নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো অন্ধকারে যাই

সময়টা কি করে দেবে সেটা তার অধিকারী জানে, চাইলে পোকায় ধরে নষ্ট কাল ভেসে যাবে যমুনার বানে

স্বদেশ হাসনাইন

ছোট একটা ফার্মে কাজ করছি । সৌখিন লেখক । ক্রিকেট খেলতে পছন্দ করি । পকেটে পয়সা থাকলে এদিক ঘুরে খরচ করে ফেলি । সুনীলের লেখার ভক্ত, শামসুর রাহমানের কবিতা পড়ি। বিদেশী লেখকের মধ্যে ড্যানিয়েল স্টীলের লেখা ভাল লাগে । সবচেয়ে ঘৃণা করি স্বাধীনতার বিরোধী শক্তিকে । একাত্তর আমার সবচেয়ে বড় অহংকার। ইমেইল: [email protected]

স্বদেশ হাসনাইন › বিস্তারিত পোস্টঃ

কাউকেই চিনি না

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৬

পায়ে-হাঁটা-সেতুর উপর থেকে চোখ ফেলি
কত মানুষ, হাজারো মানুষ। পাখির দৃষ্টিতে উঁচু থেকে দেখছি। আমার গা ঘেঁষে মানুষ চলে যায়, কথা বলতে বলতে আরেক জন আসে। আমি এদের কাউকে চিনি না।
আমার গা ঘেঁষেই চলে যাচ্ছে। স্পর্শ করে যাচ্ছে টিকেন।
এত কাছে থেকেও জানার উপায় নেই। গায়ের রঙ চলে যাচ্ছে, হাত-মুখ-ব্রন ফুল,হাফ,দামী ও রঙ জ্বলা চলে যাচ্ছে।উৎপন্ন কোলাহল, ভাষাপংক্তিমালায় আনুভূমিক অক্ষে অনেক মানুষ হেঁটে যাচ্ছে,
এত লক্ষ মানুষ, এদের কাউকেই জানার সুযোগ নেই।
অথচ প্রতিটি মানুষের বুকের খাঁচায় একটি করে হৃদয় লোড করা থাকে; স্বপ্ন-অর্থ-দারিদ্র-চিন্তন-সখ-অভ্যেস-ভয়-আশার।মানুষেরা সমিল মানুষ খোঁজে,
শান্তি চায় বন্ধুত্বে,
কেউ এদের ভেতরেই হয়তো আছে
যে স্বভাব কবি, তার মুগ্ধ পাঠক হওয়া হয় নি!
ভাববন্ধুও ছিল। অনেক মিল হতো পরিচয় হলে। একজন শিক্ষক পেয়ে যেতাম, হয়তো একজন কুড়িবান মানুষ তারুণ্যে ঝলসিত। লুকিয়ে আছে কোন একজন এর ভিতরই, সুগভীর উপলব্ধি যে লুকিয়ে রাখে
বলার আগেই বুঝতে পারতো আমার কথা।

কারো সাথেই আমার যোগাযোগ হবার কথা না। সব উঠে যাচ্ছে সিঁড়ি বেয়ে,
ফের ওপাশে নেমে যাচ্ছে।
আমি দেখছি সকাল থেকে সন্ধ্যা যত বার হেঁটে গেছি এই ব্যস্ত নগরে
দু চার জন ছাড়া কাউকেই চিনি না।
-
ড্রাফট ০.৯


মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬

জেন রসি বলেছেন: কেউ এদের ভেতরেই হয়তো আছে
যে স্বভাব কবি, তার মুগ্ধ পাঠক হওয়া হয় নি!
ভাববন্ধুও ছিল। অনেক মিল হতো পরিচয় হলে। একজন শিক্ষক পেয়ে যেতাম, হয়তো একজন কুড়িবান মানুষ তারুণ্যে ঝলসিত। লুকিয়ে আছে কোন একজন এর ভিতরই, সুগভীর উপলব্ধি যে লুকিয়ে রাখে
বলার আগেই বুঝতে পারতো আমার কথা।

ভালো লাগল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬

স্বদেশ হাসনাইন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.