নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

তুমি কি সত্যিকার মানুষ!

০৫ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫

যদি মানুষ হও..তাহলে শনো আপন মনে,নিজ বিবেক জাগ্রত রেখে ,,, তুমি ভেবেছো কি কখনও বন্ধু,যে মাতৃভূমিতে তুমি তোমার স্বাধীন জিবন অতিবাহিত করছো,যে মাটি তোমার জন্মকে করেছে সার্থক,যে দেশে তোমার দু চোখ ভরা সপ্ন নিযে বেচে থাকা,,,,সেই মাতৃভূমি আজ ৪২ বছর ধরে অসুখি,ভেবেছো কি কখনও???কত রক্ত,কত প্রান,কত ইজ্জত এর বিনিময়ে তুমি পেয়েছো এই লাল সবুজের পতাকা,,,,,,,হাজার বার এ সব কথা শোনা হয়ে গেছে তাই না ! কিন্তু ভেবেছো কি? তোমার চোথের সামনে তোমারই মা/বোন/স্ত্রী কে এক দল নর পশুরা ধর্ষণ করছে,তোমার নিজ চোখের সামনে তোমার প্রিয় বাবা/আদরের ভাই কিংবা তোমার সন্তানকে একদল নরখাদক নির্মম ভাবে হত্যা করছে,,,,তখন তুমি কি করবে???????? আজ ৪২ বছর ধরে সেই যন্ত্রনা এদেশ বয়ে বেড়াচ্ছে,আর কত...আর কত দিন অপেক্ষা? জেগে প্রান,জেগে ওঠো অগ্নি চেতনা,জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও ৪২ বছরের যাতনা,,,,,,,আর যদি তা না পারো তাহলে তুমি কে?কি তোমার পরিচয়? বের হয়ে যাও এ দেশ হতে....এটা ৭১'র বাংলা, তোমার জন্য এ মাটি হারাম

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.