নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

ছিঃছিঃছিঃ বেগমের এ আবার কি আঁঠালো প্রেম রে বাবা ! মহান সৃষ্টিকর্তা তাহাদের রুগ্ন অন্তরে সত্যিকারের প্রেম জাগ্রত করুন।।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৬

নিশ্চয় নির্বোধ হাস্যকর আর বোকা চিরোদিনই তারা,
যারা দেশের নামে সেবক সেঁজে,হীন স্বার্থ চরিতার্থ করার ঘৃন্য লক্ষে, আপন জন্ম ভূমির চিরোসত্য ইতিহাস নিয়ে র্নিলজ্জ ডাহা মিথ্যাচার করে,
অবশ্যই তারা মানুষ নামে জানোয়ার, কুলাঙ্গার, তারা বুঝি ভুলেই গেছে মিথ্যাচার করে সাময়িক স্বার্থ সিদ্ধ সম্ভব,কিন্তু তা চিরোদিনের নয়,
পৃথিবীর বুকে আজ হতে হাজার বছর পূর্বেই লিখে রাখার মাধ্যমে মানুষ তাদের নিজনিজ ধর্ম বর্ণ,সমাজ, সভ্যতা,দেশ সহ বিভন্ন বিষয়ের উপর গবেষণা ও ইতিহাস লিপিবদ্ধ করতো, যা হতে শিক্ষা নিয়ে পরবর্তী মানব সভ্যতা আরো বেশি সভ্য উন্নত সমাজ ব্যবস্থা গড়ে তুলতো, এই চলমান প্রক্রিয়া পৃথিবীর শেষ পর্যন্ত চলবে,,

এরপর প্রায় ১০০ বছরের অধীক সময় পূর্বেই মানুষ যান্ত্রিক সাহায্য নিয়ে আলোকচিত্র, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার মাধ্যমে নিজেদের বিভন্ন বিষয় জিবন্ত আকারে সংরক্ষণ করা শুরু করলো, আর ঘটনা যদি কোন দেশ বা জাতি অথবা মানবতার ঐতিহাসিক বিষয় হয়, তবে তা সঙ্গে সঙ্গে বিশ্বময় ছড়িয়ে যায়, মানুষ ঘটমান দৃশ্যগুলি ঘরে বসেই দেখতে পাই, আর গুরুপূর্ণ ঘটনার লক্ষ লক্ষ কপি রেকর্ড ইতিহাস হয়ে থেকে যায় সমগ্র বিশ্বে,
যদি কোনো মানুষ,জাতি,দেশ নিজেদের স্বার্থে ঐ সকল বৃহৎ স'চিত্র ইতিহাস নিয়ে মিথ্যাচার অথবা বিকৃতরূপ দেওয়ার চেষ্টা করে, তবে তা বিশ্বজুড়ে হাস্যকর ও নিজেদের চরম নির্বোধ হিসাবে জানান দেওয়া ছাড়া আর কিছুই নয়, যেখানে চিরোসত্য জিবন্ত ইতিহাস পৃথিবীময় সংরক্ষিত,

ঠিক তেমনি ভাবে ১৯৪৭ হতে ১৯৭১ সময়ে,পাকিস্থানীরা কি হিংস্র হায়েনার মতো বাংলার নিরীহ মানুষের রক্তস্রোতে নগ্ন উল্লাস করেছে,এদেশে কারা তাদের এজেন্ট ছিলো, বাংলাদেশে চলমান সমস্ত ঘটনার চিরোজিবন্ত স্বাক্ষী সেই সময়ের প্রকাশিত খবরের কাগজ,আলোকচিত্র, ভিডিও এবং তখনকার দেশী বিদেশী হাজার হাজার লেখক, সংবাদিক,পর্যবেক্ষকদের বর্ণনা ও লেখাতে, আর যারা আপন মা বাবা ভাই স্বজনদের নিজ চোখের সামনে পাকিস্থানীদের হাতে ধর্ষিত এবং হত্যাযজ্ঞের নির্মম দৃশ্য অবলোকন করেছে, যার চিরোসত্য ইতিহাস বিশ্বময় সংরক্ষিত,,

আর তাই বাংলাদেশের মানুষ হয়ে মহান মুক্তিযুদ্ধ নিয়ে যে কেউ নিজ স্বার্থে, ঘুম থেকে উঠে এসে নিজের মতোকোরে মিথ্যাপূর্ন তথ্য অথবা বিকৃত করে সাজিয়ে উপস্থাপন করবে, সেই সর্বকালের সেরা মূর্খ, নিলজ্জ বেহায়া, আর যে বা যারা সত্য জেনেও মিথ্যাচরণ সমর্থন করবে, তার চেয়ে হতভাগা গৃহপালিত প্রানী আর কেউ হতে পারে না,
হয়তো কিছু সময়ের জন্য একটা সত্যকে হাজার মিথ্যা দিয়ে আড়াল করা যায়, তবে তা তাসেরঘর তৈরি ছাড়া আর কিছুই নয়,

মহান সৃষ্টিকর্তা ঐ সকল র্নিলজ্জ মিথ্যাচারীদের অন্তর হতে পাকিপ্রেম মুছেদিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করুক,,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.