নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পজিটিভ ইলেকট্রন

পজিটিভ ইলেকট্রন

খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত

পজিটিভ ইলেকট্রন › বিস্তারিত পোস্টঃ

আসুন নিজ অবস্থান থেকে দেশের জন্য কিছু করি

২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৩

কিছুদিন আগে এক চাকরির ভাইভাতে গিয়েছিলাম !!!
প্রথমেই সুন্দর সুবোধ বালকের মত গিয়ে ৩ জাদরেল লোকের সামনে গিয়ে বসলাম …
১ম প্রশ্নকর্তাঃ আপনি বোধহয় জানেন ২০০ থেকে ২৫০ জনের মধ্যে ৩টি ধাপ পেড়িয়ে আপনাকে সহ ৪ জন কে ভাইভাতে ডাকা হয়েছে
আমিঃ জি স্যার !! ( পোস্ট ছিল ২ টা )
২য় প্রশ্নকর্তাঃ তারমানে ধরেই নেন আপনাকে আমাদের কোম্পানীতে নিচ্ছি…..
এরপর থেকে শুরু হলো প্রশ্ন আর প্রশ্ন… সেগুলো আর লিখলাম না…
এবার শেষ প্রশ্ন করলেন সবচেয়ে জাদরেল দাড়িওয়ালা লোকটা
আপনাকে আমাদের কোম্পানীতে নিলে আপনি আমাদের কাজ করবেন বিনিময়ে বেতন পাবেন … .. . .
তো আপনি দেশের জন্য কি করতে চান ??????
আমিঃ স্যার সত্যি বলতে দেশের জন্য অনেক কিছুই করার ইচ্ছে আছে… কিন্তু আমি যেই পজিশনে আছি সেখান থেকে আসলে দেশের জন্য কতটুকু কি করতে পারবো জানিনা . . . .
তবে আমার ইচ্ছে আছে আমাদের গ্রামে একটা মাদ্রাসা করার .. . . .
প্রশ্নকর্তাঃ ঠিক আছে .. আপনার অনেক সুন্দর একটা ইচ্ছে আছে… আপনার ইচ্ছে কে সাধুবাদ জানাই…
কিন্তু সত্যি কথা বলতে গেলে আপনি ইচ্ছে করলেই কিন্তু একটা মাদ্রাসা তৈরি করতে পারেন না.. আর তাছাড়া একটা মাদ্রাসা তৈরি করা কিন্তু অনেক ব্যয়বহুল ।
এমন কি আমিও ইচ্ছা করলে তা পারিনা…..
সবচেয়ে বড় কথা মোস্তাফিজ সাহেব দেশের জন্য কিছু করা মানেই কিন্তু এই নয় যে স্কুল, কলেজ, মাদ্রাসা, খেলার মাঠ এগুলো তৈরি করা . . .
আমিঃ শুধু শুনেই যাচ্ছি….
প্রশ্নকর্তাঃ দেশের জন্য কিছু করা মানে আপনার নিজ অবস্থান থেকে দেশের, দেশের মানুষের উপকার এর জন্য কিছু করা…
উদাহরণ সরুপ বলা যেতে পারে…
আপনি র্পাকে গেছেন.. বাদাম খাচ্ছেন, বাদামের খোসা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেললেন…
আবার আপনি রাস্তা দিয়ে হাটছেন… রাস্তায় এমন কিছু দেখলেন যেটার কারনে মানুষের হাটতে অসুবিধা হয় আপনি সেটা রাস্তার পাশে ফেলে দিলেন . .
একজন বয়স্ক মানুষ রাস্তা পার হতে পারছে না, তাকে হাত ধরে রাস্তা পার করে দিলেন . . .
এই ধরনের ছোট ছোট বিষয় গুলো কিন্তু দেশের জন্য কিছু করা…..
( সেই চাকরিটা কিন্তু আমার হয়নি )
তবে একটা জিনিস বুঝেছি নিজ অবস্থান থেকে দেশকে অনেক কিছুই দেয়া যায়.. শুধু সৎ ইচ্ছার প্রয়োজন…
আসুন সবাই দেশকে ভালবাসি … দেশের জন্য কিছু করি…
( একদিন আমাদের দেশও মালয়শিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড দের মত হয়ে যাবে.. এই কামনাই করি )

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০২

খেলাঘর বলেছেন:

আপনি চেয়েছিলেন একখানা মাদ্রাসা করতে?

আপনি অবশ্যই গুহা মানব, চাকুরী ওরা দেয়নি ঠিক করেছে; আমি আপনাকে গরূর রাখালও বানাব না; আপনি ভিক্ষা করবেন আজীবন।

২| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৪

খেলাঘর বলেছেন:

আপনার ব্লগিং ইতিহাস:



* পোস্ট করেছেন: ৩টি
* মন্তব্য করেছেন: ০টি
* মন্তব্য পেয়েছেন: ১টি
* ব্লগ লিখেছেন: ৯ মাস ২২ ঘন্টা
* ব্লগটি মোট ২৬ বার দেখা হয়েছে


-আপনার থেকে বেকুব কেহ কি বাংলাদেশে আছে?

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৯

পজিটিভ ইলেকট্রন বলেছেন: খেলাঘর ভাইকে অসংখ্যা ধন্যবাদ এতো কষ্ট করে আমার প্রোফাইল বিশ্লেষণ করার জন্য ।.
আমি ভিক্ষা করব না অন্য কিছু করবো এইটা নিয়ে আপনার ব্যস্ত মাথা আমার জন্য না খাটালেও হবে । । । ।
আর আমার চেয়ে বেকুব বাংলাদেশে বোধহয় আর একজন আছে , , , ,
আপনাকে আবারো ধন্যবাদ এতো কষ্ট দুইটা মন্তব্য করার জন্য

৩| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৯

অপূর্ণ রায়হান বলেছেন: আসুন সবাই দেশকে ভালবাসি … দেশের জন্য কিছু করি

ভালো ম্যাসেজ । ভালো পোস্ট । শুভেচ্ছা :)

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫০

পজিটিভ ইলেকট্রন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই অপূর্ণ রায়হান :)

৪| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৫

দীঘল গঁাােয়র েছেল বলেছেন: ভাল বলেছেন। অাপনাকে শুভ কামনা। ধন্যবাদ।

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫২

পজিটিভ ইলেকট্রন বলেছেন: ভাই দীঘল গায়ের ছেলে আমার পক্ষ থেকেও রইলো আপনার প্রতি শুভ কামনা..

৫| ২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩৭

সত্যের পথে আরিফ বলেছেন: মাদ্রাসা কি সত্যি করার.............

২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৩

পজিটিভ ইলেকট্রন বলেছেন: ভাই সত্যের পথে আরিফ বাক্যটা যে পুরো শেষ করলেন না ??????

৬| ২৪ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:৩০

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাইভা বোর্ডের ওনারা যথার্থই বলেছেন- দেশের জন্য সবাই নিজ নিজ অবস্থান থেকে কিছু অল্প অল্প করে করলেই দেশের উন্নতি হবে।ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। আমরা বাঙ্গালীরা কিন্তু অল্প অল্প করে করতে ভালবাসি না, আমরা চাই একলাফে চি চিং ফাক করে ফেলতে। এটাই আমাদের সমস্যা।

২৪ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১১

পজিটিভ ইলেকট্রন বলেছেন: জি ভাই , , , আমার কিন্তু চাকরিটা হয়নি কিন্তু অনেক কিছু শিখেছি ওনাদের কাছ থেকে. আপনার মন্তব্য এর জন্য ধন্যবাদ , , :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.