নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুর প্রান্তে

নিজেকে জানার চেসটা করছি, নতুন কিছু শেখার চেসটা করছি ।

ইমরান আশফাক

নিজেকে জানার ও খুজে পাওয়ার চেষ্টায় রত আমি, জানি না কবে নাগাদ সফল হবো কিংবা আদৌ হবো কিনা।

ইমরান আশফাক › বিস্তারিত পোস্টঃ

খালি পেটে রসুন কীভাবে খাবেন ও কেন খাবেন।

২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২১





জেনে নিন, খালি পেটে রসুন খাওয়ার যত উপকার:



অনেকের কাছেই সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়াটা ভীষণ অস্বাস্থ্যকর মনে হতে পারে। কিংবা অনেকেই মনে করতে পারেন যে এটা স্রেফ একটা কুসংস্কার। কিন্তু আসলেই কি তাই? একদম না! খালি পেটে রসুন খাওয়া দেহের জন্য ভীষণ স্বাস্থ্যকর একটি ব্যাপার। বরং খালি পেটে রসুন খেলে এমন কিছু উপকার হয়, যেটা অন্য খাবারের সাথে রান্না করা অবস্থায় খেলে হয় না।



চলুন, জেনে নিই খালি পেটে রসুন কীভাবে খাবেন ও কেন খাবেন।

কীভাবে খাবেন?



খালি পেটে রসুন অবশ্যই খেতে হবে সকালে, নাস্তা করার আগে। চিবিয়ে খেতে না চাইলে পানি দিয়ে গিলে ফেলুন দুই কোয়া রসুন। তবে হ্যাঁ, অবশ্যই টুকরো করে নেবেন।



কেন খাবেন?



খালি পেটে রসুন খাওয়া মূলত রসুনের ক্ষমতা বাড়িয়ে দেয়, একে পরিণত করে একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকে। গবেষকদের মতে খালি পেটে রসুন খাওয়া হাইপারটেনশন ও স্ট্রেস কমাতে সহায়তা করে, অন্যদিকে হজমের গণ্ডগোল রোধ করে। স্ট্রেস থেকে পেটে গ্যাসের সমস্যা হলে সেটাও প্রতিরোধ করে খালি পেটে রসুন। অন্যদিকে পেটের গণ্ডগোল জনিত অসুখ, যেমন ডায়রিয়া হলে এই খালি পেটে রসুন দ্রুত তা সারিয়ে দেয়। সকালে খালি পেটে রসুন খাওয়া শরীরের রক্ত পরিশুদ্ধ করে ও লিভারের ফাংশন ভালো রাখতেও সহায়তা করে।



যাদের রসুনে অ্যালার্জি আছে তাঁরা এড়িয়ে চলুন।



পরিশেষে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেই, প্রতিদিন সকালে খালি পেটে রসুন এর ২/৩ কোয়া চিবিয়ে খেলে স্পার্ম কাউন্ট বাড়ে, এরই সাথে কারো যদি ইরেকসনে সমস্যা হয় সেটাও দূর হয় রসুন খেলে। এই খাবার নিয়মিত ভাবে ৩ মাস খেলেই বুঝতে পারবেন আপনার শারীরিক সক্ষমতার পরিবর্তনটি। এর সাথে যোগ করতে পারেন কালি জিরা যার উপকারিতা সবারই জানা।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

নিলু বলেছেন: ভালো

২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭

ইমরান আশফাক বলেছেন: নীচে একটা গুরুত্বপূর্ণ তথ্য হাইলাইটস করে দেখালাম, ধন্যবাদ।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৯

রাঘব বোয়াল বলেছেন: উপকারি পোস্ট।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪

নকি৬৯ বলেছেন: ভাই আমিতো প্রতিদিন সকালে গরম পানির সাথে মধু খাই, তাহলে আমি কোন সময়ে খাব, আর ইহাতে কি ভূড়ি কমিবার সম্ভাবনা আছে...........।

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৩

ইমরান আশফাক বলেছেন: ব্যাপারটা এইভাবে সমাধান করা যেতে পারে:

১। প্রথমে রশুন টা খেয়ে নিন অর্থাৎ পানিটা খাবেন না।

২। অত:পর সহনীয় গরম পানির সাথে মধু (১ চা চামচ) ও লেবুর রস (অর্ধেকটা) মিশিয়ে খেয়ে নিন, এটা মেদ কমানোর জন্যে। এটা খেয়ে অন্তত: ৩০ মিনিট জোরে হাটলে শীঘ্রই উপকার পাবেন আশা করি।

৩। গরম পানির পরে আধা চা চামচ কালজিরা খেয়ে নিবেন।

তবে ভুড়ি কমানোর জন্য আপনাকে শ্বেতসার জাতীয় খাবার একদম কমিয়ে দিতে হবে। বিশেষ করে ভাত ও আলু, মিস্টি ইত্যাদি।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

মহান অতন্দ্র বলেছেন: দরকারি পোস্ট

৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭

দিশেহারা আমি বলেছেন: ভাই আপনাকে আমি হারিকেন দিয়া খুঁজতাছি,

খালি পেটে রসুন চিবিয়ে খাইতে গিয়া আমার মরার উপক্রম হয়েছিল।গ্যাস,বমি আরও কত কি??

ভাগ্যিস আপনি আমার সাথে ছিলেন না ,
আমি তো বেছে গেছি কিন্তু আমার হাত থেকে আপনি বাঁচতেন না
B-) B-)

২৬ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩

ইমরান আশফাক বলেছেন: হা হা হা।

যাই হোক, আমার অবস্হাও খুব একটা ভালো না। কত্থেকে যে এইসব পেয়ে পোস্ট দিছিলাম!

আমি রশুন টুকরা করে পানি দিয়ে গিলে খেয়েছিলাম কিন্তু এরপর ঢেকের সাথে কাঁচা রশুনের গন্ধ মূখ দিয়ে বেরিয়ে আসে। অবশ্য সকালের নাস্তার পর এটা চলে যায়। পরপর কয়েকদিন খেলে অবশ্য ব্যাপারটা ঠিক হয়ে যাবে।

৬| ১৮ ই মে, ২০১৬ দুপুর ২:৩৫

Rashed288 বলেছেন: ভাই আমার রসুনে আলার্জি আছে। কিন্তু তারপরও আমি রসুন খেতে চাই। পরবর্তীতে অন্য কোনো সমস্যা হবে কি না? আর একটা কথা দেশি না বিদেশি যৌনক্ষমতা বৃদ্ধির জন্য কোনটা উপকারি?

৭| ১৮ ই মে, ২০১৬ দুপুর ২:৫৪

গেম চেঞ্জার বলেছেন: না চিবিয়ে ট্যাবলেটের মতো খেলে লাভ হবে তো??

২০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৮

ইমরান আশফাক বলেছেন: দু্ই একবার চাবান দিতে সমস্যা কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.