নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

কি লাভ হলো ভাষাকে হাতে রেখে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪২

অনেক বছর আগে যে বায়ান্ন

সংখ্যায় কত আর মানুষ মরেছিল তাতে? দশ বা কুড়ি তার বেশি নয় -

তার জন্য জাতীয় উদযাপন হয় আটই ফাল্গুনে

সব বার

.......আমরা শোক দিবসে খালি পায়ে হাঁটি, শ্রদ্ধার্ঘ দেই

এবারও শোকের ব্যাজে ছেয়ে যাবে মিছিল,

তবু শোক দিবস জন্ম নেয়( যার শোক সে জানে) প্রতিদিন , পরিকল্পিত অর্থে নিরিহ মানুষকে বহ্নিশিখায় দেয়া হয়, এত শোক উদযাপিত হয়েও ঘাতক রয়ে গেল,

শোক দিবসই বেড়ে যায় -

তাতে খাবার খিদে থেমে যায় না

জীবন থেমে নেই,

পুড়ে যাওয়া মানুষের জন্য হাহাকার, তাতেও একুশ এলে

সামনে এসে দাঁড়ায় অনেক বছর আগের শোক

বরকত রফিকের জন্য প্রশ্নগুলো থমকে যায়, কি হলো মাতৃভাষাকে নিজের কণ্ঠে রেখে?

কাঁদার জন্য? বিতর্কের অনুষ্ঠান বাড়াতে,

গৌরবের ভাষায় মন্দ কথা ছাপতে হয় রোজ, গল্প লিখতে হয় শোকার্ত প্রেক্ষাপটে।



=

ড্রাফট ১.০

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩০

ময়ুখ বলেছেন: প্রিয়তে।।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৩

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ, ময়ুখ

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:২৫

জাফরুল মবীন বলেছেন: সময়োপযোগী অসাধারণ কবিতাটির জন্য আমার মস্তকাবনত অভিনন্দন গ্রহণ করুন কবি।

অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

স্বদেশ হাসনাইন বলেছেন: পড়া ও মন্তব্যে কৃতজ্ঞতা রেখে গেলাম,

ভাল থাকবেন।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৭

মৃদুল শ্রাবন বলেছেন:



পহেলা বৈশাখের মতো এটিও হয়তো এখন একটা উৎযাপিত উৎসবের দিন। নাথিং এলস্‌।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬

স্বদেশ হাসনাইন বলেছেন: এটা উদযাপিত দিবস, কেবলই উদযাপিত।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: দারুন লিখেছেন যথার্থ বলেছেন ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫১

অন্ধবিন্দু বলেছেন:
স্বদেশ,

হাতে রেখে কী হবে-গো ! বুকে রাখা চাই; লাভ-লোকসান বাদে ...

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৩

স্বদেশ হাসনাইন বলেছেন: হাতে রেখে কী হবে ..বুকে না রেখে

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫

বর্ণহীণ বলেছেন: আমাদেরতো এখন প্রতিদিনই শোকদিবস!
কে রাখে তার খবর?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৪

স্বদেশ হাসনাইন বলেছেন: প্রতিদিনই যেন শোক দিবস, বর্ণহীন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.