নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নাস্তিকরা বঁদড়ামি করবো আর আমি নিশ্চিন্তে বেহেশতে চইলা যাওয়ার ধান্দা করমু ! কক্ষনো না, বরং আমি এই কুলাংগার গুলারে জাহান্নাম পর্যন্ত ধাওয়া করমু, ওগো লগে জাহান্নামে ঢুকমু, ওগো আগুনের চাপাতি দিয়া কুপামু.......এর পরে আমার কইলজা ঠান্ডা হইবো।

চেংকু প্যাঁক

চেংকু প্যাঁক › বিস্তারিত পোস্টঃ

চাঁদের মতো ফুটফুটে এই শিশুটির বয়স ৪৮ ঘন্টার চেয়েও কম।

১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৪




রক্তাক্ত এই শিশুটিকে দেখে নিশ্চয় মনে হচ্ছে যে, ইরাক-সিরিয়ার কোন হতভাগ্য শিশু হবে; যার ছোট্ট প্রাণটি বোমার ছিটা কেড়ে নিয়েছে - তাইনা? মোটেও কিন্তু তা নয়, শিশুটি হল রাতের অন্ধকারে কোন ছাপড়ার নিচে অবৈধভাবে মিলিত হওয়া দু'জন মানব-মানবীর ক্ষণিক-স্বাদের থেকেযাওয়া এক উপেক্ষিত চিহ্ন। প্রত্যাখ্যাত রাজসাক্ষী।

চাঁদের মতো ফুটফুটে এই শিশুটির বয়স ৪৮ ঘন্টার চেয়েও কম। একটি ঝোঁপের মাঝে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। কচি দেহে অনেকাংশে আঘাতের চিহ্ন। ডান হাতটা রক্তাক্ত। নরোম তুলতুলে গালেও ছোপ ছোপ রক্তের দাগ। ঝোঁপের কীট-পতঙ্গ ও বিষাক্ত সাপের ছোবল এগুলো। মানবের উপেক্ষা আর সর্প-কীটের দংশন সত্বেও শিশুটি বাঁচার এক অদম্য আশায় ঝোঁপেই কান্না করছিল! অবলা ভাষায় আর্তনাদ করে যাচ্ছিল!

পাপের বোঝা হিসেবে দীর্ঘ ৯ মাস ১০ দিন পেটে নিয়ে বয়েবেড়ানো কলঙ্কিনী মা শিশুটিকে উপেক্ষা করলেও অপরিচিত কোন এক মহৎপ্রাণ ব্যক্তি শিশুটিকে উপেক্ষা করতে পারলেননা। তিনি শিশুটিকে ঝোঁপ থেকে উঠিয়ে হাসপাতালে নিয়ে আসলেন। এখানে চিকিৎসার পর শিশুটি প্রাণে বেঁচে গেল! একেই বলে রাখে আল্লাহ মারে কে?

আপনি জানতে চাইতে পারেন, ঘটনাটা কোন জায়গার? আমি বলব, ঘটনাটা এ জমীনেরই কোন এক প্রান্তের, যে জমীনে আমি-আপনি বসবাস করি। আপনার-আমার সমাজে যেভাবে প্রতিনিয়ত ড্রেন, অঁচলা ডাষ্টবিন, ঝোঁপ আর রাস্তার ধারে পরিত্যক্ত নবজাতককে নিয়ে কুকুরের দলের টানাটানির ঘটনা ঘটে, এ ঘটনাটাও ঠিক তদ্রুপ। সুতরাং এখানে ঘটনার স্থান-কাল ও সত্যতা যাচাইয়ের কী ই বা দরকার?!
পুনশ্চ: বাঁয়ের ছবিটি শিশুটির ঝোঁপে পরিত্যক্ত অবস্থার আর ডানের ছবিটি হাসপাতালে ডাক্তারের শুশ্রূষা করাকালীন সময়ের।
সূত্রঃ رحلة في أرض الله অবলম্বনে...(সংগৃহীত)

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৫

নতুন বলেছেন: X(( বাজারে এতো ব্যবস্তা থাকতে কেন যে এরা পদ্বতী ব্যবহার করেনা। কয়েকটাকার কন্ডম ব্যবহার করলেও এই রকমের পরিস্থিতিতে পড়তে হয় না। X((

২| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১০

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ,

৩| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:১৬

কানিজ রিনা বলেছেন: এইসব মায়েরা পতিতার থেকেও খারাপ।
পতিতা মায়েরা তার শিশুকে আলগে রেখে
বড় করে। ধন্যবাদ।

৪| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২২

ফেল কড়ি মাখ তেল বলেছেন: কানিজ রিনা আপায় দেখি
পতিতা মায়েদের ও খবর রাখে।
আপনি কি মহিলা মাদ্রারাসার চাকুরি ছেড়ে দিয়েছেন নাকি??
ব্লগে কোন ধর্মীয় লেকচার দেখি নাহ আপনার?

৫| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৭

কানিজ রিনা বলেছেন: ফেল করি মাখ তেল, নামের অর্থটা জানাবেন
কি? ব্লগে শিক্ষাগত যোগ্যতা বজায় রাখুন।
ব্লগে প্রশ্ন রাখুন আমি মাদ্রার শিক্ষক হলে
আপনার সমস্যা কি?

৬| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: বিবাহবর্হিভূত সন্তান জন্ম নেয়াকে সমাজপতি ও ধর্মপতিরা মারাত্মক অন্যায় কাজ বলে মনে করেন। তারা যে শিশুটি জন্ম নেয় তাকে “পাপের ফল” বলে অভিহিত করা হয়। তার নাম দেয়া হয় জারজ। ইংরেজি জানা লোকে অহরহ মানুষকে নিকৃষ্টতম গালি হিসেবে “বাস্টার্ড” বলে থাকে। দুটো নারী-পুরুষের মিলনে যে মানব শিশুটি জন্মালো তাকে বলা হচ্ছে অবৈধ!কেন? কারণ শিশুটির বাবা-মা সমাজ ও ধর্ম স্বীকৃত কোন “বিয়ে” করে সন্তান পয়দা করেনি। কত নারী এই লজ্জা আর গ্লাণির জন্য আত্মহত্যার পথ বেছে নেয়। ডাস্টবিনে সদ্যজাত শিশুকে ফেলে যায় তথাকথিত সমাজের লাজলজ্জার হাত থেকে বাঁচার জন্য!আমরা এমনই এক সমাজ বানিয়েছি যেখানে নিস্পাপ শিশুদেরও নাম দিয়েছি, অবৈধ! শিশুর জন্ম কখনো অবৈধ হতে পারেনা।

৭| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫১

শাহিন-৯৯ বলেছেন: আমি ও আমার স্ত্রী গতকাল ইউটিউবে ভিডিওটি দেখে অনেক চোখের জল ফেলেছি, কারণ সন্তানের শূন্যতা আমাদের চেয়ে কেউ হয়তো বেশি বুঝে না ৷

৮| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২১

অঘ্রান অভ্রু বলেছেন: দুঃখজনক

৯| ১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০২

কানিজ রিনা বলেছেন: এই সব মায়েরা গোপনে দশমাস দশদিন এত
কষ্ট করে শিশু জনম দিতে পারে তাহলে
গোপনে অন্য কাওকে দিয়ে দিলে ক্ষতি কি।

১০| ১৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:১১

চিটাগং এক্সপ্রেস বলেছেন: এমন ঘটনা আজকাল অহরহ ঘটছে। বাচ্চা ভাল না লাগলে আগেই এবরশন করে ফেলতি

১১| ১৬ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৩

সৈয়দ মেহবুব রহমান বলেছেন: ছবিটা দেখে মনটা কেমন হয়ে গেলো

১২| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৭

প্রামানিক বলেছেন: কি নিষ্ঠুর।

১৩| ১৯ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: অমানবিক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.