেগেছিল তার লেখার স্টাইল।মুস্তাক আহমেদ পড়তে পারেন। সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুও অনেক সফট ধাঁচের লেখা, যে কেউ পড়ে বুঝতে পারবে। অদ্রীশ বর্ধনের প্রফেসর নাট-বল্টুও পড়তে পারেন যদি সফট ধাঁচের কল্প-গল্প পছন্দ করেন। তবে তার সাইন্স ফিকশনকে আমার ফ্যান্টাসি মনে হয়েছে!!

৩| ২৪ শে মার্চ, ২০২০ বিকাল ৪:৪১

নেওয়াজ আলি বলেছেন: যাই করেন , যাই খান। জনবিচ্ছিন্ন থাকবেন। ভালো থাকুন।

২৪ শে মার্চ, ২০২০ রাত ১১:০৫

কাছের-মানুষ বলেছেন: হুম, জন বিচ্ছিন্ন থাকাই নিজের এবং সবার জন্য মঙ্গল।

ভাল থকুন সব সময়।

৪| ২৪ শে মার্চ, ২০২০ রাত ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: করোনা মুখর দিন গুলিতে ঘরে বসে থাকাই এখন ইবাদত। ব্লগিং এ ভালো সময় দেয়া যাবে। ভাদাইম্যা জীবন এখন ঝুঁকি পূর্ণ ।

২৪ শে মার্চ, ২০২০ রাত ১১:০৭

কাছের-মানুষ বলেছেন: আপনি ঠিক বলেছেন এখন নিজে বাসায় থাকলে সবাই নিরাপদ থাকবে। ব্লগিং এ সময় দেয়া যাবে এটাও ভাল দিক।

৫| ০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:২৯

সামায়েল লিনিথ বলেছেন: যোগ ব্যায়াম অনুশীলন করতে পারেন

০৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৫

কাছের-মানুষ বলেছেন: আমি ব্যায়াম বলতে এক ঘর থেকে আরেক ঘরে হাটাহাটি মাঝেমাঝে! তবে যোগ ব্যায়ামে করা হয় না।

৬| ০৩ রা মে, ২০২০ সকাল ১১:৩০

খায়রুল আহসান বলেছেন: ভাল লেগেছে আপনার চলতি জীবনের আলাপন। আপনার সদ্যপঠিত বইগুলো নিয়ে হাল্কা আলোচনাও মন্দ হয়নি।
আমার "ছবি ব্লগঃ পথ চলার আনন্দ" পোস্টটি পড়ে একটি প্রীতিকর মন্তব্য রেখে এসেছেন, এজন্য ধন্যবাদ।
আপনি কোন বিষয়ে পড়ান, এটা কি জানা যাবে? অবশ্য উত্তরটা ব্যক্তিগত তথ্য বিবেচিত হলে উত্তরের প্রয়োজন নেই।

০৩ রা মে, ২০২০ দুপুর ১:৫৪

কাছের-মানুষ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।

আমার টিচিং রেসপন্সিব্লিটি নেই আপাতত, রিসার্চর হিসেবে আছি !

আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের। মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট নিয়ে কাজ করি।

৭| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:৪৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল দিনকথন।

১৪ ই জুন, ২০২০ সকাল ৭:৪৮

কাছের-মানুষ বলেছেন: করোনার এই যুগে সবার দিনই মোটামুটি মনে হয় একই রকম! বই পড়া, মুভি দেখা, নাটক দেখা অথবা ঘরে বসে কাজ করা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.