নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আর নৈশব্দ্য...

s

মেহেদী আনডিফাইন্ড

শব্দ আর নৈঃশব্দ্য দুটোই পছন্দের....

মেহেদী আনডিফাইন্ড › বিস্তারিত পোস্টঃ

প্রাচীন বিস্ময়

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৩


সব মানুষ কমবেশি চোট খাওয়া পাখি
গোপনে প্রার্থনা করি, সন্মুখে প্রেমাংশুর অলৌকিক অঞ্জলি।
তবু অস্ফুট স্বপ্নের ফুল--
অসহ্য সূর্যের তাপে পোহায় শীতকালীন রোদ
ডেকে আনি হেমন্ত, পোড়া বুকে যদি কখনও- পদ্মফুল ফোটে!

নিঃশ্বাসের মতো করে ধরে রাখি ব্যাকুলতা
দু’চোখে বিস্ময় নিয়ে, তীব্র নিশি জাগি
এই বুঝি এলে--
নশ্বর জীবনে, যত পারি ভালোবেসে ঋণী করে রাখি!

নদীর স্রোতের মতো, তুমি ঈশ্বরের অনবদ্য অম্লান দেবী
চোখের তাঁরাতে ধরো জ্যোৎস্না দুপুর--
ফাল্গুনের দ্বিপ্রহর, নীল প্রজাপতি!
প্রাচীন বিস্ময় হয়ে মুছো গেছো, তারপর মৌন নদী
তবু এই যে দীর্ঘপথ--
যতটুকু হেঁটে গেছো সবটাই স্বর্ণধুলি!

বলেছিলে, বেদনাহত হলে শিখে নেবো জলের ভাষা
অতীতের ওরকম অহংকার নিয়ে,
ব্যথাসিক্ত হৃদয় আর প্রেমময় উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় রবো
উপবাসী জ্যোৎস্নারাতে, আমার চোখে পাবে প্রেমের সরণি।
তারপর অন্ধ জোয়ার, বিচিত্র শোরগোল, অনির্বাণ অন্ধকারে
কতবার ডুবে গেছি, আগের ঠিকানায় খুঁজে পাইনি!

মন্তব্য ২৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: চমৎকার লেখনী ।

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: আন্তরিক ধন্যবাদ

২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৪

কালপুরুষ পোয়েট্রি বলেছেন: নশ্বর জীবনে, যত পারি ভালোবেসে ঋণী করে রাখি! ক'জন আর পারে?

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৫

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: কৃতজ্ঞ রই

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৪

এনামুল রেজা বলেছেন: কবিতা ভাল পাইলাম গো.. :)

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৭

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: আমিও আপনারে ভালা পাইছি, ধইন্যাপাতা নেন ;)

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: মুগ্ধ করার মতো শব্দবুনন আর রূপক ও উপমার চমৎকার ব্যবহার। ভাবের বিন্যাসেও যথেষ্ট মুন্সিয়ানা দেখেছিয়েন। খুব ভালো লাগলো মেহেদী।

তারপর অন্ধ জোয়ার, বিচিত্র শোরগোল, অনির্বাণ অন্ধকারে

একই পঙক্তিতে 'অন্ধ' শব্দটা একবার একক ভাবে এবং অন্যবার যুক্তভাবে এসেছে। এটা কোন অসুবিধা না। তবে 'অন্ধকারে' এর পরিবর্তে 'আঁধারে' লিখলেই মনে হয় বেশী ভালো হবে। নিরন্তর শুভ কামনা রইলো।

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫৪

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: আপনাকে পাশে পেয়ে ভালো লাগছে :)

অন্ধকারের পরিবর্তে আঁধার লিখলে শক্তি একটু কমে যাচ্ছে, তবে আপনার কথা বিবেচ্য অবশ্যই, এডিট করার চিন্তা মাথায় রাখলাম

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২৩ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২৪

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ :)

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:২৫

অতঃপর জাহিদ বলেছেন:
বলেছিলে, বেদনাহত
হলে শিখে নেবো জলের ভাষা
অতীতের ওরকম অহংকার নিয়ে,
ব্যথাসিক্ত হৃদয় আর প্রেমময়
উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় রবো
উপবাসী জ্যোৎস্নারাতে, আমার
চোখে পাবে প্রেমের সরণি।
তারপর অন্ধ জোয়ার, বিচিত্র
শোরগোল, অনির্বাণ অন্ধকারে
কতবার ডুবে গেছি, আগের
ঠিকানায় খুঁজে পাইনি!

তবুও অপেক্ষায় আছি!!!

২৩ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২৫

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যবাদ এবং হৃদ্যতা জানবেন

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৩

নাসরিন চৌধুরী বলেছেন: অনেকদিন প র মেহেদী'র লেখা পড়লাম
বেশ ভাল লিখেছো
শেষটা ছুঁয়ে গেছে
তারপর অন্ধ জোয়ার, বিচিত্র শোরগোল, অনির্বাণ অন্ধকারে
কতবার ডুবে গেছি, আগের ঠিকানায় খুঁজে পাইনি!


২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: তোমার মন্তব্য পেয়েও ভালো লাগছে, অনেকদিন পরই লিখলাম

ভালো থেকো সবসময়

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





অনেক দিন পর অসংজ্ঞায়িত মেহিদির একটি সুন্দর কবিতার পড়ার সুযোগ হলো :)

কেমন আছেন, ভাইটি আমার?

২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: হ্যা, অনেকদিন পর :D সেই সাথে প্রিয়মুখগুলোর আশীর্বাদ পাওয়া, বেশিই ভালো লাগছে

আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপনি?

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১২

টয়ম্যান বলেছেন: সুন্দর

২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যবাদ জানবেন

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৫

মৃদুল শ্রাবন বলেছেন:

নিঃশ্বাসের মতো করে ধরে রাখি ব্যাকুলতা
দু’চোখে বিস্ময় নিয়ে, তীব্র নিশি জাগি
এই বুঝি এলে--


ভাললাগা রইলো।

২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: হৃদ্যতা :)

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা।+++

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ :)

১২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৩

বটবৃক্ষ~ বলেছেন:


সব মানুষ কমবেশি চোট খাওয়া পাখি

অপ্রিয় সত্য।
কবিতায় ভালোলাগা।


অট:
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কাজী মেহেদী হাসান ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...


B:-/ :#) B-) B-) :P

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৮

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ভালোলাগা গৃহিত হইলো :D

অট:
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কাজী মেহেদী হাসান ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

হা হা, নিজেকেই সপে দিলাম :( B-)

১৩| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩৭

রুদ্র জাহেদ বলেছেন: নিঃশ্বাসের মতো করে ধরে রাখি ব্যাকুলতা
দু’চোখে বিস্ময় নিয়ে, তীব্র নিশি জাগি
এই বুঝি এলে--
নশ্বর জীবনে, যত পারি ভালোবেসে ঋণী
করে রাখি!

দারুন কবিতা+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.