নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্য কেউ অচেনা

♥♥ অন্য জগৎ ♥♥

দুঃখী__ বন্ধু

সব মানুষ ই হয় হিরো, ন য় ভিলেন অথবা পার্শ্বচরিত্র।

দুঃখী__ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

অপরাধী : দুঃখী বন্ধু

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৩









নিউরন গুলোতে আলোর চেয়ে দ্রুতগতির বার্তা আসছে যাচ্ছে,

হৃদপিণ্ডের ছন্দময়তায় শরীরে রক্তের উচ্ছ্বাস ;

একটা হত্যাকাণ্ডের নিখুঁত পরিকল্পনা করা আছে ,

আরো এড্রেনালিন মিশে যাচ্ছে রক্তে,

লোমকূপ পর্যন্ত সচেতন

উত্তেজনা টান টান ...

এই শেষ সময়েও নেগেটিভ ইমপালস সক্রিয়

বারে বারে একই কথা বলছে...



নীরা তোমায় ভালবাসে ;

নীরা তোমায় ভালবাসে;

নীরা তোমায় ভালবাসে ;



নিজের মনেই হাসল সে

জীবন যদি গল্প হতো তাহলে বিষয়টা এমন হবে

সে খুনটা করবেনা

কিন্তু জীবনটা তো গল্প না ।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৭

মনিরা সুলতানা বলেছেন: অনেক কঠিন শব্দ চয়ন ...
এমনি কবিতা বুঝি না ...

না বুঝলেও পড়তে ভাল লাগ্ল :)

১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৭

দুঃখী__ বন্ধু বলেছেন: হাহাহা , অনেক ধন্যবাদ ।

২| ১৫ ই জুন, ২০১৩ ভোর ৫:৫০

খেয়া ঘাট বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: অনেক কঠিন শব্দ চয়ন ...
এমনি কবিতা বুঝি না ...

না বুঝলেও পড়তে ভাল লাগ্ল

১৫ ই জুন, ২০১৩ সকাল ৭:০৮

দুঃখী__ বন্ধু বলেছেন: এই ব্লগ পরিদর্শনে কৃতজ্ঞতা জানবেন ।

৩| ২২ শে জুন, ২০১৩ সকাল ৯:০৭

ইমরাজ কবির মুন বলেছেন:
একটু কঠিন তবে লিখসেন চমৎকার, ভাল্লাগসে পড়ে।
বানানের দিকটা একটু খেয়াল করবেন-
হৃদপিন্ডের >হৃপিন্ডের
নিঁখুত>নিখুঁ
উত্তজনা>উত্তেজনা।
শুভকামনা ||

২২ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

দুঃখী__ বন্ধু বলেছেন: হৃদপিণ্ডের টা বাদে সব ঠিক ধরেছেন । একেবারে অভ্র বাংলা টুলসের মত । খুব ভাল লাগল । নেক্সটে বানান খেয়াল রাখব । অনেক ধন্যবাদ মুন ভাইয়া । :)

৪| ২২ শে জুন, ২০১৩ রাত ১০:৩৪

আরজু পনি বলেছেন:

অনেক ভাল আপনার লিখার হাত। দেখে ভালো লাগলো।

ওয়াচে দেখেই কমেন্ট করলাম প্রথমটাতে আগে।

চালিয়ে যান।

ব্লগিং আনন্দময় হোক।। !:#P

২৩ শে জুন, ২০১৩ ভোর ৪:৪৫

দুঃখী__ বন্ধু বলেছেন: পনি আপু ,আপনাকে এই ওয়াচ ব্লগে পেয়ে দারুণ উতসাহিত লাগছে । অনেক শুভ কামনা রইল ।

৫| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৪

ইমরাজ কবির মুন বলেছেন:
আমার ডিকশনারীটা চেক করলাম, ওখানে হৃপিন্ডই দেয়া।কনফিউজ্ড ||

২৩ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৩

দুঃখী__ বন্ধু বলেছেন: কি জানি ,তাহলে মনে হয় দুটোই ঠিক । আমিও কনফিউজড :P

৬| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৩১

ভারসাম্য বলেছেন: জীবন কবিতাও নয়।

খুন কাকে করা হল! নিজেকে না নীরাকে? ছুরি অথবা ঘুমের বড়ি, কিছু একটার ছায়া কবিতায় থাকলে কে খুন হল বোঝা যেত। ;)

কবিতা হিসেবে খুব সুন্দর লেগেছে। +++++++++

১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৪

দুঃখী__ বন্ধু বলেছেন: মেলা ধন্যবাদ । অই টুকু বুঝে নেয়া পাঠকের দায়িত্ব । কবিতা রচনাকারিদের সব কথা বলে দিতে নেই । :P

৭| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪০

প্রত্যাবর্তন@ বলেছেন: ছোট্ট পরিসরে বেশ লিখেছেন ।

১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৮

দুঃখী__ বন্ধু বলেছেন: আবারো ধন্যবাদ ভাইয়া । ভালো থাকবেন । ঈদ মোবারক :)

৮| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪১

বাংলাদেশী দালাল বলেছেন: সেকি আপু ব্লগ লিখেছেন: ১ বছর ১ মাস আর জাতীর কিছু সৌভাগ্যবান ব্লগার ছারা আর কেয় জানতে পারলো না?

মাইন্ড খাইছি :||

যাউকগা, মাল্টি মুবারাক B-)

প্রথম পোস্টে কমেন্ট কইরা সান্তনা লইলাম। :D

৯| ০৩ রা আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মনিরা আপার জন্য ইতিহাসের অংশ হওয়ার সুযোগ ফস্কে গেল । :D :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.