নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

সম্মান, ভালোবাসা, শ্রদ্ধাবোধ দেওয়ার পূর্বে নিতেই অনেক বেশি উলঙ্গ প্রস্তুতিকরণ !!!

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:০১

হাহাহাহা হাহাহাহা
.....
আরে আরে !!!! তোরা এখনও যে বোকা, গাঁধাই রইলি !!
মানুষের তরে আপনা বিলিয়ে চিরোকালের রাজনীতির হয় মানুষ কে সত্যিকারের ভালোবেসে, আপন করে,
সেই খানের সংযোগ থাকে বুকের গভিরে, চিরো অটুট রয় সে বন্ধন,
তোমরা কি ভুলে গেছো, যার জিবন্ত উধারণ জাতিরজনক,
যদি - সেই পুরোনো ধাঁচে চোখ রাঙিয়ে, অস্ত্রবলে অথবা টাকার ম্যাজিকে নেতা তোমার বলয় হবে সাহসা, চোখের সামনে মুখের জয়ধ্বনিতে তুমি মহা তৃপ্ত ! তাসেরঘরে !!
ইতিহাস কি বলে ?
এই তোমাদের এতোদিনের রাজনীতির শিক্ষাজ্ঞান ? তোমরা কি ভাবে আগামীতে নেতৃত্ব আসবে ! যে খানে সম্মান, ভালোবাসা,শ্রদ্ধাবোধ দেওয়ার পূর্বে নিতেই অনেক বেশি উলঙ্গ প্রস্তুতিকরণ !!!
.....
বাংলার মানুষ এখন আর সেই আবাল নয়, সমগ্র বিশ্ব আজ জেনে গেছে, বাঙ্গলী তার ঘরে বসেই দেখতে পারে সমাজপতি সাজার জন্য তোমার মুখ, বুক আর হাতের কোথাই কতোটুকো রং মেখে সং !!
সাধারণ মানুৃষকে শুধুই সত্যিকার ভালোবাসো, যেখানে অন্য সব নিঃপ্রয়োজন,জনতা তোমাই খুজে নেবে আকাশ সাগর পাড়ি দিয়ে ,
তুমি রয়ে যাবে চিরোকাল জিবন্ত উজ্জল দৃষ্টান্ত ইতিহাসের পাতায় ,,,
জয় বাংলা বাঙ্গালী হয়ে ।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


অনেক কথা, অনেক অনুভব

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.