নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

ইতিহাসকে বিকৃত করা যায় না।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০

এবিসি নেটওয়ার্কের নিউজে ২৬শে মার্চে লীডার শেখ মুজিবের স্বাধীনতা ঘোষণার খবর।

আমেরিকার টিভি নেটওয়ার্ক এবিসি'র এই খবর ২৬শে মার্চ বিকাল সাড়ে পাঁচটায় প্রচারিত। অর্থাৎঃ
১/ তখন বাংলাদেশের ২৭শে মার্চ ভোরের কিছু আগের সময় এবং মেজর জিয়া তখনও কালুরঘাট বেতারকেন্দ্রে যান নি।
২/ তখনও কিছু খন্দকার সরকারি বাসায় ঘুমাচ্ছেন।

দুটি বক্তব্য এখানে প্রণিধানযোগ্যঃ
১/ পূর্ব পাকিস্তানের লীডার শেখ মুজিবুর রহমান অঞ্চলটিকে স্বাধীন রিপাবলিক হিসেবে ঘোষণা করেছেন।
২/ এবং তিনি বলেছেন, রিপাবলিকটির নাম - বাংলাদেশ।

নিউজটির দ্বিতীয়াংশে স্বাধীনতা ঘোষণার পটভূমি ব্যাখ্যা করা হয়েছে।

ইতিহাস বিকৃত করা যায় না।
ইতিহাস নিয়ে বিকৃত বক্তব্য দেয়া যায়, বিকৃত ধারণা কিছু মানুষের জন্য বা কিছু সময়ের জন্য তৈরি করা যায়।
কিন্তু, ইতিহাসকে বিকৃত করা যায় না।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

মাই নেম ইজ খান-১ বলেছেন: হিসটরি ফরম আওয়ামী লীগ!!! B-) B-) B-)

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

অর্ধ চন্দ্র বলেছেন: সমগ্র পৃথিবী জুড়ে ১৯৭১ সময়ের সমস্ত ঘটনার অডিও,ভিডিও ,খবরের কাগজ,আলোকচিত্র সহ লক্ষ লক্ষ জিবন্ত প্রমান আছে, সত্য কখনও পথভ্রষ্টদের কাছে প্রিয় হয় না !!!

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

খোলা মনের কথা বলেছেন: আপনি কি করলেন এটা??? নিজে বললেন, মিথ্যা বলা মহাপাপ আবার নিজেই সেটা চোখ বুঝে মেরে দিলেন???

আসলে আওয়ামীলীগ ই পারে ধরাকে সরা জ্ঞান করতে। উপযুক্ত তথ্যর লিংক দেওয়া উচিত ছিল।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

অর্ধ চন্দ্র বলেছেন: ১৯৭১ নিয়ে কনো লিংক বা কারো মুখে শোনার প্রয়োজন নেই ,নিজেই নিজের মতোকরে একবার ৭১-এ ফিরে যান, সকল উত্তর মিলবে ,

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

অবুঝ১ বলেছেন: এটা হাম্বালীগ টিভির নিউজ

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

অর্ধ চন্দ্র বলেছেন: তবুও ভালো যে এটা পাকি বীজে নয় !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.