নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আর নৈশব্দ্য...

s

মেহেদী আনডিফাইন্ড

শব্দ আর নৈঃশব্দ্য দুটোই পছন্দের....

মেহেদী আনডিফাইন্ড › বিস্তারিত পোস্টঃ

চন্দ্র উপাখ্যান

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:২৩



কেউ যেন জ্বালিয়ে দিয়েছে খড়ের গাদা

অপূর্ব দাবানলে মুগ্ধ হাসে বনভুমি।

আলোর চুপকথা পড়ে নেয় সবুজ তৃনের ডগা

ঘাসফুল, কাশবন আর জলধির প্রান্ত

কি ভয়ানক সুন্দর!

যেন অষ্টাদশীর শরীর বেয়ে ঠিকরে বেরোয় নিষিদ্ধ লোবান

মেঘের সৈকতে হেটে যায় চন্দ্রাবতী, প্রাণঘাতী!



বুভুক্ষ জমিনে যেন তার অনেকটা ঋণ

পিচঢালা রাস্তা, একাকী মেঠোপথ জুড়ে

অকৃপন লেপ্টে দিয়েছে আদর, অপার্থিব আলিঙ্গন।



এসেছে কুঁড়েঘরে, দানবীয় অট্টালিকায়

এসেছে নদীতীরে, বিরান উপতক্যায়

এসেছে বুকজুড়ে, প্রেয়সীর মতো চিকন ব্যাথায়!

সুউচ্চ মগডালে, কবিতার পাকস্থলীতে, মনোযোগী তৈলচিত্রে।



এ আকাশটা আমার

এ আকাশটা তোমারও

এ আকাশটা আমাদের!

গাঢ় তমিস্রায় এ এক আশ্চর্য্য আলোর মিছিল

সত্য আর পবিত্র!

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো লেগেছে!

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১০

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ :)

২| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১১

শরৎ চৌধুরী বলেছেন: চমৎকার।

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১২

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: খুব সম্ভবত আপনাকে প্রথম পেলাম। ভালো লাগছে

৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগলো ভাই :)

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪২

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যবাদ

৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২০

বংশী নদীর পাড়ে বলেছেন: সুন্দর কবিতা। আরো বেশি সুন্দর ছবিখানা।

১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৩

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৫| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩১

বটবৃক্ষ~ বলেছেন: ভালোলেগেছে অনেক!! আজকে আসলেই চন্দ্রাহত হওয়ার মত অবস্থা ছিলো!! :) :)

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৭

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: এজন্যই উপযুক্ত সময়ে মোড়ক উন্মোচন করলাম

ধন্যবাদ B-)

৬| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:


দারুণ!!!

+++

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৭

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ

৭| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:৩১

আমিনুর রহমান বলেছেন:




অসাধারণ +++

এ আকাশটা আমার
এ আকাশটা তোমারও
এ আকাশটা আমাদের!
গাঢ় তমিস্রায় এ এক আশ্চর্য্য আলোর মিছিল
সত্য আর পবিত্র!

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৮

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: আন্তরিক ধন্যবাদ, ভালো থাকা হোক নিরন্তর

৮| ১৬ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:১৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: 'চন্দ্র উপাখ্যান'
নামকরণই এই কবিতার সার্থকতা। কারণ চন্দ্র এবং চন্দ্রিমা নিয়ে এমন হাজারো কবিতা লিখলেও এর রূপের সৌন্দর্য বলে শেষ করা যাবে না। মনে হবে আরও কত বাকী রয়েছে। আর বাকী থাকলে সেটা কখনো আখ্যান হতে পারে না। উপাখ্যানই বটে। জ্যোৎস্না পাগল হুমায়ূন আহমেদ এতো লিখেছেন চন্দ্র আর জ্যোৎস্নার কথা, তবুও তৃপ্তি পান নাই। তাই বুঝি জ্যোৎস্না রাতে মৃত্যু বরণ করতে চেয়েছিলেন। কিন্তু বিধি বাম থাকায় এটাতেও অপূর্ণতা রয়ে গেলো।
শব্দ চয়ন, রূপক, উপমা সব কিছুতেই শৈল্পিক ছোঁয়া আছে। একটা পারফেক্ট চন্দ্র উপাখ্যান পড়লাম। দারুণ লাগলো।

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৮

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: এটা স্বীকার করতেই হবে আজ আমারা যতটা জ্যোৎস্না ভালোবাসি, চাঁদের শরীরে যতটা শৈল্পিকতা আবিষ্কার করি তা এই মানুষটার জন্যই
আন্তরিক ধন্যবাদ প্রিয়

৯| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫২

শাকিল ১৭০৫ বলেছেন: ভালো লাগলো!!

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫১

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যবাদ

১০| ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৩

স্বপ্নবাজ অভি বলেছেন: অনবদ্য !

১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৮

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: সাহচর্য্যে ভালোলাগা পাই, ধন্যবাদ জানবেন

১১| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪০

তাসনিম রিফাত বলেছেন: শক্তিশালী লেখা

১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২০

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: আন্তরিক ধন্যবাদ

১২| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৭

ড. মোস্তাফিজুর রহমান বলেছেন: অন্ধকারে আলোর এত নম্রতা
দেখিনি দৃশ্যের এমন মুগ্ধতা
আকাশে চাঁদের মিষ্টি শুভ্রতা
উদারতার পথ ধরে আসুক শুদ্ধতা

২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৩

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: সুন্দর বলেছেন তো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.