নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্য কেউ অচেনা

♥♥ অন্য জগৎ ♥♥

দুঃখী__ বন্ধু

সব মানুষ ই হয় হিরো, ন য় ভিলেন অথবা পার্শ্বচরিত্র।

দুঃখী__ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

তেলাপোকা বা পাখি

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৩



বেশ শিখে গেছি কিভাবে
বেদনাকে বেদনা দিয়ে ঢেকে দিতে হয়
কিভাবে ভুলে যেতে হয় নিজেকে

কত বার ব্যর্থ হয়েছি তার নাই হিসেব
আশার কবরের এফিটাফ ও ভংগুর প্রায়
অপমান আপবাদ কাঁধে নিয়ে
সময়ের জোয়াল বয়ে বেড়াই
ভারবাহী গাধার মত ।।

পৃথিবীতে হয়ত বসন্ত আসে
এখানে আসেনা
পৃথিবীতে হয়ত সূর্যোদয় হয়
এখানে হয়না
প্রাণশক্তি জ্বেলে জ্বেলে ক্ষয় করে
তেলাপোকার মত শুধু টিকে আছি
এ রাত বড় দীর্ঘ ।।

নিজেকেও শুনাই না
নিজেকে দেখিনা
কখনও জানাই না ,
তেলাপোকার মত যে জীবন তোমার
সে জীবন আসলে জীবন না

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪০

ভারসাম্য বলেছেন: পৃথিবীতেও আর বসন্ত আসে না! তবে আসবে হয়তো। আসতে পারে ওখানেও। :D

+++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৫

দুঃখী__ বন্ধু বলেছেন: ধন্যবাদ সাম্য :) :)

২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৫

হাসান মাহবুব বলেছেন: একটি ব্যথাতুর হৃদয়ের করুণ আকুতি শুনলাম। বেশ টাচি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬

দুঃখী__ বন্ধু বলেছেন: ধন্যবাদ হা মা :) :)

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৭

সপ্নাতুর আহসান বলেছেন: বড় বড় দুঃখ এসে ছোট দুঃখ ভুলিয়ে দিয়ে যায়। জীবন এটা মেনে নিতে শিখে যায়। তবে সময় লাগে। :(

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭

দুঃখী__ বন্ধু বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ সপ্নাতুর :)

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৭

সায়েদা সোহেলী বলেছেন: বসন্তের অপেক্ষায় নয় , আপন রং এই রঙ্গিন হোক পৃথিবী

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১১

দুঃখী__ বন্ধু বলেছেন: :) :) রং নাই :)

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৪

সায়েদা সোহেলী বলেছেন: আছে আছে , আর কেউ না জানলেও আমি যে জানি । লুকাবে কোথায় !!???? ;) ;) ;)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩০

দুঃখী__ বন্ধু বলেছেন: আমাকে জানাও বন্ধু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.