নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

সিরিজ_কবিতা ♦ প্রতিদিন তুমি মাটির মুর্তি

১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০২


খটকা

আমি যখন কবিতা লিখতে বসি
অনুভব করি আমার ভিতরে
কিছু একটা ঘটতে ।

আমি তখন নিজেকে বুঝে উঠতে পাবি না
আমার চামড়ার নিচে কে আগুন হয়ে জ্বলে

হঠাৎ-
একটা কবিতা এসে দাঁড়ায়
আমি ভয়ে কুঁকড়ে উঠি মনে

আমি তখন বুঝতে পারি
লেখার টেবিলে আমি মিসিং
তাই আমার একা বোধ গুলো
খুঁজে পায় বিস্তার অবিস্তারে ।

কিন্তু এবার ভেবেছি আমি-
অনেকটা পথ এগোব , অনেকটা
মিত্রাক্ষর কবিতার হাত ধরে হাঁটব
বহু দূর অবধি , বহু অজানা দূর ।

সকল

সব যে থেমে যাবে , ভেঙ্গে-ভাঙ্গা হবে
আলগা হয়ে সব একদিন হারিয়ে যাবে ।
তখন ,আমি তোমার শ্বাস নিব , দুঃখ নিব
কিন্তু তোমার মৃত দেহ নিতে পারব না ।

চলি

আমি তোমাকে বিদায় বলতে পারি নি
শ্রেষ্ট সময়েও বলতে পারি নি চলি ।
তোমাকে এখনি বলতে হবে বিদায়
আমি দ্বিতীয়বার বিদায় নিতে পারব না ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

২| ১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:২৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.