নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

অল্প কিছু মানুষের জন্য বেঁচে আছি

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪১

যে কয়জন এই ব্যাকরণ মানে নি কস্মিন কালে,

বোকা-মাথামোটা, আবেগ সামলাতে অক্ষম, আগে পিছনে না ভেবে রক্তের সামনে পেতে দেয় বুক, নূর হোসেন, উনসত্তরের টোকাই -

তাদের জন্যই আমরা বেঁচে থাকলাম।

অবশিষ্ট দ্রোহী গোপনে দেখে নিয়েছিল আরো কয় জন পিছে আছে,

ডানে কয় জন। বামে কয় মাথা,

একা একা প্রতিবাদ সাপ ও লাঠি দু পক্ষে সামলে বেশ নিচু গলায়

ওভাবে কিছু হয়?

অনুচ্চারিত শশকের মত সতর্ক তুলট গর্জন

মোটা দেয়ালের ভিতর কেওড়া কাঠের পেন্সিলের গর্জন,

উত্তরাধুনিক বিলাসী প্রটেস্ট...

অধিকাংশই বিজয়ের পর বেরিয়ে এসে প্রতিবাদের স্মৃতিচারণ করে,

অধিকাংশ আম জনতা

প্রতিবাদ করতে গিয়ে দেখে নেয়

পায়ের তলায় মাটি কত শক্ত, খুঁটির জোর

কতখানি, পালিয়ে যাবার একটা পথ আছে কি নেই -

দেখে নেয় প্রলেতারিয়েতের কথা বললে কতখানি ক্ষতি,

ভাত চাকুরী সব ঠিক ঠাক হলে হিসাব মেলাতে সময়কে বুঝ দেয়,

সীমান্তের ওপারে গোপন স্থান থেকে সিংহের হুঙ্কার

এপারে বাঘডাঁসা ঘোরাফেরা করে,

কাগজ কলমের সেই গাজী

কাছে এলে দুধেল সারমেয়,

চিত্রগ্রাহক স্মৃতি যদি বিশ্বাস ঘাতক না হয় হয়,

এসে গেলো এসে গেলো শুনে

ময়দান ছেড়েছিল কত লাখ; জয় নিশ্চিত হবার আগে তাদের কোথাও পাওয়া যায় নি।

ব্যতিক্রম অল্প কয় জন, হাতে গোণা, ওদের জন্য বেঁচে আছি।

-

ড্রাফট ১.২

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৯

নিলু বলেছেন: লিখে যান

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০১

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ.. লিখে যাই।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৮

ইখতামিন বলেছেন:
অসাধারণ ++

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ ইখতামিন

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৭

বৃতি বলেছেন: ভাল লাগলো :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১২

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ কিন্তু এরকম হাসির ইমো কেন?

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৯

সায়েম মুন বলেছেন: ব্যতিক্রম অল্প কয় জন, হাতে গোণা, ওদের জন্য বেঁচে আছি।

--খুব ভাল লাগলো কবি!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১২

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক সময় পর দেখছি সায়েম মুন। ভাল আছেন নিশ্চয়ই।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৪

এনামুল রেজা বলেছেন: ব্যতিক্রম অল্প কয় জন, হাতে গোণা, ওদের জন্য বেঁচে আছি।

দুর্দান্ত লাগলো। শুভকামনা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ এনামুল রেজা।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪০

মৃদুল শ্রাবন বলেছেন: কিন্তু দেশ আজ ঐ অবশিষ্ট দ্রোহী দেরই হাতে। আর আমরা হয়তো সেই সুখের স্মৃতিচারণ নিয়েই বেঁচে আছি।

কবিতার ভাললাগা। শব্দ ঝংকারে দারূণ প্রতিবাদ কিংবা শ্রদ্ধা।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

স্বদেশ হাসনাইন বলেছেন: মন্তব্য দেয়ার জন্য কৃতজ্ঞ, মৃদুল শ্রাবন

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১১

আলম দীপ্র বলেছেন: ওয়াও ! চমৎকার লাগল!

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৭

স্বদেশ হাসনাইন বলেছেন: ধন্যবাদ আলম দীপ্র

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: চমৎকার ++++++++++++++্

শুভেচ্ছা কবি

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

স্বদেশ হাসনাইন বলেছেন: থ্যাংকস, পড়ার জন্য।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৪

ফা হিম বলেছেন: ভয়াবহ লিখেছেন, এমন কিছুই খুজছিলাম

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৩

সানজিদা হোসেন বলেছেন: কবিতায় ভাললাগা

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪

বৃতি বলেছেন: এটা ভদ্রতাসূচক হাসির ইমো- আমি সবখানে, সবার সাথে কনভার্সেশানে এই ইমো ব্যবহার করি। কেউ কখনো আপত্তি জানায়নি। আপনার অস্বস্তির কারণটা কি জানতে পারি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.