নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পজিটিভ ইলেকট্রন

পজিটিভ ইলেকট্রন

খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত

পজিটিভ ইলেকট্রন › বিস্তারিত পোস্টঃ

কছর নামাজ সর্ম্পকে কিছু কথা

২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১১

জীবনে চলার পথে,
জীবিকার তাগিদে
আমাদের অনেক সময়ই বাড়ির বাহিরে থাকতে হয়….
তাই বলে নামাজ মাফ ???

না এইটা কখনোই হইতে পারেনা….
যদিও মেয়েদের বেলায় , বিশেষ কিছু ক্ষেত্রে বিশেষ কিছু দিন আল্লাহ তায়ালা নামাজ মাফ করেছেন…
কিন্তু ছেলেদের ক্ষেত্রে একবার নামাজ ফরজ হওয়ার পরথেকে মৃত্যুর আগ পর্যন্ত আর কখনোই নামাজ মাফ নেই…

দেখুন আল্লাহ তায়ালা আমাদের জন্য ইসলাম ধর্ম কতটা সহজ করে দিয়েছে…

আপনি বাড়ির বাহিরে থাকবেন, আপনার জন্য নামাজে সিথিলতা আছে…..

আর তা হলো কছর নামাজ, আসুন কছর নামাজ সর্ম্পকে একটু জানি…
যা ছেলে-মেয়ে উভয়ের জন্যই পালনীয়

“মুসাফীর ও কছর নামাজ”

মুসাফীর কাকে বলে?
মুসাফীর শব্দটি আরবী। এর অর্থ হলো সফরকারী,ভ্রমনকারী।

‘কোন ব্যক্তির স্বাভাবিক বিশ্রাম বজায় রেখে মধ্যম পন্থার পথ চলার তিন বা ততোধিক দিনের ভ্রমন পথ অতিক্রমের ইচ্ছা নিয়ে নিজ আবাসস্থল থেকে যাত্রা শুরু করাকে সফর বলে।’

আর যিনি সফর করবেন তাকে বলা হয় ‘মুসাফীর’। মুসাফীরের জন্য শরীয়তের অনেক বিধানই সহজ ও শিথিল করে দেয়া হয়।

কসর আরবি শব্দ। এর অর্থ হলো কম করা, কমানো।

ইসলামী শরিয়তে কোনো ব্যক্তি যদি ৪৮ মাইল (প্রায় ৭৮ কিলোমিটার) বা তারও বেশি দূরত্বের ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, তাহলে তিনি মুসাফির।
পবিত্র কোরআন শরীফে আল্লাহ তায়ালা বলেন, “তোমরা যখন জমিনে সফর করবে, তখন তোমাদের জন্য নামাজের কসর করায় কোনো আপত্তি নেই” । সূরা নিসা : ১০

কছর নামাজের নিয়মাবলী এবং শর্তসমূহ

১) ভ্রমণের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে ৪৮ মাইল বা তার বেশি পথ অতিক্রম করলে ।

২) যে স্থানে যাওয়ার উদ্দেশ্যে সফর করা হবে, সে স্থানে যদি ১৫ দিনের কম থাকার নিয়ত হয়, তাহলে ব্যক্তি গন্তব্যস্থলে পৌছে তার নামাজ কছর করবেন।

৩) আর যদি গন্তব্যস্থলে তার ১৫ দিনের বেশী থাকার নিয়ত হয়, তাহলে সে স্বাভাবিক চার রাকায়াত নামাজই পড়বেন।

৪) কছর নামাজের নিয়ম হলো কেবল চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজ যেমন জোহর, আসর ও এশার নামাজ ৪ রাকাতের পরিবর্তে ২ রাকাত পড়া।

৫) আর মাগরিবের ৩ রাকাত ফরজ এবং ঈশার ২ রাকাত এর সাথে বিতর টা পড়তে হবে ।
আর কছর এর নামাজেও রয়েছে অপরিসীম ফজিলত ।।

মূলত এই কছর নামাজের বিধানের মধ্যে মুসলিম উম্মাহর জন্য একটি বড় শিক্ষা রয়েছে..
আর তা হলো কোনো অবস্থায়ই ফরজ ইবাদত অলসতার কারণে বা সমস্যা থাকার কারণে পুরোপুরি ছাড় দেয়ার সুযোগ নেই।

কছরের নামাজের ফজিলত সম্পর্কে রাসুল (সা.) ইরশাদ করেন, ‘তোমরা সফরে নামাজকে কছর করো, এর মধ্যেই রয়েছে উত্তম প্রতিদান।’ বায়হাকি ।

আসুন ইসলামী আইন মেনে চলি,
পাচঁ ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করি,
সু্ন্দর একটা জীবন গড়ি..
( আমীন )

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৩

আলম দীপ্র বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট !

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১৯

পজিটিভ ইলেকট্রন বলেছেন: জাজাকাল্লাহু খাইরান ভাই আলম দীপ্র....

২| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

হতাশ নািবক বলেছেন: khub important ekta post.

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২০

পজিটিভ ইলেকট্রন বলেছেন: হতাশ নিবাক ভাই জাজাকাল্লাহু খাইরান

৩| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০০

বলাকাবিহঙ্গ বলেছেন: বর্ণনা পদ্ধতিও সহজ সুন্দর হয়েছে।

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২০

পজিটিভ ইলেকট্রন বলেছেন: জাজাকাল্লাহু খাইরান

৪| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৮

বংশী নদীর পাড়ে বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভাই আপনাকে আরেটু সংযুক্ত করার অনুরোধ করবো যে, কসর নামাজ সম্পর্কে জানলাম। এই নামাজ আদায় করার নিয়তটাও বলে দিলে যারা না জানি তারা উপকৃত হবো। আর সফরকালীন সময় সুন্দর নামাজ পড়া যাবে কি? বা সফরকালীন সময় যদি কেউ স্বাভাবিক নামাজ আদায় করে তাতেও কি কোনো বিধি নিষেধ রয়েছে? দয়া করে বিষয়গুলো এ্যাড করবেন। আল্লাহ আমাদেরকে শুদ্ধভাবে সঠিক নিয়মে সালত আদায় করার তৌফিক দিন, আমিন।

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৪

পজিটিভ ইলেকট্রন বলেছেন: অনেক অনেক শুভকামনা ভাই বংশী নদীর পাড় কে.. খুব ব্যস্ত দিন কাটাচ্ছি ভাই.. ঈনশা্আল্লাহ চেষ্টা করবো ভাই ...... জাজাকাল্লাহু খাইরান :)

৫| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২২

জাফরুল মবীন বলেছেন: ভাল পোস্ট।আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৫

পজিটিভ ইলেকট্রন বলেছেন: জাজাকাল্লাহু খাইরান

৬| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০

কলমের কালি শেষ বলেছেন: উপকারী পোষ্ট ।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৭

পজিটিভ ইলেকট্রন বলেছেন: জাজাকাল্লাহু খাইরান :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.