নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্য কেউ অচেনা

♥♥ অন্য জগৎ ♥♥

দুঃখী__ বন্ধু

সব মানুষ ই হয় হিরো, ন য় ভিলেন অথবা পার্শ্বচরিত্র।

দুঃখী__ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

তোমার সংগে যেদিন দেখা হয়

০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৪

তোমার সংগে যেদিন দেখা হয়
খুব লক্ষ্য করে দেখেছি
অফিসের সব কাজ হয়ে যায়
রিকশাওয়ালা বেশি ভাড়া চায়না
চায়ের চিনি ঠিকমত দেয় মোড়ের দোকানী
কোথা থেকে বকুলের ঘ্রাণ আসতে থাকে
আকাশে দেখি রংগিন রংগিন মেঘ
রাস্তার ধারে ফুটে ওঠে কত রকম ঘাস ফুল

তোমার সংগে যেদিন দেখা হয়
খুব লক্ষ্য করে দেখেছি
আমি কেমন পাখি হয়ে যাই
ঝিলের পাড়ে যত গুলি জোনাক জ্বলে
ঠিক তত গুলি ভাললাগা ঘিরে ধরে
লাজুক চাঁদ চন্দ্রালোকে ডুবিয়ে দেয় পৃথিবী
গায়কেরা মোহনীয় ভাবে গান গায়
ধুউউর বলে যে গুলো উড়িয়ে দিতাম
সে গানগুলোর ও আবেগী অর্থ খুঁজে পাই

তোমার সংগে যেদিন দেখা হয়
করি কিছু পাগলামী , অকারণে হাসি
খুব লক্ষ্য করে বুঝেছি
আমি তোমায় ভালবাসি ।








মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৩

মনিরা সুলতানা বলেছেন: :!> :#> :!> :#> :!> :!> :#>

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪১

দুঃখী__ বন্ধু বলেছেন: মসু মনি এটা কিয়ের ইমু দিস ? উঠে নাই তো । :(

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৯

পাবনার পাগল বলেছেন: আপনার ভাগ্যটা বেশ ভালো ।

কিন্তু আমি যেদিন "তাহার" সাথে দেখা করতে যাই, সেদিনই থাকে রাস্তায় বেশি জ্যাম, নানা ধরনের প্রতিকূলতা ।

তবে হ্যা, নিম্নোক্ত পঙক্তিগুলো কিন্তু ধ্রুব সত্য ।

"তোমার সংগে যেদিন দেখা হয়
খুব লক্ষ্য করে দেখেছি
আমি কেমন পাখি হয়ে যাই
ঝিলের পাড়ে যত গুলি জোনাক জ্বলে
ঠিক তত গুলি ভাললাগা ঘিরে ধরে
লাজুক চাঁদ চন্দ্রালোকে ডুবিয়ে দেয় পৃথিবী
গায়কেরা মোহনীয় ভাবে গান গায়
ধুউউর বলে যে গুলো উড়িয়ে দিতাম
সে গানগুলোর ও আবেগী অর্থ খুঁজে পাই

তোমার সংগে যেদিন দেখা হয়
করি কিছু পাগলামী , অকারণে হাসি
খুব লক্ষ্য করে বুঝেছি
আমি তোমায় ভালবাসি । "


অনেক ভালো লাগলো ।


চির নিদ্রায় শায়িত থাকুক আপনার ভালোবাসা
তাহার হৃদয় প্রান্তরে ।


০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

দুঃখী__ বন্ধু বলেছেন: তাহার সংগে দেখা করতে যাবার দিন

কোথা থেকে ভেজাইল্যা কাজ এসে জুটবে
রাস্তায় থাকবে দুনিয়ার জ্যাম
ভাল ড্রেস খুঁজে পাওয়া যাবে না
চুল গুলো হয়ে যাবে বারে বারে এলোমেলো
তাড়াহুড়া করে অস্ত যাবে সূর্যটা
ঘড়ির কাঁটা ঘুরবে খুব তাড়াতাড়ি


ধন্যবাদ আর শুভকামনা । ভালো থাকুন দুজন :)

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৭

একজন সৈকত বলেছেন:
অনেক অনেক ভালো লাগলো-
ভালো থাকুন :)

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭

দুঃখী__ বন্ধু বলেছেন: :) :) :) :)

ধন্যবাদ আর শুভকামনা একজন সৈকত :)

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২০

সুমন কর বলেছেন: ভাল লাগল।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৭

দুঃখী__ বন্ধু বলেছেন: বিনীত ধন্যবাদ আর শুভকামনা সুমন কর ।

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৭

মনিরা সুলতানা বলেছেন: :#> :!> :!> :!> :!> :!> :#>

লজ্জার ইমু

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৯

দুঃখী__ বন্ধু বলেছেন: < দিলে উঠতো :#!> :) :)

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৭

সায়েদা সোহেলী বলেছেন: দোস্ত এমন ভালোবাসায় আমি মুগ্ধ , আবেগাপ্লুত ,বাকরুদ্ধ . .. . :!> :>

লেখার কথায় বলতে হয় অনেক ন্যাচারাল ভাব ছন্দে আবেগের প্রকাশ করেছ


৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫০

সায়েদা সোহেলী বলেছেন: http://m.youtube.com/watch?v=PKynne11sGI

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৩

না পারভীন বলেছেন: এই কবিতা লেখা হয়ে গেল, কিন্তু কে বলবে যার জন্য কবিতা তার সাথে কোন দিন দেখা হয় নি এমন কি দেখা হবে কিনা এটাও কেউ জানেনা। :( তবুও এই অল্প কিছু দিনের দুনিয়ায়, ক্ষনেকের পরিচয়, যদি তোমার মন ভাল হয় বন্ধু, এ বিশাল পাওয়া ।

৯| ১০ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৩৩

হাসান মাহবুব বলেছেন: সুইট হৈসে কবিতা।

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১

কলমের কালি শেষ বলেছেন: মিষ্টি কবিতা ।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৪

অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর হইসে কবিতাটা অনেক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.