নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

সেও বেড়াতে এসেছিল

২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২২

সে এসেছিল ৷ কিছুক্ষন থেকে ৷ তারপর চলেগিয়েছিল ৷
সে থাকতে আসেনি ৷ থাকতে সে
কখনই আসে না ৷

ঝড় বৃষ্টি মেঘছায়া
মাথায় নিয়ে আসে ৷
সে আবার , চলেও যায় ৷
চলে যাবে বলেই এসেছিল ৷

সে সূর্যউদয়, সূর্যাস্ত নই কখনও
সে বেড়াতে এসেছিল ৷
যদি কখনও ভুলে যাই
ভেবে পাগল বাতাস
তার মুঠোয় জমিয়ে রেখেছিল ঘামগন্ধ আর এই রৌদ্দুর
ধরে রেখেছিল তার উষ্ণতা ।


যদি বিচ্ছেদ ছুঁয়ে পাথর চাপি বুকে
ক্ষতি নেই তার
দুঃখে কোনো ক্ষোভও নেই তাতে
সে তো থাকতে আসেনি!
সে এসেছিল বেড়াতে ৷


হয়তো সে ভেবেছিল - ' এই দিন ' ' এই রাত ' এই জায়গা, 'এই মানুষ '
তার মনের মত নয় ৷ তাই তাকে
ফিরতে হয়েছিল নিঃশব্দে
কোন কথা না বলে ৷


তবুও, যতদিন এসেছিল আলগাভাবে থেকেছিল
সে যেনো এক সহস্র জীবন ৷

তারপর সে
চলে গিয়েছিল ৷ চলে যেতেই
বোধ-হয় এসেছিলো…………… এই ঠিক ,
অন্য অতিথির মত
সেও বেড়াতে এসেছিল

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

গেম চেঞ্জার বলেছেন: আপনার লেখা বেশ প্রাঞ্জল। চালিয়ে যান। +++++

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:১৬

দেবজ্যোতিকাজল বলেছেন: :):) অনাবিল শুভেচ্ছা রইল :D:D ভাল থাকবে ;)

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:২৮

বাংলার ফেসবুক বলেছেন: ঝড় বৃষ্টি মেঘছায়া
মাথায় নিয়ে আসে ৷
সে আবার , চলেও যায় ৷
চলে যাবে বলেই এসেছিল ৷

২৮ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ধন্যবাদ মতামত জানাবার জন্য :) ভালো থাকবে :)

৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬

রুদ্র জাহেদ বলেছেন: সাবলীল ভাষায় সুন্দর কবিতা++++++

২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

দেবজ্যোতিকাজল বলেছেন: পাশে থেকে ভাল মন্দ জানাবে :) ধন্যবাদ:D:D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.